ADVERTISEMENT
home / Family Trips
পয়লা বৈশাখে কাটাতে যেতে পারেন এমন ১৫টি উইকেন্ড ট্রিপের সন্ধান

পয়লা বৈশাখে কাটাতে যেতে পারেন এমন ১৫টি উইকেন্ড ট্রিপের সন্ধান

বাঙালির (Bengali) আনন্দের সীমানা নেই।সামনেই পয়লা বৈশাখ (Poila Baisakh 2019)। আর এই পয়লা বৈশাখ (Poila Baisakh 2019) সোমবার পড়েছে! মানেটা বুঝতে পারছেন? শনি, রবি আর সোমবারের জম্পেশ ছুটি!মানে বেশ লম্বা উইকেন্ড। তা এই উইকেন্ড (Poila Baisakh 2019) কি বাড়িতে বসে বসে নষ্ট করবেন? একদম নয়। বরং আশেপাশে (weekend gateways from kolkata) কোথাও ঘুরে আসুন (weekend gateways from kolkata)।না না বেশি দূরে নয়। কলকাতার (weekend gateways near Kolkata) আশেপাশে বা কলকাতা (weekend gateways near Kolkata) থেকে একটু দূরেই আছে অনেক জায়গা।আরে বাবা পয়লা বৈশাখ (Poila Baisakh 2019) বলে কথা, সেটা মাটি করলে চলবে কেন।  কোথায় যাবেন বা (weekend gateways from kolkata), কী করবেন,কীভাবে যাবেন (weekend gateways from kolkata) তার হদিশ দিচ্ছি আমরা। রইল কলকাতার (weekend gateways near Kolkata) কাছেই ১৫টি উইকেন্ড ট্রিপের (weekend gateways from kolkata) সন্ধান।

১) শান্তিনিকেতন

shantiniketan

শান্তিনিকেতন নিয়ে বেশি কিছু বলার নেই। ওখানে কী আছে না আছে আমার চেয়ে আপনি অনেক বেশি জানেন।  

কীভাবে যাবেনঃ হাওড়া থেকে ছাড়ে শান্তিনিকেতন এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস ও বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। সময় লাগে আড়াই ঘণ্টা মতো। গাড়িতে যেতে পারেন। সময় লাগবে ২-৩ ঘণ্টা।

ADVERTISEMENT

আদর্শ সময়ঃ পয়লা বৈশাখের পর জ্যৈষ্ঠ ও আষাঢ় মাস পর্যন্ত না যাওয়াই ভালো। বর্ষাকাল থেকে শুরু করে শীত পর্যন্ত যাওয়া যায়।

কী কী দেখবেনঃ কবিগুরুর স্মৃতি ছাড়াও শান্তিনিকেতনের আশপাশের অঞ্চলও খুব সুন্দর। যেমন নোনা চন্দনপুর, রায়পুর ইত্যাদি। একদিন গাড়িভাড়া করে চলে যেতে পারেন ভরতপুরের বৌদ্ধ স্তূপ ও ইছাই ঘোষের দেউল দেখতে।যেতে পারেন শ্রীনিকেতনও। কবি চণ্ডীদাসের ভিটে নানুর, সতি পীঠ নলহাটি এগুলোও যেতে পারেন।

খরচ পড়বেঃ তিনদিনের জন্য ১৫ হাজার

POPxo Recommends Upasana Eco Resorts

ADVERTISEMENT

২) মন্দারমণি

mandarmani

কীভাবে যাবেনঃ ট্রেনে কনটাই স্টেশনে নেমে সেখান থেকে যেতে পারেন। গাড়িতেও যেতে পারেন। সময় লাগবে ৩ ঘণ্টা। দিঘা থেকেও যাওয়া যায়।

কী দেখবেনঃ তালসারি বিচ, শঙ্করপুর ও তাজপুর সমুদ্র সৈকত।

খরচ পড়বেঃ ২০ হাজার মতো

ADVERTISEMENT

POPxo Recommends The Candle Wood Park Beach Resorts

 

