ADVERTISEMENT
home / লাইফস্টাইল
৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রিয়জনদের পাঠান এই মেসেজ গুলি (Independence Day Quotes)

৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রিয়জনদের পাঠান এই মেসেজ গুলি (Independence Day Quotes)

শত শত মানুষের রক্তে রাঙা ভারতের মাটি স্বাধীনতার স্বাদ পেয়েছিল ১৯৪৭ সালের ১৫ অগস্ট (Independence Day)। সেদিন লালকেল্লার লাহোর গেটে জাতীয় পতাকা উত্তোলন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সেই থেকে প্রতি বছর আজকের দিনে দেশের স্বাধনীতাকে উদযাপন করে থাকি আমরা। স্মরণ করি সেই সব শহীদদের, যাঁদের বলিদানের ফলস্বরূপ আমার স্বাধীন হতে পেরেছিলাম। তবে আজকের দিনটা যতটা আনন্দের, ততটাই দুঃখেরও বটে। কারণ, ভারত স্বাধীন হয়েছিল দেশভাগের স্মৃতিকে সঙ্গী করে। যে দিন ধর্মের নামে লক্ষ-লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছিলেন। প্রাণ গিয়েছিল আরও অনেকের। এত মূল্য চুকিয়ে পাওয়া স্বাধীনতাকে যদি আমরা আগলে রাখতে না পারি, তা হলে ভারতীয় হিসেবে যে আমাদের লজ্জার শেষ থাকবে না। তাই চলুন হাতে হাতে মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে পালন করা যাক ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস (Independence Day)।

স্বাধীনতা দিবসের দিনে জাতীয়তাবাদের আগুন যাতে পুনরায় সকলের মনে জ্বলে ওঠে, তা সুনিশ্চিত করতে এই প্রতিবেদনে থাকল একগুচ্ছ কোটস এবং মেসেজ (Independence Day Quotes-Wishes-Messages In Bengali), যা এবারের স্বাধীনতা দিবসকে আরও একটু স্পেশাল করে তুলবে! তাই ১৫ অগস্টের দিন যদি প্রিয় মানুষদের শুভেচ্ছা জানাতে মন চায়, তা হলে এই প্রতিবেদনে একবার চোখ রাখতে ভুলবেন না যেন!

আরো পড়ুনঃ কয়েকটি জনপ্রিয় দেশাত্মবোধক গান

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা (Happy Independence Day Wishes)

১| হাজার-হাজার মানুষ একদিন দেশের স্বার্থে প্রাণ দিয়েছিলেন বলেই কিন্তু আজ আমরা এই দিনটি দেখতে পাচ্ছি। তাই আজকের দিনে সেই সব শহীদদের স্মরণ করতে ভুলবেন না। স্বাধীনতা দিবসের অনেক-অনেক শুভেচ্ছা (Independence Day Wishes)!

ADVERTISEMENT

২| টাকা দিয়ে স্বাধীনতা কেনা যায় না। কোনও দেশ তখনই স্বাধীন হয়, যখন লক্ষ-লক্ষ মানুষ নিজেদের প্রাণ বলিদান দেন। তাই আজকের দিনে সেই সব সাহসী যোদ্ধাদের কথা স্মরণ করুন এবং দেশবাসীকে ৭৩ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা (স্বাধীনতা দিবস মেসেজ) জানান।

৩| এত শত মানুষকে হাতে হাত মিলিয়ে স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিতে দেখে মন আনন্দে ভরে ওঠে। আশা করি, এমন এক বিশেষ দিনে আপনার জীবনও অনন্দে ভরে উঠুক। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা (Wishes) রইল বন্ধু।

৪| ভেদাভেদ ভুলে আজকের দিনে এক নতুন ভারত গড়ে তোলার শপথ নিই। যে ভারতে ঘৃণার কোনও জায়গা থাকবে না। ভালবাসাই হবে মানুষের একমাত্র ধর্ম। স্বাধীনতা দিবসের অনেক-অনেক শুভেচ্ছা।

৫| চলো আজ হাতে হাত মিলিয়ে সেই সব যোদ্ধাদের স্মরণ করি, যাঁরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের স্বাধীনতার স্বার্থে লড়াই চালিয়ে গিয়েছিলেন। আজকের দিনটা তাই আমাদের কাছে খুব গর্বের।

ADVERTISEMENT

৬| ৭৩ তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা (স্বাধীনতা দিবস মেসেজ)। চলুন আজকের দিনে একে অপরকে প্রতিজ্ঞা করি যে আগামী সময়ে আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরাও সমান ভাবে ঘাম ঝরাবো। এই দেশকে আরও সুন্দর করে তুলব।

৭| স্বাধীনতা সহজে মেলে না। লড়াই করে অর্জন করতে হয়। তাই তো স্বাধীনতা দিবস এক গর্বের দিন। এমন বিশেষ দিনে অনেকে-অনেক শুভেচ্ছা (Independence Day Wishes) জানাই আপনার পরিবার এবং আপনাকে।

৮| এমন এক সুন্দর দেশের অংশ হতে পেরে আমি গর্বিত! তাই দেশের এই বিশেষ দিনে অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ঐক্যবদ্ধ হন। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং দেশের পতাকার মান রক্ষার শপথ নিন। শুভ স্বাধীনতা দিবস, ২০১৯!

ADVERTISEMENT

১০| আমরা যাতে স্বাধীনতার (Independence) স্বাদ পাই, তাই এক সময় হাজার-হাজার মানুষ তাঁদের জীবনের তোয়াক্কা করেননি। সেই অবদান কখনও ভুলে যাবেন না যেন! স্বাধীনতা দিবসের শভেচ্ছা এবং অভিনন্দন!

আরো পড়ুনঃ বাংলা ও হিন্দিতে তৈরি দেশপ্রেমের ছবি (Patriotic Movies)

স্বাধীনতা দিবস সম্পর্কিত বাছাই করা কিছু কোটস (Independence Day Quotes)

১| যাঁরা অন্যের স্বাধীনতা খর্ব করে, তাঁদেরও স্বাধীনভাবে বেঁচে থাকার কোনও অধিকার নেই – আব্রাহাম লিঙ্কন

২| স্বাধীনতা অর্জন করা সহজ কাজ নয়। কিন্তু একে ছাড়া বেঁচে থাকাও কঠিন। তাই যে কোনও মূল্যে স্বাধীনতা অর্জন করাই আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত – মহাত্মা গান্ধী

ADVERTISEMENT

৩| যে নিজের স্বাধীনতার জন্য লড়াই করে, তাঁর দায়িত্ব হল অন্যের স্বাধীনতা যাতে কোনও ভাবে খর্ব না হয়, সেদিকেও নজর রাখা – টমাস পেন

৪| স্বাধীনতা হল গুরুদায়িত্ব। তাই তো অনেকেই স্বাধীনতাকে ভয় পায় – জর্জ বার্নার্ড শ

৫| স্বাধীনতা দীর্ঘজীবী হোক। মানুষের সবচেয়ে বড় এই কৃতিত্ব (Independence Day Quotes) কেউ যেন কখনও ভুলে না যায় – নেলসন ম্যান্ডেলা

৬| স্বাধীনতা হল এমন একটা সুযোগ যা মানুষকে আরও উন্নত হতে সাহায্য করে – আলবার্ট ক্যামু

ADVERTISEMENT

৭| মানুষের জীবনে যদি শান্তি না থাকে, তা হলে স্বাধীনতাও থাকবে না।

৮| স্বাধীনতা বংশ পরম্পরায় পাওয়া যায় না। এর জন্য লড়াই করতে হয়। বলিদান না দিলে স্বাধীনতা অর্জন করা সম্ভব নয় – রোনাল্ড রেগন

৯| কেউ আমাদের সাহায্য করুন বা না করুন, আমরা আমাদের স্বাধীনতার জন্য যে কোনও মূল্য চোকাতে রাজি আছি। এমনকী, এই কারণে আমরা যেমন কাউকে সাহায্য করতে প্রস্থুত, তেমনই প্রয়োজনে বিরোধিতা করতেও পিছপা হব না – জন এফ কেনেডি

১০| সারা জীবন জেলে বন্দি হয়ে থাকার থেকে স্বাধীনতার জন্য প্রাণ ত্যাগ করা অনেক মহৎ কাজ – বব মার্লে

ADVERTISEMENT

স্বাধীনতা দিবসের দিন প্রিয়জনকে পাঠাতে পারেন এই মেসেজগুলি (Independence Day Messages)

১| এমন এক বিশেষ দিন আমাদের উপহার দেওয়ার জন্য অগণিত শহীদদের শুভেচ্ছা (Messages) জানাই! শুভেচ্ছা জানাই আপনাকেও।

২| আমাদের সকলের প্রচেষ্টায় দেশের মান-সম্মান যেন আরও বাড়ে। কোনও সময় যেন ক্ষুন্ন না হয় আমাদের পতাকার অভিমান।

৩| স্বাধীনতার থেকে মূল্যবান আর কিছু হয় না। তাই তো প্রতিটি মানুষেরই তাঁর স্বাধীনতা রক্ষার্থে লড়াই করা উচিত।

৪| ধর্মের ভেদাভেদিতে দেশ ভাগ হতে দেখেছি আমরা। তাই ধর্মের নামে আর লড়াই নয়। বরং দেশের ঐক্য রক্ষার স্বার্থে চলো হাতে হাত মেলাই।

