ADVERTISEMENT
home / Our World
সাফল্য আর ব্যর্থতার যাওয়া-আসা লেগেই থাকবে, হাল ছাড়বেন না, বুক বাঁধুন এই উক্তিগুলি পড়ে

সাফল্য আর ব্যর্থতার যাওয়া-আসা লেগেই থাকবে, হাল ছাড়বেন না, বুক বাঁধুন এই উক্তিগুলি পড়ে

রাজা যুদ্ধে হেরে আশ্রয় নিয়েছেন গুহায়। রণক্লান্ত শরীর। ক্ষমতা, ধন, সব হারিয়ে আজ তিনি সর্বহারা। শুধু প্রাণটাই পরে আছে। সেটাও বা কতদিন থাকবে জানা নেই। কী করা যায় এখন? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল রাজার মনে। তখনই তাঁর চোখ গেল এক মাকড়সার দিকে। সে চড়তে চাইছে উপরে। কিন্তু যতবার চেষ্টা করছে, ততবারই ব্যর্থ হচ্ছে। তবু থামছে না। এভাবে চেষ্টা করতে-করতে এক সময় মাকড়সাটা ঠিক পৌঁছে গেল তার লক্ষ্যে। রাজা বুঝলেন, প্রাণ যতদিন আছে চেষ্টা থামালে চলবে না। শুরু হল প্রয়াস। শেষমেশ একদিন জিতলেন রাজা! ফিরে পেলেন তাঁর রাজ্য।

এই গল্পটা ছোটবেলায় সকলেই পড়েছেন। কিন্তু মনে রাখেননি কেউই। তাই তো প্রতিদিন ব্যর্থতার মারে হেরে যাচ্ছেন অনেকে। যুদ্ধে জিততে গেলে যে বারে বারে চেষ্টা করতে হয়, সেই কথা ভুলে গেলে চলবে বলুন! রাজার মতো লড়াই চালিয়ে গেলে তবেই না সাফল্যের স্বাদ মিলবে। তাই হেরে যাবেন না প্লিজ! ঘাম ঝরিয়ে যান। চেষ্টা থাকলে সিদ্ধিলাভ একদিন হবেই হবে। আর যখন শত ব্যর্থতার মারে ক্লান্ত হয়ে পরবেন, তখন একবার চোখ রখবেন এই প্রতিবেদনে। পড়ে নেবেন এখানে দেওয়া quotes-গুলো দেখবেন, নিমেষে আগুন জ্বলে উঠবে মনে!

সাফল্য নিয়ে যা বলে গিয়েছেন বিখ্যাত ব্যক্তিরা (Success quotes by famous people)

১. “সাফল্যই শেষ কথা নয়। আবার হেরে গেলেই জীবন শেষ, এমনটা ভেবে নেওয়ারও কোনও কারণ নেই। বরং মনে সাহস নিয়ে চেষ্টা চালিয়ে যাওয়াটাই আসল,” উইনস্টন চার্চিল।

২. “সাফল্য আর ব্যর্থতার রাস্তাটা কিন্তু মোটামুটি একই!” কলিন আর ডেভিস।

ADVERTISEMENT

৩. “সফল তাঁরাই হন, যাঁরা সারাক্ষণ সাফল্যের স্বাদ পাওয়ার চেষ্টা চালিয়ে যান,” হেনরি ডেভিড থুরো।

success-2

৪. “সুযোগ মেলে না, তা তৈরি করতে হয়।” ক্রিস গ্রোসার

আরও পড়ুন: মনীষীদের ৩০ টি বাণী (Life Quotes) – ভাল থাকার পাসওয়ার্ড

ADVERTISEMENT

৫. “যত পরিশ্রম করবেন, তত বেশি করে সৌভাগ্য আপনার সঙ্গী হয়ে উঠবে,” টমাস জেফারসন।

৬. “সফল মানুষ সেই কাজগুলি করেন, যা একজন অসফল মানুষ কখনওই করে উঠতে পারেন না,” জিম রোন।

৭. “সফল হলেই যে ভাল মানুষ হয়ে ওঠা যায়, তা কিন্তু নয়। তার জন্য মূল্যবোধ থাকাটা জরুরি,” অ্যালবার্ট আইনস্টাইন।

৮. “সাফল্য হল, মনের জোরকে সঙ্গী করে একটা ব্যর্থতা থেকে আর একটা ব্যর্থতা পর্যন্ত জার্নি।” উইনস্টন চার্চিল।

ADVERTISEMENT

৯. “খারাপ-ভাল অভিজ্ঞতা এবং ব্যর্থতার মধ্যে দিয়ে গেলেই কিন্তু চরিত্র আরও দৃঢ় হয়। লক্ষ্য হয় স্থির। আর তখনই তো মেলে সাফল্য!” হেলেন কেলার।

success-4

১০. “নতুন কিছু শুরু করতে চাইলে কথা কম বলে কাজটা ঝটপট শুরু করে দেওয়া উচিত,” ওয়াল্ট ডিজনি।

১১. “যিনি সফল, তিনিও কিন্তু সাধারণ মানুষ। বাকিদের সঙ্গে পার্থক্যটা হল, তিনি মনোযোগ সহকারে নিজের কাজটা করে যাচ্ছেন। সেই কারণেই সাফল্য তাঁর রোজের সঙ্গী!” ব্রস লি।

ADVERTISEMENT

১২. “সাফল্যের স্বাদ পেতে নিজেকে তৈরি করুন। তারপর শুরু করুন কঠোর পরিশ্রম। সঙ্গে ব্যর্থতা থেকে ক্রমাগত শিখতে থাকুন। দেখবেন, একদিন না একদিন সফল আপনি হবেনই!” কলিন পাওয়েল।

১৩. “সুখের চাবিকাঠি লুকিয়ে নেই সাফল্যের। বরং সুখে থাকলে সাফল্য একদিন আসবেই আসবে। যে কাজটা করতে আপনার মন চায়, সেই কাজটা মন দিয়ে করে যান। দেখবেন, সফল আপনি হবেনই,” অ্যালবার্ট সোয়েৎজার।

১৪. “যদি কোনও কিছু নিয়ে স্বপ্ন দেখতে পারেন, তা হলে সেই কাজটা করার ক্ষমতাও রয়েছে আপনার মধ্যে!” ওয়াল্ট ডিজনি

১৫. “ব্যর্থ হলেই অনেকে সেই কাজটা ছেড়ে দেন। কিন্তু কখনও ভাবেন না, তিনি সাফল্যের কতটা কাছে ছিলেন!” টমাস এডিসন

ADVERTISEMENT

আরও পরিশ্রম করতে উৎসাহিত করবে এই বক্তব্যগুলি (Quotes to Inspire Hard Work)

১. কে বলল, আমি হেরে গিয়েছিলাম? আমি শুধু বুঝেছিলাম যে, এই এক হাজারভাবে কাজটা করা সম্ভব নয়!

২. আমাকে এমন একজনের উদাহরণ দিন, যিনি কোনওদিন ভুল করেননি। আমি প্রমাণ করে দেব যে, তিনি আসলে কোনও কিছু অ্যাচিভও করেননি!  

৩. সুযোগ এমনি-এমনি আসে না, সুযোগ তৈরি করতে হয়। 

৪. যদি আপনি মনে-মনে কোনও জিনিস খুব বেশি চান, তা হলে সেটা পাওয়ার মতো শক্তিও আপনার মধ্যে এমনিতেই এসে যাবে!

ADVERTISEMENT

৫. আপনার মধ্যে যদি স্বপ্ন দেখার শক্তি থাকে, তা হলে সেই স্বপ্ন সফল করার শক্তিও নিশ্চয়ই আছে! 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এগুলোও আপনি পড়তে পারেন

জীবনের সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে গীতায়

ADVERTISEMENT

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

23 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT