ADVERTISEMENT
home / বিনোদন
ভূতের সিনেমা ভালবাসেন? ১৩টি ছবি দেখে আপনিও পেতে পারেন প্রায় ১ লাখ টাকা!

ভূতের সিনেমা ভালবাসেন? ১৩টি ছবি দেখে আপনিও পেতে পারেন প্রায় ১ লাখ টাকা!

আপনার কি গা ছমছমে ভূতের ছবি (horror films) দেখতে ভাল লাগে? একা দেখতে পছন্দ করেন? তাহলে এবার আপনার জন্য়ই সুখবর। আপনাকে সেরকম ছবি দেখার সুযোগ করে দিচ্ছে একটি অর্থলগ্নিকারী সংস্থা ‘ফিনান্সবাজ’ (financebaz) । শুধু ভূতের ছবি দেখার সুযোগই নয়, সঙ্গে পেয়ে যেতে পারেন প্রায় ১ লাখ টাকা! ভূতের ছবিপ্রেমীদের (horror films) যেন এবার মেঘ না চাইতেই জল!

তবে একটি প্রতিযোগিতায় আপনাকে অংশ নিতে হবে। সেই প্রতিযোগিতার নাম ‘হরর মুভি হার্ট রেট অ্যনালিস্ট’। সেই প্রতিযোগিতায় অংশ নিয়েই আপনি বিনামূল্যে ছবি দেখার সুযোগ পেতে পারেন। ফিনান্সবাজ আপনাকে দেবে ১ হাজার ৩০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ লক্ষ টাকা। তবে কিছু শর্তও রয়েছে।

কী কী করতে হবে প্রতিযোগিতায়

প্রতিযোগীকে ৯ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ১৩টি ভূতের ছবি (horror films) দেখতে হবে।

যে যে ছবি (horror films) দেখতে হবে

  • অ্যামিটিভাইল হরর
  • আ কোয়ায়েট প্যালেস
  • আ কোয়ায়েট প্যালেস পার্ট ২
  • ক্যান্ডিম্যান
  • ইনসিডিয়াস
  • দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট
  • সিনিস্টার
  • গেট আউট
  • দ্য পার্জ
  • হ্যালোউইন (২০১৮)
  • প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং অ্যানাবেল
জিতে নিন ১ লাখ টাকা!

কেন এই প্রতিযোগিতার আয়োজন?

ফিনান্সবাজ (financebaz) একটি সমীক্ষা চালাচ্ছে। তারা দেখতে চাইছে বড় বাজেটের ভূতের ছবি দেখে মানুষ ভয় পায় নাকি ব্লেয়ার উইচের মতো অল্প বাজেটের ছবি মানুষকে ভয় দেখাতে পারে বেশি। কীভাবে সেই ভয়ের পরিমাপ হবে? সংস্থার (financebaz) তরফে জানানো হয়েছে, ১৩টি ছবি দেখার সময় হৃদস্পন্দন মাপা হবে। সেই জন্য প্রত্যেক প্রতিযোগীকে ফিটবিট বা হার্টরেট মনিটর পরিয়ে দেওয়া হবে। প্রতিযোগীদের হার্টরেটের ভিত্তিতেই ভয়ের পরিমাপ করা হবে।

ADVERTISEMENT

প্রতিযোগীর ন্য়ূনতম বয়স হবে ১৮ বছর। ২৬ সেপ্টেম্বরের মধ্য়ে আবেদন পাঠাতে হবে। বাছাই করা প্রতিযোগীদের নাম ঘোষণা করা হবে ১ অক্টোবর। ই-মেলে তাঁদের যোগাযোগ করা হবে। ৪ অক্টোবরের মধ্য়ে প্রতিযোগীদের ফিটবিট পাঠিয়ে দেওয়া হবে। ৯ অক্টোবর থেকে শুরু হবে ছবি দেখা। আপনিও কি ভূতের ছবি দেখতে আগ্রহী? তাহলে আর দেরি নয়। চটপট আবেদন করে ফেলুন।

বিস্তারিত তথ্য পান এই লিংকে – https://financebuzz.com/get-paid-to-watch-scary-movies

ছবি সৌজন্য – অ্যানাবেল, ইন্সিডিয়াস, ব্লেয়ার উইচ প্রজেক্ট

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!

ADVERTISEMENT

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

15 Sep 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT