ADVERTISEMENT
home / দেশে ভ্রমণ
ভারতের পাঁচটি ট্রাভেল ডেস্টিনেশন যেখানে মহিলারা সুরক্ষিত in bengali

একা বেড়াতে যেতে চান কিন্তু সুরক্ষা নিয়ে চিন্তিত? এই পাঁচটি জায়গায় আরামসে যেতে পারেন

বেড়াতে যেতে আমরা কে না ভালোবাসি বলুন? আমি তো ছোটবেলা থেকে ভীষণ বেড়াই। যখন ছোট ছিলাম তখন মা-বাবার সাথে না জানি কোথায় কোথায় বেরিয়েছি; তারপরে বন্ধুদের সাথে, বরের সাথে, আবার কখনও বা কাউকে সাথে না পেলে একাই বেরিয়ে (top 5 woman friendly holiday destinations) পড়ি। আসলে মাঝেমাঝে একটু বেড়াতে না গেলে ঠিক অক্সিজেন পাওয়া যায়না। একঘেয়ে কাজ করতে করতে বোর হয়ে যাই। একটা সময় পর আর মাথা কাজ করে না, তখন একটু নতুন জায়গা এক্সপ্লোর করতে ইচ্ছে করে।

মাঝে মাঝে বেড়াতে না গেলে অক্সিজেন পাওয়া যায় না

এবারে আমি আর আমার কয়েকজন বান্ধবী মিলে ঠিক করেছি কোথাও বেড়িয়ে আসব। কিন্তু সেকথা বাড়িতে জানাতেই সবার আগে উত্তর এলো, “একা একা মেয়েরা মিলে ঘুরতে যাবি? তাও আবার কলকাতার বাইরে?” হ্যাঁ, মেয়েদের সুরক্ষা নিয়ে একটু-আধটু চিন্তা তো থাকেই, তবে ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে, যেখানে একজন মেয়ে একা কিংবা কয়েকজন মেয়ে মিলে দল বেঁধে আরামসে বেড়াতে যেতে পারে। আজকে সেরকমই ৫টা ‘ওম্যান ফ্রেন্ডলি হলিডে ডেস্টিনেশন’-এর হদিশ দেবো যেখানে আপনি চাইলে সোলো ট্রাভেল করতে পারেন আবার আপনার গার্লফ্রেন্ডদেরকে নিয়েও ঘুরতে (top 5 woman friendly holiday destinations) যেতে পারেন।

ADVERTISEMENT

১। বেনারস

সামনে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, সন্ধ্যারতির জন্য হাজার হাজার প্রদীপ জলছে, ধুপ ধুনোর গন্ধ – বারানসির ঘাটের পরিবেশটাই অন্যরকম! এখানে এলেই যেন মনটা অন্যরকম হয়ে যায়। যেন শুদ্ধ হয়ে যায়! একজন একা মহিলা কিংবা একদল মহিলা আরামসে বারানসি বেড়াতে যেতে পারেন এবং শুধু ঘাটের সন্ধ্যারতি নয়, সুস্বাদু সব লোকাল খাবার, বিশেষ করে কচুরি, জিলিপি আর চাট খেতে পারেন।

২। আন্দামান

মহিলাদের সুরক্ষাব্যবস্থার জন্য আন্দামানে রীতিমতো আলাদা আইন (top 5 woman friendly holiday destinations) রয়েছে। আপনি যদি আন্দামানে একা অথবা আপনার বান্ধবীদের সাথে বেড়াতে যান, তাহলে জেনে রাখা ভালো যে সাইট সিয়িং-এর জন্য রীতিমত সরকার অনুমোদিত ট্যুরিস্ট গাইড রয়েছেন এখানে। স্কুবা ডাইভিং অথবা স্নরক্লিং-এর জন্য আপনারা যে হোটেলে থাকবেন সেখানকার থেকেই ব্যবস্থা করে নিতে পারেন। 

৩। জয়সালমের

জয়সালমের বললেই মনে পড়ে ‘সোনার কেল্লা’। তা আপনি যদি সোনার কেল্লা দেখতে যেতে চান, আর সাথে মরুভুমিতে ‘ডেসার্ট সাফারি’ করতে চান এবং সন্ধেবেলা লোকাল লোকজনের সাংস্কৃতিক নাচ ও গান দেখতে চান, তাহলে কিন্তু জীবনে একবার জয়সালমের যাওয়াটা উচিত। রাজস্থানের খুব কম কয়েকটি জায়গা আছে যেখানে এখনও শহুরে হাওয়া লাগেনি এবং আপনি সেখানকার লোকাল ফ্লেবারটা এখনও কিছুটা হলেও পাবেন, জয়সালমের সেরকমই একটি জায়গা। আর নিজের সুরক্ষার কথা ভাবছেন? চিন্তা নেই, মহিলাদের জন্য এই খুবই সেফ জায়গা।

৪। হাম্পি

আপনি যদি প্রাচীন ভারতীয় স্থাপত্য দেখতে ভালোবাসেন, তাহলে কর্ণাটকের হাম্পি-তে যেতে পারেন। আর সব থেকে বড় কথা হল অন্য কেউ যদি আপনার সাথে না যেতে চান, তাহলে আপনি একাই চলে যেতে পারেন, কারণ কর্ণাটক ভারতের কয়েকটি জায়গার মধ্যে এমন একটা জায়গা যেখানে মহিলারা সুরক্ষিত (top 5 woman friendly holiday destinations)। প্রাচীন মন্দিরের সাথে সাথে হাম্পিতে কিন্তু প্রাকৃতিক দৃশ্যও অপরূপ!

ADVERTISEMENT

৫। খাজুরাহো

খাজুরাহোর মন্দিরগুলির ভাস্কর্য  এতোই অপূর্ব যে এটি ভারতের অন্যতম ইউনেস্কো অনুমদিত ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’-এর তকমা পেয়েছে। এহেন শিল্প দেখতে যদি আপনি পছন্দ করেন, অথবা আপনার ফটোগ্রাফির শখ থাকে তাহলে আপনি একবার অন্তত মধ্যপ্রদেশে খাজুরাহো ঘুরে আসতে পারেন। আর মহিলারা এখানে সুরক্ষিতই।

https://bangla.popxo.com/article/7-best-holiday-destinations-to-travel-with-elderly-family-members-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!        

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

14 Jan 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT