ম্যানেজমেন্টে ডিগ্রিপ্রাপ্ত সুমনা আজ খুব খুশি কারন তার প্রথম চাকরির (Job) ইন্টারভিউয়ের (Interview) ডাক এসেছে তার ড্রিম কোম্পানি থেকে। অনেক দিন ধরে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেছে যে কিভাবে কোম্পানির কর্তৃপক্ষের সাথে কথা বলবে ইন্টারভিউয়ের (Interview) দিন। কিন্তু সমস্যাটা অন্য একটা জায়গায়, কিছুতেই বুঝে উঠতে পারছে না যে ইন্টারভিউ দিতে কি পরে (Dress) যাবে! বিজনেস স্যুট বার করে পরে দেখলো, বড্ডো ফ্যাকাসে দেখাচ্ছে. কি যে করে! কুছ পরোয়া নেহি, আমরা তো আছি আপনার ফ্যাশন (Fashion) এডভাইজার এবং মুশকিল-আসান! আমরা আজ আপনাকে বলে দেবো কি রকম চাকরির (Job) ইন্টারভিউতে (Interview Tips) কি রকম জামা কাপড় (Dress) পরা উচিত! কারন First Impression Is The Last Impression!
যদি আপনি কর্পোরেট সেক্টরে (ল ফার্ম, ক্লায়েন্ট সার্ভিসিং, মার্কেটিং, জনসংযোগ ইত্যাদি) চাকরির (Job) চেষ্টা করেন এবং সেখান থেকে ইন্টারভিউয়ের (Interview) ডাক পান, তাহলে আপনার জেনে রাখা উচিত যে এই ইন্ডাস্ট্রিতে সবকিছু ভীষণ নিয়মমাফিক হয় এবং কাজের পরিবেশ খুব ফর্মাল হয়. আপনার এই কথাগুলো মাথায় রেখে জামা কাপড় (Dress) পরা উচিত.
যদি আপনি ক্রিয়েটিভ সেক্টরে যেমন বিজ্ঞাপন এজেন্সিতে, লেখা-লেখিতে, ফোটোগ্রাফি, সিনেমা তৈরী এরকম কোনো জায়গায় চাকরির (Job) চেষ্টা করেন এবং সেখান থেকে ইন্টারভিউয়ের (Interview) ডাক পান, তাহলে ফর্মাল জামাকাপড় পরার কোনো প্রয়োজন নেই. কিন্তু তা বলে হাওয়াই চটি, কাঁধে ঝোলা আর বাড়ির ছেঁড়া জিন্স আর রং ওঠা টি-শার্ট পরেও ইন্টারভিউ দিতে যাবেন না যেন!
ছবি সৌজন্য: ইন্সট্যাগ্র্যাম এবং পেক্সেলস
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!