ADVERTISEMENT

৫| স্বাধীন ভারতের নাগরিক হতে পেরে আমি গর্বিত। আমি ধন্য স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়ে। তাই ৭৩ তম স্বাধীনতা দিবসের (Happy Independence Day) দিনে আমার কাছের মানুষটির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা (Messages) এবং অভিনন্দন।

৬| আমাদের ভাষা, আমাদের খাবার, এমনকী বেশভূষাও আলাদা। তবুও আমরা ঐক্যবদ্ধ, যে ঐক্যের পিছনে দায়ী আমাদের স্বাধীনতা। তাই ভারতবাসী হিসেবে আজ আমাদের গর্বের দিন।

৭| আমাদের দেশের জন্য আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরাও সেই বৃহৎ উৎসবের শরিক হই।

৮| প্রত্যেকটা দেশেরই কিছু না কিছু খামতি রয়েছে। সেই সব খামতি নিয়ে চর্চা না করে, তা দূর করা যায় কীভাবে, সেই নিয়ে ভাবা উচিত এবং একজন ভারতীয় হিসেবে প্রতিদিন গর্ববোধ করা উচিত যে এমন এক সুন্দর দেশের নাগরিক আমরা। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

ADVERTISEMENT

৯| সবাইকে ৭৩ তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা (Messages) এবং অভিনন্দন।

১০| ৭৩ তম স্বাধীনতা দিবসের দিন ভগবানের কাছে এই প্রার্থনাই করি যে আজ থেকে প্রতিটি ভারতীয় যেন ভরা পেটে এবং খুশি মনে ঘুমতে যেতে পারেন। কোনও কৃষকই যেন আর আত্মহত্যা না করেন!

স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় দেওয়া যেতে পারে এই স্টেটাস গুলি (Independence Day Status)

১| উদ্যোগ, কল্পনা শক্তি, নিজস্বতা এবং স্বাধীনতা, এই চারটি স্তম্ভের উপরেই দাঁড়িয়ে রয়েছে আমাদের আমাদের দেশের ভবিষ্যৎ।

২| হাতে হাতে মিলিয়ে চলুন প্রতিজ্ঞা করি এই দেশকে যেন আমরা সবুজায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের দেশ হয়ে উঠুক স্বচ্ছ এবং সুন্দর।

ADVERTISEMENT

৩| একজন স্বাধীন মানুষ হল সেই, যে বিনা দ্বিধায় নিজের চিন্তাকে সম্বল করে এগিয়ে যায় নিজের লক্ষ্যের দিকে। তাই প্রকৃত অর্থে স্বাধীন হন বন্ধু।

৪| স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে যাওয়া সবচেয়ে মূল্যবান উপহার হল স্বাধীনতা।

৫| আশা করি দেশের প্রতিটি কোণায় যেন প্রকৃত অর্থে স্বাধীনতার প্রদীপ জ্বলে ওঠে। ৭৩ তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা (Independence Day Status)।

৬| স্বাধীনতা ছাড়া মানুষের জীবনের কোনও মূল্য নেই। তাই যে কোনও মূল্যে স্বাধীনতাকে রক্ষা করাই আমাদের প্রথম এবং প্রধান কাজ।

ADVERTISEMENT

৭| আমরা শান্তিতে বিশ্বাস করি। তাই আশা করি দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে বাঁচার সুযোগ পায়। স্বাধীনতা দিবসের (Independence Day Status) অনেক অভিনন্দন।

৮| ভারতীয় হিসেবে আমাদের প্রধান কাজ হল অতীতের ভুলগুলো থেকে শিখে নিয়ে দেশের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করে তোলা। চলো সেই কাজে হাতে হাত মেলানো যাক…

৯| বিনা পরিশ্রমে যেমন সাফল্য মেলে না, তেমনি রক্ত না ঝরালে স্বাধীনতা মিলতো না। তাই শত লড়াইয়ের পর পাওয়া এই স্বাধীনতাকে সম্মান জানানো আমাদের মূল কর্তব্য।

১০| স্বাধীনতা দিবসের দিন একটা শপথ নেওয়া যাক, আজ থেকে আমরা সবাই মিলে চেষ্টা করবো যাতে আমাদের দেশ সারা বিশ্বের মধ্যে সেরার সেরা তকমা পায়। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা (Status)।

ADVERTISEMENT

দেশ প্রেম নিয়ে থাকলো কিছু বিশেষ কোটস (Best Country Love Quotes)

১| দেশের প্রতি সৎ থাকুন। কিন্তু ততদিন সরকারের সমালোচোনা করে যান, যতদিন না শাসক কূল মানুষের স্বার্থে কাজ করছে।

২| দেশের উন্নতির নামে সাধারণ মানুষের হত্যা করা পাপ। এমন কাজ স্বাধীনতার পরিপন্থী।

৩| যে দেশের নাগরিক স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারেন না, সে দেশ প্রকৃত অর্থে স্বাধীন নয়।

৪| দেশকে যাঁরা মন থেকে ভালবাসেন, তাঁরাই দেশের সমালোচোনা করেন। কারণ তাঁরা চান সারা বিশ্বের মধ্যে তাঁদের দেশে সেরার তকমা পাক।

ADVERTISEMENT

৫| দেশের স্বার্থ এবং স্বাধীনতাকে যাঁরা খর্ব করতে চান, তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা প্রতিটি দেশবাসীর প্রথম এবং প্রধান কর্তব্য। সেই বিরোধী শক্তি যদি নিজের দেশের সরকারও হয়, তাহলেও লড়াই চালিয়ে যেতে হবে। কারণ স্বাধীনতার থেকে মূল্যবান আর কিছু হয় না।

৬| ভাল মানুষ হওয়া যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ ভাল দেশবাসী হয়ে ওঠা।

৭| প্রকৃত দেশবাসী সেই, যে সরকারের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে। কারণ, যে দেশকে ভালবাসে, তাঁর পক্ষে নিজের দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা সহজ কাজ নয়।

৮| হাজার প্রতিকূলতার মাঝেও যাঁরা দেশকে ভালবাসেন, তাঁদের হাতেই এই দেশের ভবিষ্যত।

ADVERTISEMENT

৯| সরকার যখন ভুল পথে চলে, তখন তাকে ঠিক পথে নিয়ে আসার জন্য লড়াই করাটাই প্রকৃত অর্থে জাতীয়তাবাদ (Country Love Quotes)।

১০| দেশের পতাকা শুধুমাত্র একটা কাপড়ের টুকরো নয়, দেশের ঐক্যের প্রতীক। তাই তিরঙ্গাকে সম্মান জানানো আমাদের প্রধান কর্তব্য।

স্বাধীনতা সংগ্রামীদের কিছু অমর উক্তি (Inspiring Quotes By India’s Freedom Fighters)

১| কোনও মতাদর্শের কারণে কারও মৃত্যু ঘটতেই পারে। কিন্তু সেই মতাদর্শের মৃত্যু ঘটে না। বরং তা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত (Inspiring Quotes) করে – নেতাজি সুভাষচন্দ্র বসু

২| দেশের স্বাধীনতার জন্য তোমার রক্ত যদি এখনও পর্যন্ত টগবগ করে না ফোটে, তাহলে জানবে, তোমার শিরা-উপশিরা দিয়ে রক্ত নয়, জল বইছে। যৌবনের মূল্য কী, যদি না তা দেশের কাজে লাগে – চন্দ্রশেখর আজাদ

ADVERTISEMENT

৩| দেশের স্বার্থে কাজ করে যাওয়াটাই প্রতিটি দেশবাসীর প্রধান কর্তব্য – জওহরলাল নেহেরু

৪| আমার শরীরে লাগা প্রতিটা আঘাত ব্রিটিশ শাসনের কফিনে এক একটা পেরেক হয়ে উঠবে – লালা লাজপত রায়

৫| মরে যাওয়ার পরেও আমার দেশপ্রেম শেষ হয়ে যাবে না। আমার কবর থেকেও দেশ প্রেমের (Country Love) সুগন্ধই মিলবে – ভগৎ সিং

৬| ভূমিকম্প না হলে মহিরুহের পতন সম্ভব নয়। তাই ব্রিটিশ রাজকে শেষ করতে সংগ্রাম চালিয়ে যেতেই হবে – মহাত্মা গান্ধী

ADVERTISEMENT

৭| আমাদের দেশ একটা গাছের মতো। যার কাণ্ড হল ‘স্বরাজ্য’, আর শাখা-প্রশাখা হল স্বদেশি এবং বয়কট – নেতাজি সুভাষ চন্দ্র বসু

৮| ভারতের সংবিধান শুধুমাত্র কিছু কাগজ নয়। এটা হল জীবনের গাড়ি, যা দেশবাসী এবং দেশকে এগিয়ে নিয়ে চলেছে – বি আর আম্বেদকর

৯| আমরা ভারতীয়। এটাই প্রথম এবং শেষ কথা – বি আর আম্বেদকর

১০| দেশের স্বাধীনতার স্বার্থে আমি যে কাজগুলি করছি, তা হয়তো অনেকের চোখে সন্ত্রাসবাদ। কিন্তু আমি সন্ত্রাসবাদী নই – মহাত্মা গান্ধী

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

এগুলোও আপনি পড়তে পারেন

প্রজাতন্ত্র দিবসে উদ্বুদ্ধ হওয়ার মতো কিছু বার্তা

ADVERTISEMENT
17 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT