বিয়ের সময় বিয়ের কনের (Bride) সাজ-সজ্জার ওপরে সবথেকে বেশী মনোযোগ দেওয়া হয়। আর কেনই বা হবে না, একটি মেয়ের জন্য তার বিয়ের দিনটি হল জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন। কনের (Bride) পোষাক থেকে শুরু করে গয়নাগাটি আর মেহেন্দী পর্যন্ত সবকিছুই স্পেশাল হয়। সেরকমই স্পেশাল হয় বিয়েতে পরবার নূপুর (Nupur)।
নতুন বৌ যখন প্রথম বার শ্বশুরবাড়ীতে নিজের পা রাখে তখন প্রত্যেকের নজর তার পায়ে পরা পায়েলের (Nupur) ওপরে পড়ে। তাই পায়েল সুন্দর হওয়া আরো বেশী জরুরী হয়ে ওঠে। চলুন আপনাকে পায়েলের এমন কিছু সুন্দর সুন্দর ডিজাইন দেখাই যা সব বিয়ের কনেরাই নিজেদের বিয়েতে পড়তে চাইবে।
পায়ে রূপোর পায়েল বা নূপুর (Nupur) পরার প্রথা অনেক পুরোনো।
পাতলা লেয়ারযুক্ত এই সিলভার পায়েলগুলো দেখতে যেমন সুন্দর আর তেমনই সিম্পল। যদি আপনি বিয়ে উপলক্ষে (Wedding day) ভারী পায়েল পড়তে না চান তাহলে এই ধরণের পায়েল কিনতে পারেন।
নিজের বিয়ের দিন (Wedding day) পরত দেওয়া পায়েল (Nupur) পরার বিষয়ে আপনি কি কিছু ভেবেছেন?
যদি না ভেবে থাকেন তাহলে এই পায়েলগুলো দেখে আপনি নিশ্চয়ই এগুলো কেনার বিষয়ে ভাববেন। এর পরতগুলোর মাঝে মাঝে লাগানো সবুজ পাথর এর সৌন্দর্যকে আরো বেশী বাড়িয়ে দেয়।
কুন্দন যে কোনো গয়নার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। এখানেও এই পায়েলর (Nupur) সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই সাদা কুন্দনগুলো।
পায়েলের এই ডিজাইনে প্রতিটি কুন্দনের সাথে লাগানো ঘুঙ্গুরও একে আলাদা লুক দিচ্ছে।
এই পায়েলকে আলাদা লুক দেবার জন্য এতে বড় সাইজের স্টোন লাগানো হয়েছে।
যদি আপনি পায়েলের নর্মাল ডিজাইনে বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এই পায়েলগুলোর (Nupur) এই ডিজাইন আপনার জন্য একেবারে পারফেক্ট।
এগুলোও আপনি পড়তে পারেন