৩) রাবংলা

rabongla

সিকিমের ছোট্ট পাহাড়ি একটি গ্রাম। বৈশাখে গেলে মন্দ লাগবে না।

ADVERTISEMENT

কীভাবে যাবেনঃ নিউজলপাইগুড়ি থেকে গাড়িতে চার ঘণ্টা।

কী দেখবেনঃ সানরাইজ পয়েন্ট, রালং মনাসট্রি। এই সময় এখানে প্রচুর পাখি আর অর্কিড দেখা যায়।

খরচ পড়বেঃ ৩০ হাজার মতো।

POPxo Recommends Hilltop Rabong Resort

ADVERTISEMENT

৪) কালিম্পং

kalimpong

কীভাবে যাবেনঃ শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি বা বাসে।

কী দেখবেনঃ ডেলো পাহাড়, গলফ কোর্স, ক্যাকটাস নার্সারি

খরচ পড়বেঃ ৪০ হাজার মতো

ADVERTISEMENT

POPxo Recommends Sinclairs retreat Kalimpong

 

৫) খন্নান

itachuna

বর্ধমানের কাছে এই অঞ্চলে রয়েছে ১৭৬৬ সালে তৈরি ইটাচুনা রাজবাড়ি। অঞ্চলটি এখন বিখ্যাত কারণ এখানে হয়েছে ‘গুন্ডে’ ছবির শুটিং।

ADVERTISEMENT

কীভাবে যাবেনঃ বর্ধমানগামী যে কোনও ট্রেনে উঠুন যেটা মেমারি বা পানডুয়া হয়ে যায়। খন্নানে নেমে অটো নিয়ে নিন।

কী দেখবেনঃ প্রকৃতির শোভা আর ইটাচুনা রাজবাড়ি

খরচ পড়বেঃ ১৫ হাজার মতো

POPxo Recommends Itachuna Rajbari

ADVERTISEMENT

 

৬) সুন্দরবন

বাঘ দেখতে পাবেন কিনা জানিনা তবে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে একবার নিশ্চয়ই যাবেন।

কীভাবে যাবেনঃ শিয়ালদা থেকে লোকাল ট্রেনে ক্যানিং সেখান থেকে ভ্যানে গোদখালি জেটি আর সেখান থেকে নৌকায় সুন্দরবন।

কী দেখবেনঃ ম্যানগ্রোভ জঙ্গল, সজনেখালি পাখিরালয়, দুবলার চর, সাগরের বাতিঘর 

ADVERTISEMENT

খরচ পড়বেঃ ১০ থেকে ১২ হাজার

POPxo Recommends Sundarban Tiger Camp Wildlife Resorts 

 

৭) জয়পুর ফরেস্ট রেসর্ট

banalata

ADVERTISEMENT

যারা জঙ্গল ভালোবাসে তাদের জন্য এই জায়গা আদর্শ।

কীভাবে যাবেনঃ ট্রেনে করে বিষ্ণুপুর স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান।

কী দেখবেনঃ জঙ্গল ও বন্যপ্রাণী অভয়ারণ্য

খরচ পড়বেঃ ১৫ হাজার মতো

ADVERTISEMENT

POPxo Recommends Banalata Resort

 

৮) বারিপাদা

baripada

যারা বেড়াতে ভালোবাসেন তাদের মধ্যে অনেকেই জঙ্গল ভ্রমণ তালিকার উপরে রাখেন। বারিপাদা খুবই সুন্দর জায়গা। বিশেষ করে পাতাঝরার মরশুমে খুবই আকর্ষণীয়।

ADVERTISEMENT

কীভাবে যাবেনঃ কলকাতা থেকে বাস ছাড়ে রোজ। নাহলে ট্রেনে বালাসোর নেমে সেখান থেকে যেতে পারেন। সবচেয়ে ভালো হয় হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসে গেলে। বিকেলের মধ্যে বালাসোর পৌঁছে যাবেন।

কী দেখবেনঃ জ্বালামুখী মন্দির, শিমলিপাল জঙ্গল

খরচ পড়বেঃ ১৫ হাজার মতো

POPxo Recommends Simlipal Resort

ADVERTISEMENT

 

৯) মুর্শিদাবাদ

hazarduari

বেড়ানোর মধ্যে নবাবি ছোঁয়া চান, তাহলে তো আসতেই হবে এখানে।

কীভাবে যাবেনঃ হাওড়া থেকে সরাসরি ট্রেন আছে।

ADVERTISEMENT

কী দেখবেনঃ হাজারদুয়ারি, কাটরা মসজিদ, নিমকহারাম দেউরি

খরচ পড়বেঃ  

POPxo Recommends Samriddhi Banquet Garden and Resorts

 

ADVERTISEMENT

১০) চাঁদিপুর

chandipur

আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় রয়েছে এই দারুণ সমুদ্র সৈকত।

কীভাবে যাবেনঃ ট্রেনে করে বালাসোর, সেখান থেকে ট্যাক্সি বা রিক্সা নিতে পারেন।

কী দেখবেনঃ ভিতরকণিকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি

ADVERTISEMENT

খরচ পড়বেঃ ১২ হাজার মতো

POPxo Recommends International Tourism Resort

 

১১) ঝাড়গ্রাম

jhargram

ADVERTISEMENT

একটু অন্য স্বাদের হাওয়া বদল করতে চাইলে এখানে চলে যান।

কীভাবে যাবেনঃ হাওড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার অনেকগুলো ট্রেন আছে। গাড়িতেও যাওয়া যায় তবে তাতে সময় অনেক বেশি লাগে।

কী দেখবেনঃ কংসাবতি নদী, বড়ডি পাহাড়

খরচ পড়বেঃ ১৫ হাজার মতো 

ADVERTISEMENT

POPxo Recommends Eshani Guest House

 

১২) বকখালি

bakkhali

কলকাতার খুব কাছে সুন্দর একটা সমুদ্র সৈকত।

ADVERTISEMENT

কীভাবে যাবেনঃ ধর্মতলা থেকে বাস ছাড়ে। ট্রেনে শিয়ালদা থেকে নামখানা। ওখান থেকে নদী পাড় হয়ে গাড়ি বা বাস।

কী দেখবেনঃ বিশালাক্ষী মন্দির, কুমীর পার্ক

খরচ পড়বেঃ ১৫ হাজার মতো

POPxo Recommends WBTDC Tourist Lodge 

ADVERTISEMENT

 

১৩) টাকি

taki

ইছামতী নদীর ধারে শান্তিপূর্ণ একটি জায়গা।

কীভাবে যাবেনঃ শিয়ালদা থেকে লোকাল ট্রেনে টাকি। ওখানে পৌঁছে রিক্সা বা ভ্যানে ঘুরতে পারেন।

ADVERTISEMENT

কী দেখবেনঃ জোড়া শিব মন্দির, কুলেশ্বরি কালী মন্দির।

খরচ পড়বেঃ ১০ হাজার মতো

POPxo Recommends Rupashi Bangla Lodge 

১৪) ডায়মন্ড হারবার

diamond harbour

ADVERTISEMENT

শহুরে কোলাহল থেকে এক দুদিনের শান্তি চাইলে এখানে চলে যান। দেখতে পাবেন গঙ্গা এখানে বঙ্গোপসাগরে মিশেছে।

কী দেখবেনঃ নদীর সৌন্দর্য, পুরনো পর্তুগিজ কেল্লা।

খরচ পড়বেঃ ১০ থেকে ১২ হাজার

POPxo Recommends Ganga Kutir

ADVERTISEMENT

১৫) রুপার্ক ভিলেজ

roopark

ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বর অঞ্চলে এটি অবস্থিত।পর্যটকদের কাছে এই কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়েছে এই জায়গা।

কীভাবে যাবেনঃ বালাসোরে নেমে যেতে পারেন। কলকাতা থেকে গাড়িতেও যাওয়া যায়।

কী দেখবেনঃ  দেওকুণ্ড জলপ্রপাত, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির

ADVERTISEMENT

খরচ পড়বেঃ ১৫ হাজার মতো

POPxo Recommends Roopark Village Resort, Balasore

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

** এখানে খরচের হিসেব যাতায়াত ও খাওয়া দাওয়া মিলিয়ে আনুমানিক রেটে দেওয়া হয়েছে। আপনারা কজন যাচ্ছেন এবং কোথায় থাকছেন তার উপর নির্ভর করে খরচ বাড়বে বা কমবে।

ADVERTISEMENT

 

11 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT