ADVERTISEMENT
home / বিবাহ
আকাশ আম্বানি আর শ্লোকা মেহেতার বিয়ের হাঁড়ির খবর – লুক থেকে আরম্ভ করে বিয়ের ভেন্যু, অতিথি আরও অনেককিছু…

আকাশ আম্বানি আর শ্লোকা মেহেতার বিয়ের হাঁড়ির খবর – লুক থেকে আরম্ভ করে বিয়ের ভেন্যু, অতিথি আরও অনেককিছু…

ফুলের সাজে সেজে উঠলো আকাশ আম্বানি আর শ্লোকা মেহেতার বিয়ের মণ্ডপ। আজ সেই শুভদিন, দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি ও নিতা আম্বানির ছেলে আকাশ আম্বানির বিয়ে, ডায়মন্ড মারচেন্ট কন্যা শ্লোকা মেহেতার সাথে। অ্যান্টেলিয়া হাউসেই আজ চারহাত এক হতে চলেছে। ইতিমধ্যেই বিয়ের ভেন্যুর সেই অসামান্য ফুলের সাজের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, আমরা এটাও জেনে গেছি যে এই বিয়েতে কোন কোন অতিথি এসেছেন। তবে ফুলের কাজের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় সেই ময়ূরের কথা। ভিডিওয় দেখা যাচ্ছে একটি বিশাল আকারের ফুলের তৈরি ময়ূর বারবার ডানা মেলছে এবং ডানা গুটিয়ে নিচ্ছে। অবশ্য তার সাথে সাথেই আমাদের চোখ চলে যাচ্ছে সম্পূর্ণ ফুল দিয়ে তৈরি একটি কৃষ্ণঠাকুরের দিকে। আসুন আমরা সেই ভিডিওটা দেখে নি।

Akash- Shloka wedding Venue 4মা-বাবা হিসেবে নিতা এবং মুকেশ আম্বানি যে কতটা দায়িত্বশীল সেটা তাঁরা এবারেও প্রমাণ করেছেন। আকাশ এবং শ্লোকার বিয়ের ঠিক আগ দিয়েই তার দিদি ইশা আম্বানির বিয়ে হয় আনন্দ পিরামলের। সেই বিয়েতে যতটা জাঁকজমক মুকেশ ও নিতা আম্বানি করেছিলেন, ছেলের বিয়েতে মনে হচ্ছে সেই জাঁকজমক আরও অনেক বেশি হবে। নববধূ শ্লোকাকে স্বাগত জানাতে ঠিক নতুন বৌ-এর মতো করেই সাজানো হয়েছে অ্যান্টেলিয়াকে।

আপনাদের মনে আছে নিশ্চই যে এর আগে আকাশের বোন অর্থাৎ ইশা আম্বানির বিয়ের আগে যে প্রি-ওয়েডিং সেলিব্রেশন হয়েছিল, সেটাও ছিল তাক লাগানোর মতন। ইশার প্রি-ওয়েডিং সেলিব্রেশন হয়েছিল যোধপুরের উমেদ ভবন প্যালেসে আর আকাশের প্রি-ওয়েডিং সেলিব্রেশন হয়েছে সুইতজারল্যান্ডে। সুইতজারল্যান্ডে আকাশ-শ্লোকার প্রি-ওয়েডিং সেলিব্রেশন হবার পর থেকেই সবার মনে এই প্রশ্ন উঁকি-ঝুকি মারছিল যে এদের বিয়েতা তাহলে ঠিক কতটা জাঁকজমকের সাথে হতে চলেছে! আর সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেল আম্বানি হাউসের এই দারুণ ডেকরেশন দেখে। বিয়ে সম্পন্ন হবে জিও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা বান্দ্রার কুরলা কমপ্লেক্সে অবস্থিত।

Akash- Shloka wedding Venue 2অদ্ভুত নীলচে আলো আর নানা রঙের ফুল দিয়ে যে কি অসাধারনভাবে বিয়ের ভেন্যু সাজানো হয়েছে সেই ছবি আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। ছবিগুলো দেখে মনে হচ্ছে এটা যেন কারও বিয়ে নয়, আমরা যেন কোন রূপকথার গল্প বাস্তবে দেখতে পাচ্ছি।

ADVERTISEMENT

Akash- Shloka wedding Venue 6দেখে নিন বিয়ের ভেন্যুর ছবি

আম্বানি পরিবারের ফ্যাশন থিম ছিল গোলাপি, যা প্রেমেরও রঙ 

akash ambani shloka mehta wedding pictures

52029423 575980089548252 7042283059661355230 n

ADVERTISEMENT

52392669 2014625948635341 4948125930790666747 n

এসেছিলেন বলিউডের নামি-দামী ব্যক্তিত্ব 

সস্ত্রীক আমির খান 

Aamir Khan

ADVERTISEMENT

বলিউডের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রা 

manish-malhotra

সপরিবারে অভিষেক বচ্চন 

শাহরুখ খান এবং গৌরি খান 

ADVERTISEMENT

বলিউডের সুন্দরী অভিনেত্রীরা পরীর সাজে এসেছিলেন আকাশ আর শ্লোকার বিয়েতে

aliaবাসন্তী রঙের লেহেঙ্গায় সুন্দরী আলিয়া

janগোলাপি রঙের এম্ব্রোয়েডারি করা লেহেঙ্গাতে জানহবী কাপুরকে কেমন লাগছে?

pcদেসি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া পরেছেন রূপোলী জরি দেওয়া নেটের শাড়ি

ADVERTISEMENT

kareenaকরিনা কাপুরের সাদা ইন্দ-ওয়েস্টারন আউটফিট দেখে নিন

দেখে নিন আকাশ আম্বানি আর শ্লোকা মেহেতার মালাবদলের ছবি।

ছবিতে এই জুটির মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে তাঁরা দু’জনেই নতুন জীবনে প্রবেশ করার জন্য যেন আর অপেক্ষা করতে পারছেন না।

আকাশ আর শ্লোকার বিয়ের প্রথম ছবি (akash ambani wedding)

ADVERTISEMENT

Akash- Shloka wedding first-picture

মা নিতা আশীর্বাদ করছেন ছেলে আকাশ আর বৌমা শ্লোকাকে 

ambani wedding 01

ননদ আর বৌদির মধ্যে বেশ ভাব আছে কিন্তু 

ADVERTISEMENT

isha

বিয়ের ভিডিও 

POPxo-র তরফ থেকে নব-দম্পতিকে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা… 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

ADVERTISEMENT

 

 

09 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT