বিয়ারের গুণাগুণ নিয়ে আজ আর লিখছি না কারণ যারা বিয়ার খান তারা জানেন আর যারা খান না তারা যারা খান তাদের থেকে জানতে পেরে যান! ঠিক কিনা? সে যাই হোক, মোটকথা এটা সত্যি অ্যালকোহল আর বিয়ার একদমই এক নয়। বিয়ারের নিজস্ব কিছু গুণ সত্যিই থাকে তা শুধু শরীরের ভেতরে উপকার করে এমন নয়, বাইরে থেকেও ত্বক, চুল ইত্যাদিকে ভাল রাখতে সাহায্য করে। (diy beer hair mask)
বিয়ার শ্যাম্পু বাজারে পাওয়া যায় কিন্তু তাতে আসল বিয়ারের গুণ কতটা থাকে এবং তার ফলে কতটা উপকার পাওয়া যায় তা একটু সন্দেহজনক বটে! তাই আসল বিয়ার দিয়ে তৈরি কিছু হেয়ার মাস্কের রেসিপি শেয়ার করলাম..
পেঁয়াজ এবং বিয়ার
আমরা জানি চুল ভাল রাখতে পেঁয়াজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তাই প্রথম হেয়ার মাস্কটা হোক পেঁয়াজযুক্ত।
উপকরণঃ ১ কাপ বিয়ার, ১টি পেঁয়াজ, বড় চামচের এক চামচ নারকেল তেল। (diy beer hair mask)
পদ্ধতিঃ একটি মিক্সারে পেঁয়াজ, বিয়ার এবং নারকেল তেল ঢেলে মিশিয়ে নিন তারপর থকথকে পেস্ট তৈরি হয়ে গেলে মাথার স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে ফেলুন। যেটুকু পেস্ট বেঁচে থাকবে তা চুলে মেখে নিন। পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে ভাল শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।
ডিম এবং বিয়ার
মাথায় ডিম আমরা দিয়ে থাকি চুল ভাল রাখার জন্য তাই বিয়ারের সাথেও ডিম যোগ করে ফেলুন।
উপকরণঃ ৫০ মিলি বিয়ার এবং একটি ডিমের সাদা অংশ
পদ্ধতিঃ ব্লেন্ডারে বিয়ার এবং ডিমের সাদা অংশ একসাথে ব্লেন্ড করে নিন। তারপরে মাথায় ভাল করে মেখে একটা প্লাস্টিক বেঁধে নিন মাথায়। পুরো শুকিয়ে গেলে খুলে শ্যাম্পু করে নেবেন। চুল ভাল থাকে সাথে চুল ঘন দেখায়। (diy beer hair mask)
মধু এবং বিয়ার
মধু চুলকে ময়শ্চারাইজড করে তাই মধুর সাথে বিয়ার মিশিয়ে মাথায় মাখলে চুল খুব ভাল থাকবে।
উপকরণঃ ১ টেবিল চামচ মধু, ১টি কলা, হাফ কাপ ডার্ক বিয়ার, ১টা ডিমের সাদা অংশ। (diy beer hair mask)
পদ্ধতিঃ প্রতিটি উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে চুলে মাখুন তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
বিয়ার হেয়ার মাস্ক হিসেবে খুবই কার্যকরী তাই যে কোনও একরকম পদ্ধতিতে মাথায় ব্যবহার করতে পারেন এটি।
POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও! বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPx আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!o App