গানের চেয়ে ভাল বন্ধু আর কেউ নেই - কথাটা আপনি মানুন বা নাই মানুন, কথাটা কিন্তু সত্যি। আপনার আনন্দের দিনে সঙ্গে যিনিই থাকুক না কেন, দুঃখের দিনে আপনাকে সঙ্গ দেবে দুঃখের গান। সেরার সেরা ৪০টি বাংলা দুঃখের গানের সঙ্কলন (Best Bengali Sad Songs) তাই শুধুমাত্র আপনার জন্য।
মন খারাপ থাকলে আমরা দুঃখের গান (Bangla Gan) শুনি। কিছু কিছু বাংলা গান কোনও দিন পুরনো হয় না। সেরকমই পাঁচটি Evergreen Bengali Sad Songs-এর হদিশ রইল আপনার জন্য, মন খারাপ লাগলে শুনে নিন অথবা গানের কথাও দিয়ে দেওয়া হল, ইচ্ছে হলে এই মন খারাপের গান গুলো আপনি স্টেটাস আপডেটও দিতে পারবেন...
গায়ক - মান্না দে । কথা – শ্যামল গুপ্ত | সুর – প্রভাস দে
লিরিক্স (Lyrics)
আমি আজ আকাশের মতো একেলা
কাজল মেঘের ভাবনায়,
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মতো একেলা
একেলা, একেলা (Best Bengali Sad Song)....
গায়ক - মান্না দে | কথা – মিল্টু ঘোষ | সুর – অসীমা মুখোপাধ্যায় | ছবি – চৌরঙ্গী
লিরিক্স (Lyrics)
বড় একা লাগে এই আঁধারে
মেঘের খেলা আজ আকাশ পারে
মেঘের খেলা আজ আকাশ পারে
বড় একা লাগে এই আঁধারে
বড় একা লাগে এই আঁধারে
মেঘের খেলা আজ আকাশ পারে।
গায়িকা – লতা মঙ্গেশকর | কথা – ভবেশ কুন্ডু | সুর – রাহুল দেব বর্মণ | ছবি - শতরূপা
লিরিক্স (Lyrics)
ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়
ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়।
গায়ক – রাহুল দেব বর্মণ | কথা – গৌরিপ্রসন্ন মজুমদার | সুর – রাহুল দেব বর্মণ
লিরিক্স (Lyrics)
যেতে যেতে পথে হল দেরি
তাই তো পারিনি যেতে পারিনি
যেতে পারিনি, যেতে পারিনি
ভুল বুঝে তুমি চলে গেছ দূরে
ক্ষমা পাব, আশা ছাড়িনি,
আশা ছাড়িনি, আশা ছাড়িনি।
গায়ক – রাহুল দেব বর্মণ | কথা – স্বপন চক্রবর্তী | সুর – রাহুল দেব বর্মণ
লিরিক্স (Lyrics)
তুমি কত যে দূরে
কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে...
ঠিকানা নেই... বলো খুঁজি কোথায় (Bangla Old Sad Song)...
হেমন্ত মুখোপাধ্যায়ের মতো লেজেন্ডের কণ্ঠে গাওয়া পাঁচটি কালজয়ী বাংলা দুঃখের গান এর ডালি (Bangla Old Sad Song) আপনার দুঃখ হলে শুনতে পারেন এই মন খারাপের গান গুলো -
গায়ক – হেমন্ত মুখোপাধ্যায় | কথা – গৌরীপ্রসন্ন মজুমদার | সুর – হেমন্ত মুখোপাধ্যায় | ছবি – হারানো সুর
লিরিক্স (Lyrics)
আজ দু'জনার দুটি পথ ওগো
দুটি দিকে গেছে বেঁকে
তোমার ও পথ আলোয় ভরানো জানি
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে।
গায়ক – হেমন্ত মুখোপাধ্যায় | কথা – গৌরিপ্রসন্ন মজুমদার | সুর – হেমন্ত মুখোপাধ্যায় | ছবি – লুকোচুরি
লিরিক্স (Bangla Sad Song Lyrics)
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে।
মনে পড়ে যায়, মনে পড়ে যায়
মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি
দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।
গায়ক – হেমন্ত মুখোপাধ্যায় | কথা – পুলক বন্দ্যোপাধ্যায় | সুর – নচিকেতা ঘোষ | ছবি – স্ত্রী
লিরিক্স (Lyrics)
সাক্ষী থাকুক ঝরা পাতা আকাশ বাতাস সাক্ষী থাকুক
সাক্ষী থাকুক বনলতা
সুন্দর এই ইচ্ছে ওরা পাথরের বুকে লিখে রাখুক
সাক্ষী থাকুক ঝরা পাতা আকাশ বাতাস সাক্ষী থাকুক
সাক্ষী থাকুক বনলতা।
গায়ক – হেমন্ত মুখোপাধ্যায় | কথা – মুকুল দত্ত | সুর – হেমন্ত মুখোপাধ্যায় | ছবি – অদ্বিতীয়া
লিরিক্স (Bangla Sad Song Lyrics)
যাবার বেলায়, পিছু থেকে ডাক দিয়ে
কেন বল কাঁদালে আমায়
আমার এ মন বুঝি মন নয়
হাসি আর গানে গানে এতদিন
ফুল ফোটানোর খেলা চলেছিল
যে কাঁটা রয়েছে বিঁধে মরমের মাঝে
তার কথা মন ভুলেছিল
ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায়।
গায়ক – হেমন্ত মুখোপাধ্যায় | কথা – গৌরিপ্রসন্ন মজুমদার | সুর – হেমন্ত মুখোপাধ্যায় | ছবি – শেষ পর্যন্ত
লিরিক্স (Lyrics)
এই বালুকা বেলায় আমি লিখেছিনু
একটি সে নাম আমি লিখেছিনু
আজ সাগরের ঢেউ দিয়ে
তারে যেন মুছিয়া দিলাম।।
কেন তবু বারে বার ভুলে যাই
আজ মোর কিছু নাই
ভুলের বালুচরে যে বাসর বাঁধা হল
জানি তার নেই কোন দাম।
আজ সাগরের ঢেউ দিয়ে
সবকিছু মুছিয়া দিলাম।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো লেজেন্ডের কণ্ঠে গাওয়া পাঁচটি কালজয়ী বাংলা দুঃখের গানের (Bengali Old Sad Song) ডালি আপনার মন খারাপ কমানোর জন্য রইল। দুঃখ হলে শুনতে পারেন সন্ধ্যা মুখোপাধ্যায় আধুনিক বাংলা গান (Best Bengali Sad Songs) -
গায়িকা – সন্ধ্যা মুখোপাধ্যায় | কথা – কমল ঘোষ | সুর – রবীন চ্যাটার্জি
লিরিক্স (Lyrics)
ওগো মোর গীতিময়, ওগো মোর গীতিময়,
মনে নাই সেকি মনে নাই -
সেই সাগর বেলায় ঝিনুক খোঁজার ছলে
গান গেয়ে পরিচয়, ওগো মোর গীতিময়।
গায়িকা – সন্ধ্যা মুখোপাধ্যায় | কথা – গৌরীপ্রসন্ন মজুমদার | সুর – সন্তোষ মুখোপাধ্যায়
লিরিক্স (Lyrics)
পথ ছাড়ো ওগো শ্যাম, কথা রাখো মোর
এমন করে তুমি আঁচল ধরো না (জনপ্রিয় বাংলা গানের লিরিক্স)
এখনি যে শেষ রাত হয়ে যাবে ভোর
রাত জেগে ঝরে গেছে অতসী ও কামিনী
এখনি না যাই যদি পোহাবে যে যামিনী।
গায়িকা – সন্ধ্যা মুখোপাধ্যায় | কথা – গৌরীপ্রসন্ন মজুমদার | সুর – শ্যামল মিত্র
লিরিক্স (Bangla Sad Song Lyrics)
হয়তো কিছুই নাহি পাব
তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব।
হয়তো কিছুই নাহি পাব
তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব।
হয়তো কিছুই নাহি পাব।
গায়িকা – সন্ধ্যা মুখোপাধ্যায় | কথা ও সুর – কাজী নজরুল ইসলাম
লিরিক্স (Lyrics)
গভীর রাতে জাগি খুঁজি তোমারে
দূর গগনে প্রিয়া তিমির পারে॥
জেগে যবে দেখি হায় তুমি নাই কাছে
আঙিনায় ফুটে ফুল ঝরে পড়ে আছে
বাণ-বেঁধা পাখি সম আহত এ প্রাণ মম
লুটায়ে লুটায়ে কাঁদে অন্ধকারে॥
মৌনা নিঝুম ধরা, ঘুমায়েছে সবে।
এসো প্রিয়, এই বেলা বক্ষে নীরবে।
কত কথা কাঁটা হয়ে বুকে আছে বিঁধে,
কত অভিমান কত জ্বালা এই হৃদে
দেখিবে এসো প্রিয় কত সাধ ঝরে গেল কত আশা
মরে গেল হাহাকারে।
মহানয়ক উত্তমকুমার যদিও তাঁর ভুবনভোলানো হাসির জন্যই পরিচিত, তবুও তাঁর কিছু ছবিতেও ব্যবহার করা হয়েছে কিছু দুঃখের বাংলা গান (Bangla Sad Song)। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোরকুমারের মতো লেজেন্ড কণ্ঠ দিয়েছেন সেই সব গানে...
গায়ক – কিশোর কুমার | কথা – গৌরীপ্রসন্ন মজুমদার | সুর – শ্যামল মিত্র | ছবি – আনন্দ আশ্রম
লিরিক্স (Lyrics)
আশা ছিল, ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই।।
এই সেই কৃষ্ণচূড়া
যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত
কথা যেত হারিয়ে
আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই
আশা নেই, ভালোবাসা নেই।
গায়ক – মান্না দে | কথা ও সুর – কাজী নজরুল ইসলাম | ছবি – দেবদাস
লিরিক্স (Lyrics)
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে... নয়নে বারি ঝরে।
ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপন সম
আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে
বাহিরে ঝড় বহে... নয়নে বারি ঝরে।
শাওন রাতে যদি...।
গায়ক – কিশোরকুমার | কথা – গৌরীপ্রসন্ন মজুমদার | সুর – শ্যামল মিত্র | ছবি – অমানুষ
লিরিক্স (Lyrics)
কী আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিশিদিন খেলা করে
বেদনার বালুচরে।
গায়ক – মান্না দে | কথা – গৌরীপ্রসন্ন মজুমদার | সুর – নচিকেতা ঘোষ | ছবি – চিরদিনের
লিরিক্স (Lyrics)
ফুল পাখি বন্ধু আমার ছিল,
আর মেঘ নদী বন্ধু আমার ছিল ৷
তারা কোথায় গেল, কোথায় গেল,
হারিয়ে কোথায় গেল।
গায়ক – শ্যামল মিত্র | কথা – গৌরীপ্রসন্ন মজুমদার | সুর – শ্যামল মিত্র | ছবি – দেয়া নেয়া
গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখী
হঠাৎ বুকে বিঁধল যে তির স্বপ্ন দেখা হল ফাঁকি
তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়
তারে হাসিমুখে যেতে দাও শেষবার শুনে নাও
মনে রেখো মনে রেখো তার এই শেষ গান।
শুধুমাত্র পুরনো সিনেমাতেই নয়, নতুন বাংলা সিনেমাতেও রয়েছে দুঃখের গান (Best Bengali Sad Songs)। চাঁদ তারা ফুল পাখির বদলে হয়তো লিরিক্স হয়েছে আরও বেশি জীবনমুখী -
গায়িকা – লগ্নজিতা চক্রবর্তী | কথা ও সুর – রণজয় ভট্টাচার্য | ছবি – সোয়েটার
লিরিক্স (Lyrics)
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ
প্রেমে পড়া বারণ।
গায়ক, গীতিকার এবং সুরকার – অনুপম রায় | ছবি – চতুষ্কোণ
লিরিক্স (Lyrics)
ফিরে গেছে কত
বোবা টানেলের গলা চিরে আলো
ইচ্ছেরা ছুটে চলে
সারাটা দিন জুড়ে (Bangla Song Lyrics)
তুমি আনাগোনা করেছ সেই সুরে
তার রঙ লেগে আছে
অবুঝের পেন্সিল।
গায়ক, গীতিকার এবং সুরকার – অনুপম রায় | ছবি – অটোগ্রাফ
লিরিক্স (Lyrics)
আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন (Bangla Song Lyrics)
আমার জন্য আলো জ্বেলোনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো, না।
গায়ক এবং গায়িকা – অনুপম রায় ও মোনালি ঠাকুর | গীতিকার এবং সুরকার – অনুপম রায় | ছবি – ঘরে অ্যান্ড বাইরে।
লিরিক্স (Lyrics)
তারা খসে পড়ে আকাশে
গাঢ় নীলে টুপ করে
সেখানে তোমার
ভালোবাসা শুয়ে আছে
শেকলে আমাকে বাঁধনে
গানে বেঁধেছিলে বোধ হয়
সে গানে আমার
ভালোবাসা থেকে গেছে।
গায়ক, গীতিকার এবং সুরকার – অনুপম রায় | ছবি – দৃষ্টিকোণ
লিরিক্স (Lyrics)
আমার দুঃখগুলো কাছিমের মতো,
গুটি গুটি পায়ে আর এগোতে পারে না।
আমার দুঃখগুলো কাছিমের মতো,
আমাকে ছাড়িয়ে আর এগোতে পারে না।
আমার কষ্টগুলো ডালিমের মতো,
ডালের জমাট কেউ ভাঙতে পারে না।
শহরে বৃষ্টি নামে জল জমে রাস্তায় (Purono Bangla Gaan),
নাগরিক অভিশাপে কবিতারা ভেসে যায়।
কাঁচের বয়ামে রাখা ভালোবাসা যতনে,
হঠাৎ শব্দ শোনে মহিরুহু পতনের।
তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের
গান শুনে যাই।
কিছু-কিছু বাংলা গান কোনও দিন পুরনো হয় না আর রবীন্দ্রসঙ্গীত তো কোনওদিনই পুরনো হয় না। পাঁচটি Evergreen Bengali Sad Song-এর হদিশ রইল আপনার জন্য, মন খারাপ লাগলে শুনে নিন (Purono Bangla Gaan) অথবা গানের কথাও দিয়ে দেওয়া হল, ইচ্ছে হলে দুঃখের স্টেটাস আপডেটও দিতে পারবেন...
লিরিক্স (Sad Bengali Song Lyrics)
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে।
জানি নাই তো তুমি এলে আমার ঘরে।
সবচেয়ে হয়ে গেল কালো,
নিভে গেল দীপের আলো।
আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে,
জানি নাই তো তুমি এলে আমার ঘরে।
লিরিক্স (Lyrics)
তুমি রবে নীরবে, হৃদয়ে মম,
নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে (ভারতীয় বাংলা গান)।
মম জীবন যৌবন, মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে, নিশীথিনী-সম।
লিরিক্স (Lyrics)
আমার প্রাণের 'পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে-
ফুল ফুটিয়ে গেল শত শত
সে চলে গেল, বলে গেল না-
সে কোথায় গেল ফিরে এল না
সে যেতে যেতে চেয়ে গেল
কী যেন গেয়ে গেল (ভারতীয় বাংলা গান)-
তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে
সে ঢেউয়ের মতন ভেসে গেছে-
চাঁদের আলোর দেশে গেছে
যেখান দিয়ে হেসে গেছে
হাসি তার রেখে গেছে রে-
মনে হল আঁখির কোণে
আমায় যেন ডেকে গেছে সে
আমি কোথায় যাব, কোথায় যাব
ভাবতেছি তাই একলা বসে
সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর।
লিরিক্স (Lyrics)
দিনের শেষে ঘুমের দেশে
ঘোমটা-পরা ওই ছায়া (জনপ্রিয় বাংলা গানের লিরিক্স),
ভুলালো রে ভুলালো মোর প্রাণ।
ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন মায়া,
গেয়ে গেল কাজ-ভাঙানো গান।
লিরিক্স (Lyrics)
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে-
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাই বা আমায় ডাকলে।
প্রেমিকের সঙ্গে ব্রেক আপ (জনপ্রিয় আধুনিক গান) হলে শুনতে পারেন এই পাঁচটি আধুনিক বাংলা দুঃখের গান...
লিরিক্স (Lyrics)
আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
লিরিক্স (Lyrics)
বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
অন্ধ খনির অন্তরে থাকে যে সোনা
সবাই জানে তারই কথা — বুঝবে না।
লিরিক্স (Bengali Sad Song Lyrics)
চলে যেতে যেতে দিন বলে যায়
আধাঁরের শেষে ভোর হবে
হয়তো পাখির গানে গানে
তবু কেন মন উদাস হল
লিরিক্স (Lyrics)
আমার একলা আকাশ
থমকে গেছে রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালবেসে।
আমার দিনগুলো সব
রঙ চিনেছে তোমার কাছে এসে।
শুধু তোমায় ভালবেসে।
লিরিক্স (Lyrics)
ভ্রমর কইও গিয়া...
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে...
কইও কইও কইও রে ভ্রমর (Bengali Sad Song Lyrics)
কৃষ্ণ রে বুঝাইয়া
মুই রাধা মইরা জাইমু
কৃষ্ণহারা হইয়া রে!
প্রেমিকার সঙ্গে ব্রেক আপ হলে শুনতে পারেন এই পাঁচটি সেরা বিরহের গান (Evergreen Bengali Songs List)...
লিরিক্স (Lyrics)
চাঁদ কেন আসে না আমার ঘরে (জনপ্রিয় আধুনিক গান)
সে অভিমানিনী আজও তো বলেনি
অভিমানিনী, আজও তো বলেনি
আসবে কিনা সে ফিরে।
লিরিক্স (Lyrics)
সেদিও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ির কাটায় তখন প্রশ্রয়
সেদিনের মতো কলেজের ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ
নীলচে সময়
নীল রং ছিল ভীষণ প্রিয়
তাই সবকিছু নীলিয়ে দিও
মনে পড়ে কি সেদিন
বলেছিলাম তোমায় (Adhunik Bangla Gan)
আজ নীল রংয়ে মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেও বেনীল ভেজাল
ভেসে বেড়ায়।
লিরিক্স (Lyrics)
সেই তুমি কেন এত অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি,
কিভাবে এত বদলে গেছি এই আমি,
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে, চল বদলে যাই।
লিরিক্স (Lyrics)
নিঃস্ব করেছ আমায়
কী নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন ?
ফিরিয়ে দাও আমার প্রেম
তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না।
লিরিক্স (Lyrics)
কি সহজ ভুলতে পারা তাই না
পাঁজরে বিঁধছে যে আলপিন
মন আমার মশাল শরীর জ্বলে
পুড়ে যাক পৃথিবী রাত্দিন
যে কথায় কবিতা জন্মাত
সে কথায় শিরায় শিরায় বিষ
এক একটা কথার ছোবলে
কবিতার খাতা পুড়িযে দিস
সে ধোঁয়ায় জ্বলছে মাথা চোখ
সাধ হয় তোকেও জ্বালাই (Adhunik Bangla Gan)
জ্বালাতে গিয়েও বাঁচাই আগুন
চাই না বাজে খরচা তাই
বুকের এ খাঁচায় জ্বলুক আগুন
ভালোবাসা সর্বনাশা হায়
এতদিনে বুঝতে পারি ভাষা
তোর এবার নতুন বাসা চাই
যা পাখি উড়তে দিলাম তোকে
খুঁজে নে অন্য কোন বাসা
খুঁজে নে অন্য কোন মন
ভুলে যা বন্য ভালোবাসা।