ADVERTISEMENT
home / বইপত্র
২০১৮ র সেরা বই (Top books of 2018)

২০১৮ র সেরা বই (Top books of 2018)

সম্প্রতি ঘোষিত হয়েছে অমিতাভ ঘোষ পাচ্ছেন জ্ঞানপীঠ পুরস্কার। বই প্রেমীদের কাছে এটি অবশ্যই খুশির খবর। ২০১৮ প্রায় শেষের পথে। এ বছরে কোন কোন বই সেরার তালিকায় জায়গা করে নিল জানেন? এর মধ্যে কোনটা আপনার পড়া হয়ে গেছে আর কোনটাই বা বাকি? দেখে নিন এই তালিকা। সামনেই তো বইমেলা। বাকিগুলো তখন অবশ্যই কিনে নেবেন।এক ঝলকে ২০১৮ র সেরা কয়েকটি বই রইল আপনার জন্য।  

টপ বুক #১

দা সেঞ্চুরি ইজ নট এনাফ

বইটি কিনতে হলে ক্লিক করুন এই লিঙ্কে 

https://www.amazon.in/Century-not-Enough-Roller-coaster-Success/dp/9386228564/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1545655788&sr=1-1&keywords=a+century+is+not+enough+book

বাঙালি হিসেবে আপনার ছাতি বেড়ে ছাপান্ন ইঞ্চি হয়ে গেল তো? হওয়ারই কথা। আমাদের দাদা, সবার প্রিয় মহারাজ সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) এই বইটি যাকে বলে ২০১৮র ডার্ক হর্স প্রমাণিত হয়েছে। লর্ডসের মাঠে সেঞ্চুরি, দাদার সেই বিখ্যাত জামা খুলে দর্শকদের অভিবাদন থেকে শুরু করে জীবনের প্রতিটি বাঁক ধরা পড়েছে এই বইতে। এখনও পড়েননি? কিনে ফেলুন এক্ষুনি।

ADVERTISEMENT

51p3ve79yRL

 

টপ বুক # ২

আ মার্ডার অন মালাবার হিল

বইটি কিনতে হলে ক্লিক করুন এই লিঙ্কে 

https://www.amazon.in/Murder-Malabar-Hill-Sujata-Massey/dp/0143428233/ref=sr_1_1?ie=UTF8&qid=1545657201&sr=8-1&keywords=murder+on+malabar+hills

ADVERTISEMENT

সুজাতা ম্যাসি বোধহয় নিজেও জানতেন না যে রানওয়ে হিট হবে তার এই ক্রাইম থ্রিলার। মহিলা কেন্দ্রিক হাই ভোল্টেজ ড্রামা আর তার সঙ্গে ১৯২০ সালের পুরনো বম্বের পরিবেশ। এই বই হিট না হয়ে যায় কখনও? উপরি পাওনা সুজাতার ঝরঝরে লেখনী।

51d9Wb8m3sL. SX324 BO1 204 203 200

টপ বুক # ৩

হোয়াই আই অ্যাম আ হিন্দু

বইটি কিনতে হলে ক্লিক করুন এই লিঙ্কে 

https://www.amazon.in/s/ref=nb_sb_ss_c_1_5?url=search-alias%3Daps&field-keywords=why+i+am+a+hindu+by+shashi+tharoor&sprefix=why+i%2Caps%2C549&crid=189XZ1AM6GO2J&rh=i%3Aaps%2Ck%3Awhy+i+am+a+hindu+by+shashi+tharoor

ADVERTISEMENT

সব বিতর্কের মুখে জল ঢেলে শশী থারুরের এই বই বেস্ট সেলারের তালিকায়। এর আগে যারা থারুরের লেখা পড়েছেন তারা জানেন ইংরিজি ভাষায় ওনার দখল প্রশ্নাতীত। নিরস তথ্যে প্রাণ ঢেলে কীভাবে সেটা পাঠকদের কাছে পরিবেশন করতে হয় সেটা ওর চেয়ে ভালো কেউ জানে না। তাই আপনার বইয়ের (books) তালিকায় এই বইটি অবশ্যই রাখবেন।

51oeb-OqsJL. SX344 BO1 204 203 200

টপ বুক # ৪

হোয়েন লাইফ গিভস ইউ লুলুলেমনস

বইটা কিনতে হলে এই লিঙ্কে ক্লিক করুন 

https://www.amazon.in/When-Life-Gives-You-Lululemons/dp/1476778442/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1545657571&sr=1-1&keywords=when+life+gives+you+lululemons

ADVERTISEMENT

লরেন উইসবার্গার নামটা পরিচিত আপনার কাছে? একদম নয় তাই তো? আর যদি বলি এনার কলম দিয়েই বেরিয়েছে ‘ডেভিলস ওয়্যার প্রাদা’ র মতো জনপ্রিয় লেখা? তখন আপনি নড়েচড়ে বসবেন তো? লরেনের লেখা একদম মাখনের মতো মসৃণ এই বইতে রয়েছে এমিলি চার্লটনের কথা। নিজের কাজে তিতিবিরক্ত হয়ে এমিলি দেখা করে বন্ধু মিরিয়াম ও ক্যারোলাইনার সঙ্গে। এই তিন বন্ধুর জীবনের গল্পই তুলে ধরেছেন লরেন।

511WPNvCFfL. SX325 BO1 204 203 200

 

টপ বুক # ৫

স্টিল মি

বইটা কিনতে হলে এই লিঙ্কে ক্লিক করুন 

ADVERTISEMENT

https://www.amazon.in/Still-Me-Jojo-Moyes/dp/0718183193/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1545657731&sr=1-1&keywords=still+me+jojo+moyes

যারা জোজো ময়েসের ‘মি বিফোর ইউ’ পড়েছেন এর আগে, তারা এদ্দিনে এই বইটাও পড়ে ফেলেছেন আশা করি। যারা পড়েননি তাদের বলছি। লুইজা ক্লার্ক নিজের মতো বাঁচতে ভালোবাসে। সে প্রাণপণ চেষ্টা করে বহুদিনের প্রেমিক স্যামের সঙ্গে সম্পর্ক রাখার। তাই সে চলে আসে নিউইয়র্ক। সেখানকার জীবন আর তার আগের জীবনের মধ্যে আবধ হয়ে লুইজা নিজেই নিজেকে একদিন প্রশ্ন করে, কে এই লুইজা ক্লার্ক? প্রশ্নের উত্তর কি সে পাবে? তাহলে বইটা পড়তে হবে।

41fyyK9o lL. SX324 BO1 204 203 200

টপ বুক # ৬ 

স্যাডনেস ইজ আ হোয়াইট বার্ড

https://www.amazon.in/Sadness-White-Bird-Moriel-Rothman-Zecher/dp/1501176269/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1545657838&sr=1-1&keywords=sadness+is+a+white+bird

ADVERTISEMENT

আহা কি সুন্দর নাম ভাবুন তো? দুঃখ হল একটা সাদা পাখির মতো। আশ্চর্যের বিষয় বইটির প্রচ্ছদেও বিষণ্ণ এক হলুদ (yellow) রঙের ছোঁয়া। জোনাথন ইসরায়েলের সেনাবাহিনীতে যোগদান করে।পাকেচক্রে তার সঙ্গে দেখা হয় যমজ (twins) প্যালেস্তাইনির সঙ্গে। জোনাথন বুঝতে পারে তার শেখায়, জানায় এখনও অনেক ভুল আছে। নাজি শাসনের প্রেক্ষাপটে লেখা এই বই আপনার তালিকায় অবশ্যই রাখবেন। মোরিয়েল রথম্যান জেসারের লেখা মিস করবেন না কিন্তু!

51X-WC6f9UL. SX329 BO1 204 203 200

ছবি সৌজন্যঃ পেক্সেল ডট কম ও অ্যামাজন 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

ADVERTISEMENT

      

24 Dec 2018

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT