গরম (summer) পড়লেই আমরা কেমন দিশেহারা হয়ে যাই! কীরকম পোশাক পরে বাইরে বেরলে আরাম পাওয়া যায়, কীরকম মেকআপ করলে সেটা গলে যাবে না ইত্যাদি নানা বিষয় মাথা মধ্যে ঘুরতে থাকে। কিন্তু এই পোশাক আর মেকআপের মাঝখানে একটা অন্য গুরুত্বপূর্ণ বিষয় মাথা থেকে বেরিয়ে যায়। আর সেটা হল, এই নিদারুণ গরমে কীরকমের জুতো (shoes) পরা উচিত! আমাদের অনেকেরই পা খুব ঘামে। গরমে সেটা আরও বেড়ে যায়। ভুল জুতোর (shoes) কারণে তাই পায়েও অনেক সমস্যা দেখা দিতে পারে। এই কথাটা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি এমন কয়েকটা জুতোর (shoes) সন্ধান, যা এই গরমে (comfortable) আপনাকে আরাম দিতে পারে।
আরও পড়ুন ২০১৯-এর super cool জুতো আর টুপি (Super Cool shoes and hats of 2019)
১) যদি সমুদ্র সৈকতে বেড়ানোর জন্য জুতো কেনেন, তা হলে এমন জুতো কিনবেন, যাতে পা পুড়ে না যায়, আবার বালির মধ্যেও সহজে চলাফেরা করা যায়।
২) ঢাকা জুতো পরতে চাইলে স্নিকার্সের জুড়ি নেই।
৩) উজ্জ্বল রঙের জুতো কিনুন।
৪) জুতো এবং স্টাইল, দুটোই একসঙ্গে করতে চাইলে চপ্পল ও স্লাইডস কিনুন, যাতে টো-রিং, অ্যাঙ্কলেট এগুলো পরা যায়।
View this post on Instagram
শুধু আরামের কথা ভাবলে তো হবে না। দরকার স্টাইলও। তাই সাধারণ চটিতে জুতোয় স্টাড বা পাথর বসানো থাকলে বেশ হয়।
To buy Studed Sandals Click Here
নামে হোঁচট খাবেন না যেন! ওটা খটমট হলেও, জুতোটা ভারী আরামদায়ক। একদমই ক্যাজুয়াল ফুটওয়্যার। বলা যেতে পারে, লোফার্সের তুতো ভাই! স্লিম ফিট জিনসের সঙ্গে সবচেয়ে ভাল মানায়। রোজকার যাতায়াতের জন্য সেরা এই জুতো।
View this post on Instagram
এটা অনেকটা গ্ল্যাডিয়েটার জুতোর মতোই। তবে স্ট্র্যাপের অত প্যাঁচ নেই। গ্রিক স্যান্ডলে থাকে দুটো স্ট্র্যাপ। কিন্তু তার মধ্যেও স্টাইল সম্ভব।
To Buy Greek Sandals Click Here
View this post on Instagram
গরমে একটু ঝলমলে সাজপোশাক না হলে ভাল লাগে না। আর এই টাই আপ শু বা লেস আপ স্যান্ডলস হল গরমে আরাম আর স্টাইল দুটোর জন্য পারফেক্ট।
To Buy Tie Up Shoes Click Here
প্লেড হল এক ধরনের প্যাটার্ন। যা জুতোয় বেশ মানায় আর এর সঙ্গে তাল মিলিয়ে নানা রকম ফ্যাশনও কড়া যায়। গরমে এই জুতো পরেও আরাম, আবার দেখতেও ভাল লাগে। বিশেষত যাঁরা হিল জুতো ছাড়া পরতে পারেন না, তাঁদের জন্য আদর্শ।
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!