ADVERTISEMENT
home / Life
অ্যারেঞ্জ ম্যারেজ – এ সম্বন্ধ দেখার সময় এই জিনিস গুলো মেয়েদের মনে হয় – Arranged Marriage Stories In Bengali

অ্যারেঞ্জ ম্যারেজ – এ সম্বন্ধ দেখার সময় এই জিনিস গুলো মেয়েদের মনে হয় – Arranged Marriage Stories In Bengali

মোটামুটি সব মেয়ের জীবনেই  বিয়ে নিয়ে অনেক রকমের ভাবনা চিন্তা, আশা আকাঙ্খা, স্বপ্ন ইত্যাদি থাকে. কিন্তু এরেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে বিয়ের আগের দেখা-শোনা পর্বটি অত্যন্ত বিরক্তিকর এবং অনেক সময়ে ভীতিকরও বটে! একজন সম্পূর্ণ অপরিচিত একজনের সাথে মাত্র কিছুক্ষনের আলাপে জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া মুখের কথা নয়. না, অবাক হবেন না, এরকম প্রায়শই হয়ে থাকে. একজন মেয়ে যখন বাড়ির লোকের কথায় একটা অপরিচিত ছেলের সাথে দেখা করতে যায়, বিয়ের সিদ্ধান্ত নেবার জন্য, তখন তার বুক ধুকপুক করেই. আর করবেই বা না কেন? নানারকম উদ্ভট চিন্তা মাথায় ঘোরে যে!

আরো পড়ুনঃ বর-কনের বউভাতের নজরকাড়া সাজপোশাক

সম্বন্ধ দেখার সময় মেয়েদের মনের মধ্যে যে ভাবনা গুলো চলতে থাকে – Thoughts Every Woman Has During Arranged Marriage Meetings

উফফ! কেন যে শাড়ি পড়লাম?

Match Making 01

ধুর বাবা! শাড়ি না পরে তো অন্য কিছুও পড়তে পারতাম! চুড়িদার বা সালোয়ার-কামিজ! কিছুও… কি বোকা বোকা দেখতে লাগছে! আর সামলাতেও তো পারছি না… এই ছেলেটার সামনে “আদর্শ পত্নী” এই রূপ ধরাটা কি খুব দরকার!!!

ADVERTISEMENT

“রান্না করতে পারো?” – I hope কেউ জিজ্ঞেস করবে না…

Match Making 02

আমার কি এদের বলে দেওয়া উচিত যে আমি রান্না করতে পারি না আর তা ছাড়া আমি কারো বাড়ির রান্নার মাসি হবার জন্য বিয়ে করছি না! “রান্না করতে পারো” খুবই পুরোনো মানসিকতার একটা প্রশ্ন, আর ভয়ানকও!

এরকম সং সাজিয়ে কারো সামনে বসিয়ে দেওয়াটা কি বিচ্ছিরি ব্যাপার…

Match Making 03

আমাকে এরকম সাজিয়ে একটা অচেনা লোকের সামনে বসিয়ে দিয়েছে! কি আজব!!! আচ্ছা, আমার কাছে যতটা বিচ্ছিরি লাগছে ব্যাপারটা, ওর কাছেও কি সেরকমই লাগছে?

ADVERTISEMENT

আচ্ছা, কথা শুরু করবো কিভাবে?

Match Making 04

বুঝতে পারছি না কিভাবে কথা আরম্ভ করবো, আর কিই বা বলবো. এও তো কিছু বলছে না.. আচ্ছা আমিই আরম্ভ করি… কিন্তু কি বলা উচিত?

একে দেখে মনে হচ্ছে রোজ জিম যায়!

এর মাসল দেখে তো মনে হচ্ছে রোজ জিম যায়! আমি এর সাথে সারা যোবন একদম থাকতে পারবো না. না না, কোনো প্রশ্নই নেই!

আমাকে দেখে এ কি ভাবছে?

Match Making 05

ADVERTISEMENT

হে ভগবান, এ তো আমার দিকে তাকিয়েই আছে! এর মাথায় কি ঘুরপাক খাচ্ছে? আমাকে দেখে এ কি ভাবছে? আমাকে পছন্দ হয়েছে? আচ্ছা আমাকে রিজেক্ট করে দেবে না তো?

উফফ খিদে পেয়েছে তো!

সবাই তো আমাদের সামনে স্নাক্স রেখে চলে গেলো… আমার খিদে পাচ্ছে… আমার কি খেতে শুরু করা উচিত? নাকি একে আগে বলা উচিত, “আপনি খান” (অবশ্যই ভদ্রতার খাতিরে)।

আমার কি এর সাথে নিজের কেরিয়ার প্ল্যান আলোচনা করা উচিত?

আমি হাউজওয়াইফ হয়ে একদম থাকতে চাইনা. আমি কি একে বলবো যে বিয়ের পরেও আমি চাকরি করবো?

যদি আমি একে রিজেক্ট করে দি?

Match Making 06

ADVERTISEMENT

শুধু একটা মিটিংয়ের ওপর ভরসা করে আমি এতবড় একটা সিদ্ধান্ত নিতে পারবো না. আমার কি এই সম্বন্ধটা ক্যানসেল করে দেব নাকি কথাবার্তা আগে আরো চালানোর জন্য আরো কয়েকবার দেখা করবো… কিছুই বুঝতে পারছি না।

আমি কি প্রথমবার দেখা করার পরে ‘হ্যাঁ’ বলবো নাকি!

না না না না না…. এটা হতেই পারে না… এটা সত্যিকারের জীবন, এখানে এরকম হয় না… প্রথমবার দেখার পর ‘হ্যাঁ’ বলাটা শুধুমাত্র সিনেমাতেই হয়!

এবার এই ফেক হাসিটা বন্ধ করতে পারি?

Match Making 07

উফফ! এতক্ষন ধরে হাসতে হাসতে আমার গাল ব্যাথা করছে… আমি কি এবারে হাসাটা বন্ধ করতে পারি? প্লিস…

ADVERTISEMENT

এ যদি আমাকে রিজেক্ট করে দেয়!

Match Making 08

এই ছেলেটা আমাকে রিজেক্ট না করে… এইরকম হলে আমি আমার বন্ধুদের মুখ দেখাবো কি করে… না.. আমি আরো একটা ছেলের সাথে আবার দেখা করতে পারবো না…

এগুলোও পড়ুন

14 Things You’ll Totally Get If You’re Meeting Boys For Rishtas

ADVERTISEMENT

#ShaadiKeBaad: Thoughts Every Girl Has On “The Day After”

#ArrangedShaadi: To Be Nice Or To Be *Real* With The In-Laws?

21 Nov 2018

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT