ADVERTISEMENT
home / রিলেশনশিপ
রাখি বন্ধন উৎসবের জন্য বাছাই করা কোটস,শুভেচ্ছা বার্তা ও হোয়াটস অ্যাপ স্টেটাসের সম্ভার!

রাখি বন্ধন উৎসবের জন্য বাছাই করা কোটস,শুভেচ্ছা বার্তা ও হোয়াটস অ্যাপ স্টেটাসের সম্ভার!

ভাই-বোনের স্নেহের বন্ধনে বাঁধা পড়ার উৎসবের নামই হল রাখি উৎসব। রাখি পূর্ণিমার দিন এই উৎসব পালিত হয়। রাখি কথাটি মূলত এসেছে ‘রক্ষা’ থেকে। সেইজন্য হিন্দি ভাষায় একে রক্ষাবন্ধনও (Raksha Bandhan) বলা হয়। বোনেরা এই দিন ভাইয়ের হাতে একটি বিশেষ সুতো বা ধাগা বেঁধে দেয়। তার সঙ্গে থালায় থাকে প্রদীপ, চন্দন বা হলুদের বাটি, ধান দুব্বা ইত্যাদি। বড় দাদা হলে সে বোনকে আশীর্বাদ করেন। আর ছোট ভাই হলে সে দিদির পা ছুঁয়ে প্রণাম করে। তবে দুই ক্ষেত্রেই ভাই তাঁর বোন বা দিদিকে রক্ষা করার প্রতিজ্ঞা নেয়। অর্থাৎ সব রকম বিপদ থেকে ভাই তাঁর বোনকে রক্ষা করবে। উনিশ শতকের গোড়ায় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার জন্য পরস্পরের হাতে রাখি পরিয়ে দেওয়ার রেওয়াজ চালু করেছিলেন। পশ্চিমবঙ্গে স্কুল ও কলেজে এই রাখি পরিয়ে দেওয়ার প্রথা খুব জনপ্রিয়। স্কুলের ছাত্র ছাত্রীরা তাঁদের বন্ধু ও শিক্ষকদের হাতেও রাখি বেঁধে দেন। কথিত আছে যমকে তাঁর বোন যমুনা রাখি পরিয়ে দিয়েছিলেন। আবার দ্রৌপদী স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন। রাখি উৎসব পালন করার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা কোটস, শুভেচ্ছা বার্তা, মিম (Raksha Bandhan Quotes – Messages In Bengali) সহ আরও অনেক কিছু। অক্ষয় হোক ভাইবোনের সম্পর্ক।

আরো পড়ুনঃ ভাই ও বোনের জন্য সেরা রাখির উপহার

সর্বকালের সেরা রাখি কোটস (Best Rakhi Quotes of All time)

pipabella

ADVERTISEMENT

এমন কিছু কোট থাকে যা সময়ের আস্তরণেও মলিন হয় না। এগুলো আসলে সর্বকালের সেরা কিছু কোটস যা যুগ যুগ ধরে ভাইবোনের সম্পর্ক অক্ষয় রেখে এসেছে। দেখে নেওয়া যাক সেই কোটগুলি (রাখি বন্ধনের শুভেচ্ছা)।

১| একদিন জানতে পারলাম আমার নাকি একটা ছোট্ট বোন আসছে। যেদিন প্রথম তোকে কোলে নিলাম মনে হল তুই একটা ছোট্ট পরি। তোর হাতের রাখি আমি মাথায় তুলে রাখব। হ্যাপি রাখি।

২| দাদা, তুই প্লিজ রাখির আগে চলে আসিস। আই মিস ইউ। হ্যাপি রক্সা বন্ধন।

৩| এই যে অনেকদিন ধরে আমার উপর অনেক দাদাগিরি করেছিস। রাখিতে আমার পছন্দের উপহার না দিলে আমি কিন্তু চিৎকার করে কাঁদব। হ্যাপি রাখি।

ADVERTISEMENT

৪| আমার বোন আমার হৃদয়ের একটা অংশ, ও আমার জীবনের সেরা উপহার। ওর কাছ থেকে রাখি বাঁধতে পেরে আমি গর্বিত ও ধন্য।

৫| সবার জীবনেই একজন ভাল বন্ধুর প্রয়োজন হয়। এমন একজন বন্ধু যার সঙ্গে সব কিছু শেয়ার করে নেওয়া যায়। ভাই তুই আমার সেই বন্ধু। হ্যাপি রাখি।

৬| আমার ছোটবেলার সব ভাল স্মৃতিগুলো তোর সঙ্গে জড়িয়ে আছে। আজ তোর হাতে আমি রাখি পরিয়ে দিচ্ছি ঠিকই কিন্তু এই বন্ধন অনেক আগেই গড়ে উঠেছিল। রাখি উৎসবের প্নেক শুভেচ্ছা।

৭| তোকে খুব হিংসা করতাম ছোটবেলায়। মনে হত বাবা-মার ভালবাসা থেকে শুরু করে সব কিছু তুই ভাগ করে নিচ্ছিস। যেদিন তুই শ্বশুরবাড়ি চলে গেলি মনে হল সব ফাঁকা। দিদি প্লিজ রাখিটা মিস করিস না। হ্যাপি রাখি।  

ADVERTISEMENT

৮| বাবার পরেই শুধু তোমাকেই জীবনে সবচেয়ে বেশি ট্রাস্ট করেছি দাদাভাই। তোমায় রাখি বাঁধতে ভুলে গেছি এরকম কোনও বছর হয়নি। এবারেও হবে না। হ্যাপি রাখি।

৯| তোকে তো দিদি বলেই জানতাম, একদিন তুই আমার মা হয়ে উঠলি। এখন তোম আমার ঠাকুমা হয়ে গেছিস। কিন্তু তাই বলে রাখির উপহারটা দিতে ভুলে যাস না প্লিজ।

১০| তুই হচ্ছিস আমার পার্টনার ইন ক্রাইম। হ্যাপি রাখি দাদা (Happy Raksha Bandhan)।

আরো পড়ুনঃ বন্ধু দিবসের শুভেচ্ছা ও এস এম এস

ADVERTISEMENT

বড় ভাইয়ের জন্য রাখির কোটস (Raksha Bandhan Quotes for Brother)

বড় দাদার আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। বাড়িতে বাবার পরেই তাঁর স্থান। তাই তাঁর জন্য কয়েকটি বাছাই করা কোটস।

১| ভাই বোনের এই মধুর সম্পর্ক সবচেয়ে আলাদা। এ যে ভালবাসার বন্ধন দাদাভাই। কখনও টক আবার কখনও মিষ্টি।

২| দাদা আমরা একসঙ্গে বড় হয়ে উঠেছি। কখনও হেসেছি কখনও কেঁদেছি। কখনও ঝগড়া করেছি আবার কখনও ভাব করেছি। এই সব স্মৃতিই তো সম্পদ। হ্যাপি রাখি।

৩| যখনই বিপদে পড়েছি তোকে পাশে পেয়েছি দাদা। তুই আমার মুশকিল আসান। রাখির জন্য অনেক শুভেচ্ছা।

ADVERTISEMENT

৪| তুমি আমার জন্য যা করেছো দাদা তার ঋণ এ জীবনে শোধ করতে পারব না। শুধু রাখি বাঁধার সুযোগটা ছাড়তে চাই না।

৫| দাদা, এখন হয়তো আমরা অন্য শহরে থাকি। দু’জনেই নিজেদের জীবন নিয়ে ব্যাস্ত। তবে রাখির দিনে তোকে খুব মিস করি। পারলে এবার অন্তত আসিস। হ্যাপি রাখি।

৬| বাবাকে সেই কোন ছোটবেলায় হারিয়ে ফেলেছি। তারপর থেকে বাবার ভূমিকা তুমিই পালন করেছ দাদা। এই রাখি তোমার হাতে বেঁধে আমি ধন্য।

৭| আমার দাদা যেন সব সময় সুস্থ আর ভাল থাকে। তাঁর জীবনে যেন আনন্দের অভাব না হয়। হ্যাপি রাখি দাদা।

ADVERTISEMENT

৮| বড় দাদা হয়ে অনেক বকেছিস, অনেকবার কান মুলে দিয়েছিস। তখন খারাপ লাগত। এখন বুঝতে পারি, যা করেছিস ভালর জন্য করেছিস। রাখির অনেক শুভেচ্ছা।

৯| কোনও ভুল করলেই ভরসা পেতাম যে বাড়িতে দাদা আছে। এখনও কোনও বিপদে পড়লে সবার আগে তোর কথাই মাথায় আসে। হ্যাপি রাখি দাদাভাই।

১০| তুই মাথার উপর আছিস বলেই এখনও কোনও কিছুতে ভয় পাই না। তুই মাথার উপর আছিস বলেই নিশ্চিন্তে ঘুমোতে পারি। রাখির উৎসব যেন সার্থক হয় দাদা।

আরো পড়ুনঃ জন্মাষ্টমী ও ঝুলন যাত্রার ইতিবৃত্তান্ত (Janmashtami & Jhulan Jatra)

ADVERTISEMENT

ছোট ভাইয়ের জন্য রাখি কোটস (Rakhi Wishes for Younger Brother)

paramount trading corporation

ছোট ভাই দিদি ও বোনেদের কাছে খুব স্নেহের। ছোট্ট ভাইয়ের সঙ্গে জড়িয়ে থাকে অনেক ছেলেবেলার স্মৃতি, অনেক মধুর আমেজ। রইল ছোট ভাইকে পাঠানোর মতো কয়েকটি কোটস (Rakhi Bandhan In Bengali)।

১| ভাইয়া, ছোট্ট ভাইয়া আমার। তোর জন্য খুব মন খারাপ লাগছে। হ্যাপি রাখি।

ADVERTISEMENT

২| ছোটবেলায় তুই বলতিস আমায় কেউ বিরক্ত করলে তুই সুপারম্যান হয়ে তাকে ঢিসুম ঢিসুম মেরে দিবি।রাখির দিনটা যেন আমার সুপারম্যান না ভোলে।  

৩| একসময় আমরা এত ঝগড়া করতাম যে আমাদের সবাই ইঁদুর বেড়াল বলত। সেই ঝগড়ার দিনগুলো খুব মিস করি ভাই। রাখির দিন সব পুষিয়ে নেব। হ্যাপি রাখি।

৪| তোর সব দুষ্টুমিগুলোর কথা মনে পড়লে খুব হাসি পায় এখন। হ্যাপি রাখি ভাই।

৫| তুই আমার ব্রাদার নয় তুই আমার সুপারব্রাদার! খুব ভালবাসি তোকে। হ্যাপি রাখি।

ADVERTISEMENT

৬| এক আকাশ ভর্তি চাঁদ আর তারা তোর জন্য ভাই। ভাল থাকিস। হ্যাপি রাখি।

৭| এই বিশ্বের সবচেয়ে সেরা ভাইয়ের জন্য রাখির অনেক শুভেচ্ছা।

৮| আমার সবচেয়ে ভাল বন্ধু আর সবচেয়ে বড় শত্রুকে রাখির অনেক শুভেচ্ছা।

৯| তুই আমার জীবনে সবচেয়ে দামী আর সবচেয়ে সেরা উপহার ভাই। হ্যাপি রাখি।

ADVERTISEMENT

১০| ছোটবেলার স্মৃতি তো মনের মণিকোঠায় জমেই আছে, আমি চাই আরও মধুর স্মৃতি গড়ে উঠুক রাখিকে ঘিরে। রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা।

ভাই-বোনের সেরা কোটস (Cute Brother Sister Quotes)

siroyajewel

এই পৃথিবীতে সবচেয়ে মিষ্টি মধুর সম্পর্ক হল ভাই-বোনের সম্পর্ক। কত না স্মৃতি, কত না চোখের জল আর মুখের হাসি মিশে থাকে এই সম্পর্কে। ভাই-বোনের সম্পর্কের সেরা কয়েকটি কোটস (Raksha Bandhan Quotes) রইল আপনাদের জন্য।

ADVERTISEMENT

১| আমাদের এই ভাইবোনের মধুর সম্পর্ককে কোনও কিছু নষ্ট করতে পারবে না। এই বন্ধন অটুট।

২| চল বোন সব্বাইকে বলে দিই যে ‘ইয়ে ফেভিকল কা মজবুত জোড় হ্যায়, টুটেগা নেহি!’ হ্যাপি রাখি।

৩| জীবনে যা যা বাধা আসবে দু’জনে মিলে একসঙ্গে তার মোকাবিলা করব। সব বাধা কেটে যাবে।

৪| আমরা পরস্পরকে ভালবাসি, শ্রদ্ধা ও সম্মান করি। সম্পর্কের এই তো কোমল রূপ। এটা যেন বজায় থাকে।

ADVERTISEMENT

৫| বিয়ে হলে বোনেরা হয়তো ভাইয়ের থেকে আলাদা হয়ে যায় কিন্তু ভালবাসা তাঁদের সবসময় একসঙ্গে জুড়ে রাখে।

৬| ভাই বোনের সম্পর্ক চাঁদের আলোর মতো স্নিগ্ধ আর মধুর। এই সম্পর্ক স্বর্গের মতো সুন্দর।

৭| যতই লড়াই ঝগড়া হোক, শেষে ঠিক ভাব হয়ে যায়। ভাই বোনের সম্পর্ক এরকমই (Happy Raksha Bandhan)।

৮| কখনও কখনও মনে হতেই পারে মা বোধহয় ওকেই বেশি ভালবাসে আমাকে নয়। তবে এটা ভুল ধারণা। মায়ের ভালবাসা দুজনের জন্যই এক।  

ADVERTISEMENT

৯| তোকে আমার খেলনাগুলো সব দিয়ে দেব। কিন্তু আমার সঙ্গে ঝগড়া করিস না প্লিজ। আমি তোর সঙ্গে কথা না বলে থাকতে পারিনা।

১০| তুই হাতের উপর হাত রাখলেই ভরসা পাই। মনে হয় আর কেউ না ঠাক আমার ভাই তো আছেই। হ্যাপি রাখি (রাখি বন্ধনের শুভেচ্ছা)।

বড় দিদির জন্য ভাইয়ের তরফ থেকে সেরা রাখির কোটস (Lovely Rakhi Quotes To Wish Your Elder Sister)

tvakbyanujavakil

ADVERTISEMENT

পরিবারে যেমন বাবার পড়ে বড় দাদার স্থান ঠিক তেমনি মায়ের পরেই বড় দিদির স্থান। দিদির জন্য কয়েকটি সেরা রাখি কোটস (Rakhi Wishes In Bengali)।

১| দিদি তুই আমার মা। তাই বলে বেশি বকবিনা। নইলে কিন্তু রাখি বাঁধব না।

২| কে তোকে বলেছে রে আমি মোটা হয়ে গেছি? তুই মোটা! তোর ভাই মোটা! হেহে আরে সেটা তো আমিই! একটু মিষ্টি খেতে দিস রাখির দিন প্লিজ!

৩| দিদি আমার সোনার টুকরো। তাঁর কাছ তেহকে রাখি পরব না তা কি সম্ভব? হ্যাপি রাখি।

ADVERTISEMENT

৪| সবচেয়ে ভাল রান্নাগুলো করে রাখিস তবেই রাখি পরতে আসব কিন্তু!

৫| দিদির চেয়ে ভাল বন্ধু কি আর আছে এই জগতে? এই বন্ধন যে বন্ধুত্বেরও তাই না?

৬| আমার কিন্তু একটা মোবাইল চাই এবার। আমি জানিনা। চাই মানে চাই। হ্যাপি রাখি। নইলে ফোন করব না যা!

৭| পয়সা দিয়ে কেনা রাখির চেয়ে তোর নিজের হাতে তৈরি করা রাখির দাম লাখ টাকার সমান। হ্যাপি রাখি।

ADVERTISEMENT

৮) তুই মাত্র এক বছরের বড় তাই তোর খবরদারি মানতে আমার বয়েই গেছে। হ্যাপি রাখি।

৯| এবার যদি ওই বিকট ইতালিয়ান রান্নাটা রাঁধিস না জন্মের মতো আড়ি করে দেব! হ্যাপি রাখি।

১০| দিদি তুই আমায় কখনও ভুল বুঝিসনা। না বুঝে তোকে কষ্ট দিলে আমায় ক্ষমা করে দিস। হ্যাপি রাখি।

ছোট বোনের জন্য দাদার তরফ থেকে সেরা রাখির কোটস (Raksha Bandhan Wishes for Younger Sister)

ADVERTISEMENT

stylish gifts

ছোট হল বাড়ির গিন্নি। তাঁর আবদার সবার কাছে। তাঁর আদর বাড়িতে সবার চেয়ে বেশি। সেরকমই কয়েকটি কোটস (Raksha Bandhan Quotes) রইল ছোট বোনের জন্য।

১| অনেকদিন ধরে ভাবতাম কবে তোর বিয়ে হবে আর আমি তোর ঘরটা দখল নেব! এখন ঘরটা ওরকমই আছে। রাখি পরাতে আসবি তো?

২| তুই এখনও যা ঝগড়া করিস বাবা রে! না না রাখি আমি পরবই। ডোন্ট ওয়ারি।

ADVERTISEMENT

৩| মা তো তোকে আমার পিছনে গোয়েন্দা বানিয়ে ছেড়ে দিয়েছে জানি আমি! বাট স্টিল হ্যাপি রাখি।

৪| রাখি রাখি রাখি! তোর দুষ্টুমিগুলো কোথায় রাখি? হাহাহা! হ্যাপি রক্ষা বন্ধন।

৫| আমায় যদি ঠিক করে রাখি না পরাস তাহলে তোর বয়ফ্রেন্ডের নামগুলো সব বাবাকে বোলে দেব!

৬| বাবা বলেছে এবারের রাখিটা হয়ে গেলেই তোর বিয়ে দিয়ে দেবে! বাঁচা গেল বাবা! এই বিয়ের পর আমায় ভুলে যাবি না তো বোনটি?

ADVERTISEMENT

৭| সেই কোন সাত সমুদ্দুর পার করে বিয়ে করে চলে গেলি? এখনও হুলো বেড়াল বললে ভয় পাস নাকি? এবার আসবি আমায় রাখি পরাতে?

৮| আর কত পড়াশোনা করবি? বুড়ি হয়ে গেলি তো! হোস্টেল থেকে দু’দিনের ছুটি নিয়ে চলে আয়। রাখি যে!

৯| পৃথিবীর সবচেয়ে দুষ্টু, সবচেয়ে ঝগড়ুটে আর সবচেয়ে মিষ্টি বোনের জন্য রাখির অনেক শুভেচ্ছা।

১০| বাবা তোকে বলেন ছোট গিন্নি। আর আমি বললি পাকা বুড়ি। রাখিতে কী নিবি রে বোন?

ADVERTISEMENT

আবেগে ভরা রাখির কোটস (Emotional Rakhi Messages)

collection yashika

রাখির এই আনন্দের উৎসব পূর্ণ থাকে আবেগে। দিদি ও বোনেরা তাঁদের ভাই ও দাদাদের সেদিন কাছে পেতে চায়। আবার ভাই ও দাদারাও চায় দিদি বা বোনের হাত থেকে মিষ্টিমুখ করতে। রইল কিছু আবেগপূর্ণ রাখি বন্ধনের শুভেচ্ছা।

১| সাগরের জল যেমন ফুরোয় না, চাঁদের আলো যেমন কম হয় না, সেরকমই ভাই বোনের সম্পর্ক চিরকালের মতো চিরনবীন হয়ে থাকে।

ADVERTISEMENT

২| একসাথে বড় হওয়া, একসাথে কত কিছু ভাগ করে নেওয়া। সেসব দিন কি আর ভোলা যায়। হ্যাপি রাখি।

৩| আজকের এই দিনটা খুব স্পেশ্যাল। আজ যখন তোমার হাতে রাখি বেঁধে দেব, মনে হবে আমি একা নই, আমার পাশে তুমি আছ। হ্যাপি রাখি।

৪| কেন যে এই দিনটা বারবার আসে না! বছরে শুধু একবারই আসে। কিন্তু আমার মনে হয় প্রতিদিন তোকে এই রাখি পরিয়ে দিই। হ্যাপি রাখি।

৫| আমার জীবনের নিশ্চিন্ত আশ্রয় তুই। তোর উপর ভরসা রেখেই এগিয়ে চলেছি। হ্যাপি রাখি।

ADVERTISEMENT

৬| ছোটবেলা থেকে তোমার হাতে রাখি পরিয়ে দিচ্ছি। আজ তুমি দূরে আছো তো কী হয়েছে? আজও আমি তোমায় সমান ভালবাসি।

৭| আমার বোনটা দেখতে দেখতে এত বড় হয়ে গেল। নিজে নিজে আমার গিফট কিনে এনেছে! ভাবাই যায় না। হ্যাপি রাখি।  

৮| তুমি আমার কাছে কতটা সেটা বোলে বোঝাতে পারব না। এই রাখি দিয়েই শ্রদ্ধা জানাই।

৯| আজ আমার অন্তরের ভালবাসা দিয়ে এই রাখি তোমার হাতে পরিয়ে দিলাম। আশা রাখি এর সম্মান তুমি রাখবে।

ADVERTISEMENT

১০| দাদা, তোর সব স্বপ্ন সফল হোক এই কামনাই করি। তুই যেন জীবনে সব আনন্দ আর খুশি পাস। হ্যাপি রাখি।

রাখির সেরা মিম (Best Rakhi Memes)

ভাই-বোনের সম্পর্ক সব সময় সিরিয়াস হলে কি আর ভাল লাগে? তাই মাঝে-মধ্যে একটু-আধটু হাসিঠাট্টা করা উচিত। সেই জন্য কয়েকটা বাছাই করা মিম নিয়ে এসেছি আপনাদের জন্য।

msn.com

ADVERTISEMENT

১| কী কাণ্ড বলুন দেখি, বলছে আমায় মেরেই ফেলবে!

msn.com

২| কিস্যু বলার নেই। যা-তা ব্যাপার!

ADVERTISEMENT

msn.com

৩| পেটুক কোথাকার। সব খেয়ে নিল।

ADVERTISEMENT

lifestyle

৪| রাখির দিন সব ছেলেদের গল্প!

latestly

ADVERTISEMENT

৫| শোলের ঠাকুরসাহেব রাখিই বাঁধলেন না কোনওদিন।

latestly

৬| কেমন দিলাম!

ADVERTISEMENT

latestly

৭| হে, হে! মা আমার দলে!

ADVERTISEMENT

popxo

৮| এই কী চাই রে তোর?

popxo

ADVERTISEMENT

৯| আমি আর কী বলব বল, তোর ফোনের বিলই সব বলে দিয়েছে!

popxo

১০| এটা কিন্তু ঠিক নয়! কী বলেন আপনারা?

ADVERTISEMENT

তারকাদের নিজের ভাই ও বোনের সঙ্গে ছবি (Celebrities With Their Siblings)

বলিউড ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই আছেন, যাঁরা নিজের ভাই-বোনকে খুব ভালবাসেন। এঁদের মধ্যে অনেক জুটিই আবার দু’জনেই ফেমাস।

 

perniaspopupshop

ADVERTISEMENT

শ্বেতা বচ্চনের সঙ্গে অভিষেক বচ্চন। দিদিকে চোখে হারান অভিষেক।

Instagram

ভাইয়ের সঙ্গে খুনসুটিতে মাতেন নেহা কক্কর। ভাই টোনিও সুগায়ক।

ADVERTISEMENT

youtube

বোন পল্লবীর কাছ থেকে ভাইফোঁটা না নিয়ে ছাড়েন না প্রসেনজিত।

ADVERTISEMENT

hindilyrics

জোয়া আখতার ও ফারহান আখতার, দুই গুণী ভাই-বোন।

instagram

ADVERTISEMENT

ভাইয়ের বিয়েতে আনন্দে আত্মহারা সুস্মিতা সেন।

DNA India

ভাইকে এখনও চোখে চোখে রাখেন প্রিয়ঙ্কা চোপড়া।

ADVERTISEMENT

hungryboo

প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনও ভাই আদিত্য রাই বলতে অজ্ঞান!

ADVERTISEMENT

youtube

ঘটা করে বোনের বিয়ে দিয়েছেন দেব।

starglamour

ADVERTISEMENT

ঋদ্ধিমা আর রণবীর কপূর যেন হরিহর আত্মা!

instagram

সময় পেলেই ছুটি কাটাতে বেরিয়ে পড়েন সারা আলি খান ও ভাই ইব্রাহিম।  

ADVERTISEMENT

এসএমএসে পাঠানোর জন্য সেরা রাখির কোটস (Raksha Bandhan SMS)

কাজকর্ম নিয়ে ব্যাস্ত আছেন? ভাইয়ের কাছে বা বোনের কাছে রাখি পরতে যাওয়ার সময় নেই? ঝটপট এই রাখি এসএমএসগুলো পাঠিয়ে দিন।

১| বেশ বেশ বেশ/ রাখির দিনে ভাইকে পাঠাই স্নেহের এসএমএস। সারা জীবন থাকে যেন ভালবাসার রেশ।

২| হাতের রাখি মাথায় রাখি/ বোনের দেওয়া স্মৃতি/ সারা জীবন গাইতে থাকি এই মিলনের গীতি। হ্যাপি রাখি।

৩| ভাইয়া মেরে রাখি কে বন্ধন তো নিভানা

ADVERTISEMENT

৪| বহনা নে ভাই কি কলাই পে প্যার বাঁধা হ্যায়

৫| মেরি প্যারি বহনিয়া/ বানি হ্যায় দুলহানিয়া। তার মানে এই নয় যে সে আমায় ভুলে যাবে। হ্যাপি রাখি।

৬| এমন বন্ধু আর কে আছে? তোমার মতো সিস্টার!

৭| তুই আমার ছোট বোন/ বড় আদরের ছোট বোন। ভাল থাকিস। হ্যাপি রাখি।  

ADVERTISEMENT

৮| মেরে ভাইয়া/ মেরে চন্দা/ মেরে আনমোল রতন। হ্যাপি রাখি।

৯| তোমায় ছাড়া এই রাখির উতসব একেবারেই বর্ণহীন আর পানসে। তোমায় রাখি না পরিয়ে আমার শান্তি নেই। হ্যাপি রাখি।

১০| রাখির এই সুতো আমাদের ভালবাসার এই বন্ধন আরও মজবুত করবে। হ্যাপি রাখি।

হোয়াটসঅ্যাপ স্টেটাস দেওয়ার মতো সেরা রাখির কোটস (Raksha Bandhan Status for Whatsapp)

ADVERTISEMENT

anayetafashion

অনেক ভাই বোন আছেন যারা কর্মসূত্রে আলাদা শহরে বা আলাদা দেশে থাকেন। মুখোমুখি হয়ে রাখি পরানোর সুযোগ হয়তো তাঁদের হয় না। তাই তাঁদের জন্য রইল হোয়াটসঅ্যাপে পাঠানোর মতো কয়েকটি কোটস (Raksha Bandhan Quotes)।

১| ভাই বোনের সম্পর্ক হল একটা টাইপরাইটারের মতো। যেটাতে স্নেহের স্পর্শ লাগলেই সেটা পিয়ানোর মতো বাজতে শুরু করে।

২| রিস্তা হ্যায় জন্মো কা হমারা/ ভরোসা কা অউর প্যার ভরা/ চলো ইসে বাঁধদে ভাইয়া রাখি কে বন্ধন সে।

ADVERTISEMENT

৩| ছোট্ট আমার বোন/ মনের কথা শোন/ আসব আমি রাখির দিনে/ করিস টেলিফোন।

৪| এই যে পাকা বুড়ি/ ছদ্মবেশে এল নাকি একটা ছোট পরি। হ্যাপি রাখি।

৫| একটা মেঠাই ভাগ করে খাই একটু আধা আধা/ সবার থেকে প্রিয় হল আমার বড় দাদা। হ্যাপি রাখি। খুব ভাল থাকিস।

৬| ভাই বোনের এই সম্পর্ক যেন চাঁদের আলো/ সবার মধ্যে ভাব থাকুক/ সবাই থাকুক ভাল। হ্যাপি রাখি। অনেক শুভেচ্ছা।

ADVERTISEMENT

৭| ফুলো কা তারোঁ কা সব কা কহনা হ্যায়/ এক হাজারোঁ মেঁ মেরি বহনা হ্যায়। রাখির অনেক ভালবাসা বোন।

৮| ফুলের মতো মিষ্টি আমার বোনকে রাখির অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা।

৯| আমরা দু’বোন ভাই/ ভালবাসায় সারা জীবন ঘিরে থাকতে চাই। এই রাখির বন্ধন যেন সুদৃঢ় হয় চির জীবনের মতো। হ্যাপি রাখি।  

১০| রাখি নিয়ে এল খুশির জোয়ার। নিয়ে এল আলো, হাসি আর গান। এই স্নেহের বন্ধন অটুট হোক। হ্যাপি রাখি।

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

12 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT