জন্মদিনে সকাল সকাল একরাশ শুভেচ্ছা বার্তা (Subho Jonmodin) পেতে কার না ভালো লাগে! যার জন্মদিন যেহেতু সেই দিনটি তার কাছে অত্যন্ত স্পেশ্যাল, তাই তার আশেপাশের মানুষজন তার ওই দিনটিকে স্মরণীয় করে তুলতে অনেককিছুই করার চেষ্টা করেন। আমরাও আমাদের প্রিয়জনের জন্মদিনে তাদেরকে শুভেচ্ছাবার্তা পাঠাই। যদি সেই মানুষটি আমাদের কাছে না থাকেন, তাহলে তাঁকে এসএমএস বা মেসেজ এর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা বার্তা (বাংলা জন্মদিনের শুভেচ্ছা) পাঠাই। কিন্তু এই জন্মদিনের শুভেচ্ছা যদি একটু অন্যরকম হয়, বেশ কাব্যিক অথচ মর্মস্পর্শী – তাহলে কেমন হয়? আর একটা জায়গাতেই যদি সবার জন্য জন্মদিনের শুভেচ্ছা বার্তার ডালি পাওয়া যেত তাহলে বোধয় সুবিধে হতো, তাই না? ঠিক সেই কথা মাথায় রেখেই এখানে ৪০টি বাংলা জন্মদিনের মেসেজ (Happy Birthday Wishes In Bengali) – এর একটা তালিকা দেওয়া হল, যেগুলো আপনি আপনার প্রিয়জনকে পাঠাতে পারেন তার জন্মদিন টিকে আরও স্পেশ্যাল করে তোলার জন্য –
আরো পড়ুনঃ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ও মেসেজ (এস এম এস)
স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা (Birthday Wishes for Wife In Bengali)
বউকে জন্মদিনের শুভেচ্ছা জানান এই সেরা ১০ টি জন্মদিনের মেসেজের মাধ্যমে –
১। তোমার জন্য আকশের চাঁদ-তারা সব নিয়ে আসতে পারি, তোমার জন্য সারা পৃথিবীকে ফুল দিয়ে ঢেকে দিতে পারি যাতে তুমি যখনি হাঁটো, তোমার নরম পায়ে কাঁটা না ফোটে, তোমার জন্য পৃথিবীর সমস্ত খুশি এনে দিতে পারি, তোমার প্রতিটি দিন সুন্দর করে সাজাতে পারি, তোমাকে আবার থেকে প্রেম নিবেদন করতে পারি। তোমার জন্মদিনে (শুভ জন্মদিনের এসএমএস) এটাই বলতে চাই যে তুমিই আমার জীবনের রানী।
২। উপহারে আমার হৃদয় দেবো নাকি দেবো চাঁদ-তারা
জন্মদিনে তোমায় কি দেবো ভেবেই হচ্ছি সারা
তোমার নামে যদি জীবনের বাজি রাখি তাহলে সেটাও মনে হয় কম
তোমার আঁচলে ভরে দিলাম পৃথিবীর সব আনন্দ।
জন্মদিনের শুভেচ্ছা বার্তা (Subho Jonmodin)!
৩। আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম তার প্রিয়দিন কোনটা, কেউ বলেছিল স্যাটারডে, আবার কেউ বলেছিল সানডে। পরে তারা আমাকে জিজ্ঞেস করেছিল আমার প্রিয়দিন কোনটা, উত্তর দিয়েছিলাম, “আমার স্ত্রী এর জন্মদিন (Happy Birthday Wishes In Bengali)
৪। তোর জন্য একরাশ প্রেম, লক্ষ গোলাপ-জুই
পৃথিবীর এই ভিড়েও আমার মনে থাকবি তুইই
জন্মদিনে অনেক আদর, ভালোবাসা আর শুভেচ্ছা।
৫। ফুলের মতো তুমি হাসতে থাকো সদা
পাখির মতো কলকাকলি করতে থাকো সদা
যা যা তুমি এ জীবনে চাও
তার সব যেন ঠিকঠাক পাও
জন্মদিনে এই কামনাই করি।
৬। ভগবানের কাছে প্রার্থনা করি, তোমার আজকের এই বিশেষ দিনটা যেন আনন্দময় হয়ে ওঠে
তোমার নরম ঠোঁটে যেন সারাদিন মিষ্টি হাসি লেগে থাকে
সেলিব্রেশন হোক জমজমাটি আর সারপ্রাইজ পাও অনেক
জন্মদিনে শুভেচ্ছা (Birthday SMS Bangla) জানাই আমি কারিখানেক।
৭। Birthday-র মরসুম এসে গেছে
তোমার জন্য খুশি আর Best Wishes (জন্মদিনের শুভেচ্ছা বাণী) এনেছে
তুমি প্রতিদিন মুক্তো ঝরিয়ে হাসতে থাকো, সেজন্যই ভগবানের কাছে আমি মানত করেছি।
জন্মদিনে খুব আনন্দে থাকো সোনা।
৮। তুমিই আমার ভালোবাসা তুমিই আমার প্রাণ
তোমার মতো স্ত্রী পেয়েছি, আমিই ভাগ্যবান।
শুভ জন্মদিন (Subho Jonmodin)!
৯। আজ যখন তুমি তোমার Birthday Cake-এর Candle Blow করবে, আমি তখন ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাবো যে উনি আমাকে তোমার মতো মিষ্টি, ভালোবাসায় পূর্ণ আর নিস্পাপ স্ত্রী উপহার দিয়েছেন। আমার ভালোবাসার জন্মদিনে (জন্মদিনের শুভেচ্ছা বার্তা) আমি এটুকুই বলতে চাই, তোমার সাথে সারাজীবন থাকতে চাই।
১০। আমার জীবনের ভরসা তুমি, আশাও তুমি।
আমার সমস্ত আবদার, রাগ, অভিমান – সব কিছু একা হাতে সামলেছ
আমার ভুলগুলোকেও ভালোবেসে শুধরেছ
সকল পরিস্থিতিতে সব রকমভাবে আমি যেমন সেভাবেই আমাকে আপন করেছ
পৃথিবীর সবথেকে ভালো স্ত্রী তুমি, তোমায় পেয়ে আমি ধন্য।
শুভ জন্মদিন (Birthday SMS Bangla)!
আরও পড়ুনঃ পরিবারের জন্য নববর্ষের শুভেচ্ছা বার্তা
স্বামীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা (Birthday Wishes for Husband In Bengali)
আপনার প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা (Birthday) পাঠাতে পারেন ভালোবাসা ভরা এই ১০টি সেরার সেরা হ্যাপি বার্থডে উইশ (জন্মদিনের উইশ) এর মাধ্যমে –
১। প্রতিদিন তোমার জীবনে আনন্দের মুহূর্ত হোক ডবল
মুছে যাক তোমার জীবনের সমস্ত ট্রাবল
ভগবান তোমাকে সবসময়ে রাখুন ফাইন অ্যান্ড ফিট
জন্মদিন কাটুক তোমার ওয়ান্ডারফুল আর হিট।
২। তুমি দূরে থাকো বা আশেপাশে
আমার শুভেচ্ছা সবসময়ে থাকবে তোমার সাথে
খুশি আর আনন্দ থাকুক তোমার জন্য
এটাই কামনা করি তোমার জন্য।
৩। কখনও কখনও তোমার সাথে ঝগড়া করে রেগে যাই
কখনও আবার এক পেয়ালা থেকেই চা খাই
কখনও তুমি আমার বন্ধু আবার কখনও প্রেমিক
কতো সুন্দর মুহূর্ত কেটেছে দুজনে
রামধনুর মতো রঙিন করে দেবো তোমার জীবন
জন্মদিনে (Birthday SMS Bangla) তোমার, এটাই আমার পণ।
৪। সাফল্য তোমার আকাশের থেকেও বেশি উঁচু হোক
নাম তোমার সমুদ্রের থেকেও বেশি বড় হোক
যেখানেই তুমি যাও, সেখানেই পাবে আমায়
জন্মদিনে এই উপহারই আমি দিলাম তোমায়।
৫। জন্মদিনে কীই বা তোমায় দেবো উপহার
বাংলাতে নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার।
৬। আরও একটা বছর পেরিয়ে গেল
বেড়ে গেল আরও একটা মোমবাতির সংখ্যা
গতকালও ছিলাম তোমার সাথে, আজও আছি আর আগামীকালও থাকবো
এই প্রমিসটাই তোমার জন্মদিনে আমার শুভেচ্ছাবার্তা।
৭। তোমার জন্মদিনে একটা ছোট্ট উপহার পাঠালাম, দেখো তো পছন্দ হয় কিনা?
বারো মাসের আনন্দ, বাহান্ন সপ্তাহের খুশি, তিনশ পয়েষট্টি দিনের সাফল্য, আট হাজার সাতশ ষাট ঘন্টার সুস্বাস্থ্য আর বাহান্ন হাজার ছ’শো মিনিটের সৌভাগ্য। শুভ জন্মদিন!
৮। নতুন সকাল , নতুন দিন
নতুন করে শুরু, যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস !
জন্মদিন এর শুভেচ্ছা ও আভিনন্দন!
৯। নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু
যা যেন কখনো হয় না শেষ
তোমার এই জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা।
১০। তুমি আমার বন্ধু, তুমিই আমার প্রেমিক
তুমি আমার পাশে ছিলে, থাকবেও চিরদিনই
আজ তোমার বিশেষ দিনে কি দেবো উপহার
ভালোবেসে গড়ে দেবো তোমার সংসার।
শুভ জন্মদিন (Subho Jonmodin)!
মায়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা (Birthday Wishes for Mother In Bengali)
মায়ের জন্মদিনটা (Happy Birthday Wishes In Bengali) আরও স্পেশাল করে তুলতে তাঁকে পাঠান এই শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা গুলো –
১। পৃথিবীর সবথেকে ভালো এবং মহান মায়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা (Subho jonmodin)। আশা করি শুধু আজকের দিনটা নয়, প্রতিটা দিন তোমার জীবনে নতুন আশা, নতুন উদ্যম আর অনেক আনন্দ বয়ে আনুক, কারণ তুমি সেটা Deserve করো মা। Happy Birthday Maa!
২। মা, তুমিই আমাকে শিখিয়েছ কীভাবে অন্যকে সম্মান করতে হয়, কীভাবে সবার প্রতি দয়ালু হতে হয়, আর শিখিয়েছ কীভাবে সবাইকে আপন করে ভালবাসতে হয়, আর সেটাও নিঃস্বার্থভাবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তোমার দেওয়া শিক্ষা যেন আমি সারাজীবন মেনে চলতে পারি আর ভবিষ্যৎ প্রজন্মকেও দিয়ে যেতে পারি। তোমার জন্মদিনে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা (জন্মদিনের মেসেজ)। ভালো থেকো মা।
৩। তুমিই আমার প্রেরণা তুমিই আমার চলার সাথী, তোমার জন্মদিনে জানাই অনেক অনেক শুভকামনা, প্রনাম আর বিনম্র শ্রদ্ধা। শুভ জন্মদিন মা।
৪। তোমাকে ছাড়া আমি অচল, তুমি না থাকলে আমি জীবনে হয়তো কিছুই করতে পারতাম না, কিন্তু যেই মুহূর্তে তুমি আমার পাশে থাকো, আমি সারা পৃথিবীর সাথে লড়াই করার সাহস পাই। এভাবেই আমার পাশে থেক মা। হ্যাপি বার্থ ডে।
৫। পৃথিবীর শ্রেষ্ঠ মা কে জানাই জন্মদিনের শুভেচ্ছা (Happy Birthday In Bengali Language)। যদিও তোমার শরীরের বয়স বাড়ছে, তবুও মনের দিক থেকে এখনও তুমি নবীনা। এরকমই থেক মা।
বাবার জন্মদিনের শুভেচ্ছা বার্তা (Birthday Wishes for Father In Bengali)
বাবার জন্মদিন উপলক্ষে রইল কয়েকটি স্পেশাল শুভেচ্ছা ও মেসেজ –
১। তুমি শুধুমাত্র আমার বাবা নও, আমার ভগবান। শুভ জন্মদিন বাবা (Dad)।
২। যখন আমার রোদ লেগেছে, ছাতা ধরেছ তুমি আমার মাথায়
যখন কেউ আঘাত হেনেছে, ঢাল হয়ে দারিয়েছ তুমি আমার সামনে
যখন আমি একা হয়ে গেছি, তুমিই আমার হাত ধরেছ
মাঝ সমুদ্রে দক্ষ নাবিকের মতো আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছ তুমি
জন্মদিনে তোমায় জানাই শতকোটি প্রনাম। ভালো থেক বাবা।
৩। পৃথিবীর সবথেকে ভালো এবং মহান বাবার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা (বাবার জন্মদিনের শুভেচ্ছা মেসেজ)। আশা করি শুধু আজকের দিনটা নয়, প্রতিটা দিন তোমার জীবনে নতুন আশা, নতুন উদ্যম আর অনেক আনন্দ বয়ে আনুক, কারণ তুমি সেটা Deserve করো বাবা। Happy Birthday Baba!
৪। পৃথিবীর সব বাবাই স্পেশ্যাল, কিন্তু তুমি সব থেকে বেশি ভালো। আজ তোমার জন্মদিনে তোমার পালা আমাদের থেকে কিছু পাওয়ার। তোমার মনের মতো করে তোমার যেমন ইচ্ছে ঠিক সেভাবেই সেলিব্রেট করা হবে তোমার স্পেশ্যাল দিনটা। শুভ জন্মদিন বাবা (জন্মদিনের এস এম এস)।
৫। বাবা, আজ তোমার এই বিশেষ দিনে আমি তোমাকে কিছু বলতে চাই। আমার ছোটবেলা আনন্দে আর খুশিতে ভরিয়ে দিয়েছ তুমি, নিজের ইচ্ছের মুল্য না দিয়ে আমার সমস্ত আবদার হাসিমুখে মেনে নিয়েছ তুমি। আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। শুধু জন্মদিন না, তোমার আগামী প্রতিটা দিন হয়ে উঠুক আনন্দে ঝলমল। এটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে।
সন্তানের জন্মদিনের শুভেচ্ছা বার্তা (Birthday Wishes for Children In Bengali)
আপনার আদরের সন্তানের জন্য সেরা ১০টি হ্যাপি বার্থডে উইশ –
১। যখন তুমি জন্মেছিলে সেই দিন ভগবান আমাকে আর তোমার বাবাকে দু’হাতে আশীর্বাদ করেছিলেন। আজ তোমার জন্মদিনে আমরা তোমাকে আশীর্বাদ করি যেন তুমি মানুষের মতো মানুষ হও। শুভ জন্মদিন সোনা।
২। তোমার প্রতিটা জন্মদিন খুব সুন্দর মুহূর্ত আর স্মৃতি নিয়ে আসে। তোমার হাসি দেখে আমার প্রাণ জুড়িয়ে যায়। সারাজীবন এভাবেই হেসে-খেলে কাটাও, এই প্রার্থনাই করি। Happy Birthday!
৩। জীবনের প্রতিটি বাঁকে তুমি আমাদেরকে পাবে
লক্ষ্যে পৌঁছনো পর্যন্ত যেন তোমার যাত্রা না থামে
ভগবানের কাছে আশীর্বাদ চাই যেন তুমি অনেক বড় হও
তোমার সব আশা আর আকাঙ্খা যেন পূর্ণ হয়। শুভ জন্মদিন বাবু!
৪। আমার সোনা, তোমার জন্মদিনে আজ কয়েকটা কথা তোমায় বলতে চাই। তুমি তোমার কাজের দ্বারা সব সময়ে আমাদের সম্মান বাড়িয়েছ। তুমি আমাদের গর্ব। আমরা সব সময়ে তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমার পাশে আছি। নিজেকে কখনই একা ভেবোনা। তোমার প্রতিটা স্বপ্ন পূরণ হোক, তোমার লক্ষ্যে তুমি এগিয়ে যাও, জীবনের যুদ্ধে তুমিই হও জয়ী। জন্মদিনে (Happy Birthday Bengali SMS) এটাই কামনা করি।
৫। জীবনে এগোনোর পথ মসৃণ হোক
ঠোঁটে সবসময়ে হাসি থাকুক
মনের থেকে কামনা করি আমরা
জীবনের প্রতিটি দিন যেন মঙ্গলময় হয়ে ওঠে তোমার।
৬। সূর্যের মতো তেজি হও, ফুলের মতো নরম
যেখানেই যাও ভালোবাসা পাও এই আশীর্বাদই করি।
জন্মদিনে অনেক আদর আর ভালোবাসা।
৭। চাঁদের থেকে জ্যোৎস্না ভালো, জ্যোৎস্নার থেকে রাত
রাতের থেকে ভালো জীবন, আর জীবনের থেকে তুই ভালো।
জন্মদিনে যেন সবার থেকে অনেক ভালোবাসা পাস,
খুব আনন্দ করিস, খুশি যেন তোর পায়ে লুটিয়ে পড়ে।
ভালো থাকিস বাবু আমার (জন্মদিনের এস এম এস)।
৮। যতদিন আকাশে চন্দ্র-সূর্য থাকবে, ততদিন যেন এই পৃথিবীতে তোর নাম জ্বলজ্বল করে। জন্মদিনে এই শুভকামনা আর আশীর্বাদ জানাই।
৯। একটা একটা করে বছর চলে যাবে, আমার বুড়ো হাড়ে জোর কমবে; কিন্তু তুই বড় হবি, পৃথিবীতে সকলে তোকে চিনবে। তাতেই আমি খুশি থাকবো। জন্মদিনে (জন্মদিনের মেসেজ) অনেক ভালোবাসা নিস।
১০। আমার ছোট্ট পরী, তুই আমার জীবনে দিনের আলো রাতের তারা। তোর জীবনের প্রতিটা দিন হয়ে উঠুক আনন্দময় আর খুশিতে ভরপুর। শুভ জন্মদিন (Subho Jonmodin)!
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ও ভাইদের নিয়ে কিছু বিখ্যাত উক্তি
হোয়াটস্অ্যাপ বা ফেসবুকে দেওয়ার দীপাবলির শুভেচ্ছা বার্তা