সোমবার এসে যাওয়া মানেই আরও এক সপ্তাহের কাজকর্মের ধকল! কিন্তু এমন সব তেতো দিনকে নিমেষে হ্যাপেনিং করে তুলতে যদি চান, তা হলে যে-কোনওদিন কলেজ-অফিস থেকে একটু জলদি বেরিয়ে পৌঁছে যান এই পাবগুলির কোনও একটায়। দেখবেন, এদের হ্যাপি আওয়ার্সের অফার দেখে নিমেষে আপনার মুড বল্লে-বল্লে করে উঠবে (best happy hour deals in Kolkata)!
এই গরমে জমিয়ে ঠান্ডা বিয়ার খেতে ইচ্ছে করছে নাকি? তা হলে একটা ট্যাক্সি ধরুন আর পৌঁছে যান কোয়েস্ট মলে। এখানে আছে দি আইরিশ হাউজ। হ্যাপি আওয়ার্সে (happy hours) এখানে একটা "বিয়ার টাওয়ার" এর সঙ্গে মিলবে আর-একটা ফ্রি (alcohol offers in kolkata)। সঙ্গে নানা স্বাদের মুখরোচক খাবার তো আছেই। আর যদি কন্টিনেন্টাল খাবার খেতে মন চায়, তা হলে ম্যাক এন্ড চিজ পাস্তা অর্ডার করতে পারেন। এর স্বাদ অতুলনীয়!
ঠিকানা: ৩৩,পঞ্চম ফ্লোর,কোয়েস্ট মল, সাইদ আমির আলি অ্যাভিনিউ, বালিগঞ্জ, কলকাতা।
ফোন: ০৩৩-৪০৩৩৩২২২/৯০৭৩৩০৭৭২১।
দু'জনের জন্য খরচ: ১,৫০০-১,৭০০ টাকা।
হ্যাপি আওয়ার্স: সোম-রবি বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
POPxo Recommends: বিয়ার ককটেল, সঙ্গে আইরিশ লায়ন চিকেন টেন্ডার, নয়তো ড্রাঙ্ক মিট বল।
অফিস শেষে একটু রিল্যাক্স করতে মন চাইলে পৌঁছে যেতে পারেন মোহোয়। এখানকার পরিবেশ যতটা নজরকাড়া, ততটাই সুস্বাদু এখানকার খাবারও। রয়েছে হুঁকোর ব্যবস্থাও। আর হ্যাপি আওয়ার্সে (happy hours) যখন যাচ্ছেন, তখন খরচ নিয়ে আর চিন্তা কীসের!
ঠিকানা: ৪ রবিনসন স্ট্রিট, থিয়েটার রোড, কলকাতা।
ফোন: ০৩৩-৩০৯৯০৪৬৮।
দু'জনের জন্য খরচ: ১,২০০ টাকা।
হ্যাপি আওয়ার্স: সোম-রবি বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
POPxo Recommends: আচারি পনির টিক্কা, পেশওয়ারি স্টাফড টাংরি কাবাব। সঙ্গে পছন্দমতো ড্রিঙ্ক।
নানা স্বাদের ককটেলের জন্য ইতিমধ্যেই বেশ জনপ্রিয় এই পাব (pub)। খাবারও মন্দ নয়। বিশেষত, বিয়ারের সঙ্গে হোপি ফ্রায়েড চিকেন খেতে তো জব্বর লাগবে। এদের অন্য নন ভেজ ডিশগুলিও বেজায় মুখরোচক। সব মিলিয়ে আফিস শেষে পার্টির জন্য় এই পাব একেবারে আইডিয়াল ডেস্টিনেশন (happy hours in kolkata)!
ঠিকানা: ১৮৫৮, রাজডাঙ্গা রোড, অ্যাক্রোপলিস মলের চতুর্থ তল, কসবা, কলকাতা।
ফোন ন: ৮৩৩৬৯৪০৮৬৫/৭২৭৮৯৯১৯৬২।
দু'জনের জন্য খরচ: ১,৫০০ টাকা।
হ্যাপি আওয়ার্স: সোমবার দুপুর ১২:৩০ টা থেকে বিকাল চারটে। মঙ্গলবার সারা দিন। বুধ-শুক্রবার দুপুর ১২:৩০ থেকে রাত আটটা। আর শনি-রবিবার বিকাল চারটে থেকে সাতটা।
POPxo Recommends: অমৃতসরি ফিশ ফিঙ্গার। সঙ্গে পছন্দমতো ড্রিঙ্ক।
এখান হ্যাপি আওয়ার্সে যে-কোনও ড্রিঙ্কের সঙ্গে আর-একটা ফ্রি (happy hours offers in kolkata)। তাই চুটিয়ে পার্টি করার ইচ্ছে থাকলে এখানে একবার ঢুঁ মারতেই হবে। এখানকার খাবারের মেনুতে তেমন একটা বৈচিত্র নেই ঠিকই, কিন্তু অফার বেশ নজরকাড়া। তাই পকেটে ফুটো না করে খানা-পিনা করার সেরা জায়গা হল "টিজিআইআফ"।
ঠিকানা: ফোরাম মল, ১০/৩, এলগিন রোড, কলকাতা।
ফোন নং: ০৩৩-৪০৬৭১০১২।
দু'জনের জন্য় খরচ: ১,৬০০-১,৭০০ টাকা।
হ্যাপি আওয়ার্স: সোম থেকে শুক্র বিকাল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। বৃহস্পতি এবং রবিবার রাত ১০টা থেকে ১১ ।
POPxo Recommends: চিকেনের যে-কোনও পদ। চেখে দেখতে পারেন স্টেকও।
নজরকাড়া অ্যাম্বিয়েন্স, সুস্বাদু খাবার এবং ক্রাফ্ট বিয়ারের জন্য ইতিমধ্যেই পার্টি লাভারদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই পাব। এখানে কন্টিনেন্টাল খাবার যেমন পাওয়া যায়, তেমনি নানা স্বাদের মেক্সিকান পদও পরিবেশন করা হয়ে থাকে। আর ড্রিঙ্কেও রয়েছে বৈচিত্র (happy hour bars in kolkata)।
ঠিকানা: ১০/৩, এলগিন রোড। ফোরাম মল (চতুর্থ তল), কলকাতা।
ফোন নং: ০৩৩-৪০০৮০৪৪৪/ ৯৮৩০১৬৪৬৮৮
দু'জনের জন্য খরচ: ১৬০০ টাকা।
হ্যাপি আওয়ার্স: সোম থেকে শুক্র দুপুর ১২:৩০ থেকে রাত ১১টা পর্যন্ত।
POPxo Recommends: পিৎজা এবং সিজার স্যালাড। সঙ্গে পছন্দ মতো পানীয়।
নানা স্বাদের ককটেল আর মকটেল তো রয়েছেই, সঙ্গে হ্যাপি আওয়ার্সে কম খরচে পেয়ে যাবেন আরও নানা সব পানীয়। এই গরমে যদি ঠান্ডা বিয়ারে চুমুক দিতে মন চায়, ব্যবস্থা রয়েছে তারও ( pub)। তা ছাড়া এই পাবে সার্ভ করা নর্থ ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল খাবারের স্বাদও কম মুখরোচক নয়!
ঠিকানা: সিটি সেন্টার (সেকেন্ড ফ্লোর), রাজারহাট, নিউটাউন, চিনার পার্ক, কলকাতা।
ফোন: ০৩৩-৩০৯৯১৩১৭।
দু'জনের জন্য খরচ: ১৬০০-১৮০০ টাকা।
হ্যাপি আওয়ার্স: সোম-রবি দুপুর ১২টা থেকে বিকাল পাঁচটা।
POPxo Recommends: নানা স্বাদের নাচোস আর ক্লাসিক সিজার স্যালাড।
ছবির কৃতজ্ঞতা স্বীকার: youtube
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!