এই উইক এন্ডে স্বামীকে নিয়ে যেতে চান রোম্যান্টিক ডিনারে? কিংবা বয়ফ্রেন্ডের সঙ্গে নিভৃতে মোমবাতির নরম আলোয় মাখামাখি হয়ে কাটাতে চান একটি সন্ধে? কিন্তু বুঝতে পারছেন না কোথায় যাবেন? চিন্তা নেই! কলকাতার বাছাই করা কিছু রোম্যান্টিক রেস্তোরাঁর (Restaurants) হদিশ দিলাম আমরা, যেখানে ক্যান্ডল লাইট ডিনারের ব্যবস্থা তো থাকবেই, উপরি পাওনা হিসেবে থাকবে রেস্তোরাঁর মায়াময় পরিবেশ আর অবশ্যই জিভে জল আনা ফাটাফাটি সব ডিশ। তা হলে আর অপেক্ষা কীসের, ঝটপট টেবিল বুক করে ফেলুন!
এই রেস্তোরাঁর পরিবেশ যেমন নজরকাড়া, তেমনই খাবারের স্বাদও দুর্দান্ত। লেবানিজ থেকে কন্টিনেন্টাল, প্রায় সব ধরনের পদই মিলবে এখানে। ইচ্ছে হলে চেখে দেখতে পারেন নানা স্বাদের এশিয়ান ডিশও। এখানকার ককটেলও বেশ জনপ্রিয়। তাই মেন কোর্সের আগে পানীয় অর্ডার করতেই পারেন।
ঠিকানা: ৫৪/১/২১, হাজরা রোড, বালিগঞ্জ ফাঁড়ি, হাজরা ল কলেজের কাছে, বালিগঞ্জ, কলকাতা।
ফোন নং: ০৩৩৩০৯৯০৩৪৮
দু'জনের জন্য খরচ: প্রায় ১,২০০ টাকা
আমাদের পছন্দ: ড্রামস্টিক ইন সয়া সস এবং টেমপুরা ফিশের মতো ডিশ চেখে দেখতে পারেন। এদের অন্যান্য নন ভেজ ডিশগুলিও কিন্তু কম মুখরোচক নয়।
এই রেস্তোরাঁর "ইউ এস পি" হল এখানকার অন্দরসজ্জা। ঢোকামাত্র মনে হবে আপনি সমুদ্রের মাঝে এসে গেছেন! লাইটিংও মন্দ নয়। সব মিলিয়ে রোম্যান্টিক ডিনার আউটিং-এর জন্য কলকাতার অন্যতম সেরা রেস্তোরাঁ। পরিবেশের সঙ্গে তাল রেখে এখানকার মেনুতেও রয়েছে নানা স্বাদের সিফুড। রয়েছে মাংসের নানা পদও। বারের ব্যবস্থাও রয়েছে, যেখানে স্কচ থেকে বিয়ার সবই মিলবে। এই রেঁস্তোরার আর একটি ভাল দিক হল আ লা কার্টের পাশাপাশি বুফের ব্যবস্থাও রয়েছে।
ঠিকানা: প্রথম তল, ইনফিনিটি বেঞ্চমার্ক, আর ডি বি সিনেমার উল্টোদিকে, ব্লক জি পি, সেক্টর ৫, সল্টলেক।
ফোন নং: ০৩৩-৩০৯৯০৩১৫
দু'জনের জন্য খরচ: প্রায় ১,৫০০ টাকা। বুফে ডিনারের ক্ষেত্রে খরচ হবে প্রায় ১,০০০ টাকা।
আমাদের পছন্দ: এখনকার ফিশ বাকেট বেশ জনপ্রিয়। তা ছাড়া চেখে দেখতে পারেন চিকেনের নানা পদও।
আরও পড়ুন: ফুডি এবং মুডিরা ভিড় জমান পার্ক স্ট্রিটের এই ১২টি রেস্তরাঁয়!
এই রেস্তোরাঁর ডেকর এবং পরিবেশ যেমন নজরকাড়া, তেমনই পিৎজার স্বাদও মন্দ নয়। সার্ভিসও বেশ ভাল। তবে মূলত অল্পবয়সি ক্রেতাদের জন্য়ই বেশি চলনসই। কোনও এক ছুটির দিনে বয়ফ্রেন্ডের সঙ্গে চুটিয়ে আড্ডা দেওয়ার পাশাপাশি যদি ইতালিয়ান খাবার খেতে মন চায়, তা হলে এই রেঁস্তোরায় একবার ঢুঁ মারতেই হবে।
ঠিকানা: ৮এ, অ্যালেনবি রোড, এলগিন রোড, কলকাতা।
ফোন নং: ০৩৩-৪০৬২০৭৭৭/ ০৩৩-৪০৬২১০০০।
দু'জনের জন্য খরচ: প্রায় ১,০০০ টাকা
আমাদের পছন্দ: এখানকার পলো পিকান্তে পিৎজা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া নিউটেলা পিৎজাও বেশ মুখরোচক।
কলকাতার থিম রেস্তোরাঁগুলির মধ্যে একেবারে উপরের দিকে রয়েছে এটি। এখনকার ডেকর বেশ হটকে। সারা দেওয়াল সিনেমার পোস্টার আর গ্রাফিতিতে ঢাকা। খাবার পরিবেশনেও রয়েছে নতুনত্বের ছোঁওয়া। এই রেঁস্তোরার প্রায় প্রতিটি নন ভেজ খাবারই বেশ মুখরোচক। আছে বার কাউন্টারও।
ঠিকানা: ১১/১ হো চি মিন সরণি, ক্যামাক স্ট্রিট, কলকাতা।
ফোন নং: ০৩৩-৪০৬০২৫০৭/৯০০৭৫০০১০০
দু'জনের জন্য খরচ: প্রায় ১,৫০০-২,০০০ টাকা।
আমাদের পছন্দ: অর্ডার করতে পারেন গব্বরস ড্রামস্টিক, নয়তো চেলো কাবাব। এখানকার চাটের মেনুতেও রয়েছে বৈচিত্র।ইচ্ছে হলে মেন কোর্সের আগে অর্ডার করতেই পারেন বালাম পুচকারি (ফুচকা), নয়তো স্প্রিং রোল।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
বিবাহ বার্ষিকীর সেরা শুভেচ্ছা ও মেসেজ
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!