ADVERTISEMENT
home / বাড়ির সাজসজ্জা
মন খারাপের বৃষ্টিতে আনন্দ দিক আপনার সাজানো বারান্দা

মন খারাপের বৃষ্টিতে আনন্দ দিক আপনার সাজানো বারান্দা

প্যানডেমিক পরিস্থিতিতে এখন সবাই প্রায় ওয়ার্ক ফ্রম হোম করছেন। কারও কারও ক্ষেত্রে এই নিয়ম খাটে না। তাঁদের অফিস যেতেই হচ্ছে। কিন্তু কোভিড বিধি নিষেধের জন্য় বাড়িতে থাকার সময়সীমাটাই বেশি। অনেকেই দীর্ঘশ্বাস ফেলে বলেন, “উফ! বন্দি হয়ে আছি।” যেহেতু বেশিরভাগ সময়েই ঘরের মধ্য়ে কাটে, তাই মনখারাপের পরিমাণ বাড়ে। এই সময়ে নিজেদেরই একটি ‘হ্যাপি প্লেস’ বানিয়ে ফেলতে পারি। বাড়ির মধ্যেই এমন একটি স্থান, যেখানে গেলে আপনার মনটা ভাল হয়ে যায়। কাজের চাপের মধ্য়ে আমরা সেই জায়গায় গেলে আমাদের মন ভাল হয়ে যায় (balcony decoration tips) ।

এই বন্দি সময়টাই আপনি অন্য ভাবে কাজে লাগাতে পারেন। আপনার বারান্দাকেই আপনি হ্যাপি প্লেস বানিয়ে নিতে পারেন। সুন্দর করে সাজিয়ে ফেলতে পারেন আপনার বারান্দা। সেখানে গেলে আপনার মন ভাল হয়ে যাবে। বারান্দা সাজানোর টিপস দিচ্ছি আমরা…

 

 

ADVERTISEMENT

সবুজ আমাদের মন ভাল রাখে

আপনার বারান্দায় আপনি গাছ দিয়ে সাজাতে পারেন। যত বেশি সংখ্যক গাছ আপনি বারান্দায় রাখবেন, আপনার বারান্দা পাবে একটি সবুজ ছোঁয়া। আপনার বারান্দায় যদি গ্রিল দেওয়া থাকে, তবে সেই গ্রিলে জড়িয়ে দিতে পারেন মানি প্ল্যান্টের মতো বিভিন্ন লতানো গাছ (balcony decoration tips)। গ্রিলের উপর থেকে আঙটা দিয়ে ঝুলিয়ে দিতে পারেন দু একটি গাছের টব । অবশ্যই রঙ মিলিয়ে রাখবেন। বারান্দার চওড়ার দিকে তিনটে গাছ ঝোলাতে পারেন। আপনার বারান্দায় যদি গ্রিল দেওয়া না থাকে, সেক্ষেত্রেও আপনি বারান্দার মেঝেতে সুন্দর টব রাখতে পারেন। প্লাস্টিকের টব কিনে আপনি তাতে কাপড়ের সুন্দর ঢাকনাও বানিয়ে নিতে পারেন। যে গাছগুলোয় বেশি জল দিতে হয় না, সেরকম গাছ রাখাই ভাল। টবের নিচে অবশ্যই প্লেট রাখবেন। যেন জল মেঝেতে না পড়়ে (balcony decoration tips)। বিভিন্ন পাতাবাহার ও ইন্ডোর প্ল্যান্ট রাখতে পারেন।

বারান্দার দেওয়াল রঙিন করে ফেলুন

বারান্দার দেওয়ালের কথা ভুলে যাবেন না। আপনার দেওয়ালে যদি বেশি কিছু রাখা পছন্দ না হয়, তবে একটি ছবির ফ্রেম টাঙাতে পারেন। বারান্দার দেওয়ালে কিছু ছবিও আঁকিয়ে নিতে পারেন এবং কোণায় একটি ছোট্ট পেন্টিং টাঙাতে পারেন(balcony decoration tips)। একটি দেওয়ালকে সাজিয়ে তুললেই আপনার বারন্দার চেহারাই পালটে যাবে।

ADVERTISEMENT

আলো আপনার মনের অবস্থাই পাল্টে দেয়

আপনি বারন্দায় সাধারণ টিউবলাইট বা বাল্ব না লাগিয়ে একটু অন্যরকম আলো দিয়ে সাজান। বিভিন্ন হ্যাঙ্গিং আলোও আপনি লাগাতে পারেন। ই-কমার্স ওয়েবসাইটেই আপনি সেই আলো পেয়ে যাবেন। বারান্দার কোণও আপনি সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের ল্যান্টার্ন আপনি রাখতে পারেন। বেশ অন্যরকম লাগবে। আপনার ছোট্ট বারান্দাও তখন সুন্দর হয়ে উঠবে। গ্রিল দেওয়া বারান্দা হলে, আপনি গ্রিলের গায়ে আলো দিয়ে সাজাতে পারেন । গাছের সঙ্গে আলোর মিলন্তিতে আপনার বারন্দা বেশ দেখতে লাগবে (balcony decoration tips)।

বারান্দায় দোলনা ঝোলাতে পারেন

বারান্দায় দোলনা ঝোলানোর রীতি বেশ পুরনো। দড়ির দোলনা বা বেতের দোলনা অনেকেই বারান্দায় ঝোলান আপনার বারান্দায় যদি সামান্য জায়গা থাকে, তবে আপনিও বারান্দায় বেতের বা অন্যান্যরকমের দোলনাও ঝোলাতে পারেন। আপনার মন খারাপ লাগলে কিছুক্ষণ দোলনায় বসতে পারেন। এতে আপনার বারন্দা বেশ সুন্দর দেখতে লাগবে (balcony decoration tips)। দোলনার গায়ে লতানো গাছ জড়িয়ে দিতে পারেন, নাও পারেন। আপনার পছন্দ অনুযায়ী করবেন।

ADVERTISEMENT

 

মূল ছবি – ইনস্টাগ্রাম

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

01 Jul 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT