ADVERTISEMENT
home / Dating
সঙ্গীকে দুষ্টু-মিষ্টি এই মেসেজগুলো পাঠিয়েই দেখুন না কী হয়! (Long Distance Relationship)

সঙ্গীকে দুষ্টু-মিষ্টি এই মেসেজগুলো পাঠিয়েই দেখুন না কী হয়! (Long Distance Relationship)

অনেক কাপলই কিন্তু নানা কারণে long distance relationship-এ থাকেন। কেউ পড়াশোনার জন্য আবার কেউ বা পেশার খাতিরে। কিন্তু তা বলে কি তাঁদের মধ্যে প্রেম বা ভালবাসা কমে যায়? মাঝেমধ্যে একটু ঝুট-ঝামেলা হলেও কিন্তু মিষ্টি মিষ্টি আর দুষ্টুমিতে ভরা কিছু মেসেজ করে প্রেমের বার্তা দিয়ে সে’সব অভিমানের পাহাড় টলানোই যায়! ৬০টি  সেরা দুষ্টু-মিষ্টি মেসেজের (dirty talk message) সঙ্কলন রইল সে সব জোড়াদের জন্য যারা রয়েছেন long distance relationship-এ। 

১৫টি মিষ্টি মেসেজ যা আপনি আপনার সঙ্গীকে পাঠাতে পারেন

সক্কাল সক্কাল হোক বা সন্ধেবেলা বা রাতে – যখনই হোক, সঙ্গীকে তো মেসেজ করাই যায়; আর সেই মেসেজে যদি মিষ্টি একটা ব্যপার থাকে তাহলে আপনার সঙ্গী যে খুবই আনন্দিত হবেন সে কথা নিশ্চয়ই আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই! দেখে নিন ১৫টি মিষ্টি মেসেজ জার মধ্যে কিন্তু দুষ্টুমিও লুকিয়ে রয়েছে

১। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছি যেদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেই তোমাকে দেখব, বালিশের বদলে তোমার হাতের উপর শোবো! কবে যে আসবে সেই দিনটা… যাই হোক, পৃথিবীর এই প্রান্ত থেকে আমার পৃথিবীকে শুভ সকাল

২। আমরা যদিও হাজার হাজার মাইল দূরে… একে অপরকে রোজ দেখতে পাই না… ছুঁতে পারি না… তবুও আমার মনের মধ্যে শুধু তুমিই আছ, কারণ রোজ রাতে স্বপ্নে আমি তোমাকেই দেখতে পাই

ADVERTISEMENT

৩। সারাক্ষণ একসঙ্গে থাকলেই কি ভালবাসা সত্যি হয়? আমার কাছে কিন্তু সত্যিকারের ভালবাসার সংজ্ঞাটাই অন্যরকম! একে অপরের থেকে দূরে থেকেও যখন সবই আগের মতো মিষ্টি থাকে সেটাই আমার কাছে সত্যিকারের ভালবাসা… তুমি যেমন, তেমনই থেকো… সেভাবেই তোমাকে ভালবাসি

৪। তোমার সঙ্গে রোজ কথা হয়… রোজ তোমাকে আমি টেক্সট করি, হোয়াটসঅ্যাপ করি, ইমেলও করি… কিন্তু বিশ্বাস করো, আমি এবার ক্লান্ত! কোনও কিছুই তোমাকে মিস করা থেকে আমাকে আটকাতে পারছে না… কবে আসবে তুমি?

৫। জানি, কেউ বলেনি যে দূরে থেকে ভালবাসাটা সহজ… কিন্তু কেউ এটাও বলেনি যে ব্যাপারটা এতটাই বেশি কঠিন! হয় তুমি ফিরে এস, না হলে আমাকে তোমার কাছে নিয়ে যাও… প্লিজ

৬। তোমাকে একটিবার দেখার জন্য মনটা ছটফট করছে… একবার তোমার মুখে আমার নাম শোনার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি… আরও একবার তোমাকে ছুঁতে চাই… অনুভব করতে চাই…

ADVERTISEMENT

৭। যখন কেউ মনের মধ্যে বাসা বাঁধে, তখন যে-কোনও দুরত্বই খুব ছোট মনে হয়… জানি আমাদের মধ্যে ভৌগলিক দুরত্ব অনেক, কিন্তু মনের দুরত্ব কি আছে?

৮। সবাই কোনও বিশেষ পার্বণের জন্য দিন গোনে… আর আমি দিন গুনি তোমার ফেরার অপেক্ষায়! আর ১৮৮ দিন পর তোমার সঙ্গে আমার দেখা হবে… দিনগুলো যেন কাটতেই চায়না

৯। বড়দিনে এবারে আমি সান্টাকে বলব, তোমাকে যেন গিফট র‍্যাপ করে সোজা আমার কাছে এনে দেয়! হুম, একটা মিষ্টি লেস লাগানো বো-ও লাগিয়ে দিতে পারে

১০। আমি আমার বিছানায়, তুমি তোমার বিছানায়… আমাদের মধ্যে যে-কোনও একজন তো অবশ্যই ভুল জায়গায় রয়েছি/ছে

ADVERTISEMENT

১১। জানি, দূরে থাকতে কষ্ট হয়… দূর থেকে ভালবাসা এতটাও সহজ নয়… কিন্তু তোমার জন্য অপেক্ষা করতে আমার খারাপ লাগে না…

১২। আমার মনের প্রতিটা কোনা তোমাকে মিস করছে… আমার শরীরের প্রতিটা রোমকূপ তোমাকে চাইছে… আমার হৃদয়ের প্রতিটা স্পন্দন তোমার জন্যই ধুকপুক করছে… আমি তোমাকে খুব মিস করছি…

১৩। আমার পৃথিবীটা তোমাকে ছাড়া বে-রঙ হয়ে গেছে… তুমি তাড়াতাড়ি ফিরে আবার তাকে রঙিন করে দাও

১৪। আপনাকে এই মেসেজটি পাঠানোর উদ্দেশ্য, যাতে আপনি অবগত হন যে আপনার প্রেমিকা আপনার থেকে আর দূরে থাকতে পারছেন না এবং এই দুরত্ব তার শরীর ও মনে খুবই খারাপ একটি প্রভাব ফেলছে। এর প্রতিকার দু’ভাবে আপনি, হ্যাঁ, শুধু আপনিই করতে পারেন; হয় আপনি নিজে স্বশরীরে উপস্থিত হন অথবা স্কাইপে একবার তাকে ভিডিও কল করুন! সত্ত্বর!!!

ADVERTISEMENT

১৫। এই যে আমি ক্যাবলার মত হাসি, তার কারণ কিন্তু তুমিই!

১৫টি রোম্যান্টিক মেসেজ যা আপনি আপনার সঙ্গীকে পাঠাতে পারেন

যেখানে প্রেম, সেখানে রোমান্স থাকবেই! কী বলছেন, আপনার সঙ্গী একটুও রোম্যান্টিক নন? হতেই পারে না… হয়ত তিনি মুখ ফুটে কিছু বলতে পারেন না… তা শুরুটা নাহয় আপনিই করুন। রইল ১৫ খানা রোম্যান্টিক মেসেজ যা আপনি নিজের সঙ্গীকে পাঠালে তাঁর মনেও প্রেমের ঝড় উঠবেই

১৬। রোজ রোজ ইমোজিতে চুমু দিতে কি ভাল লাগে? হায় রে! যদি তোমাকে সামনে পেতাম তাহলে সত্যি সত্যি কপালে একটা চুমু দিতাম…

১৭। তুমি ভীষণ সেক্সি। তুমি খুব হট। তুমি খুব মজা করতে পারো! উফ তুমি একদম দারুণ!!! আর ঠিক কত প্রশংসা পেলে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে একটু বলবে?

ADVERTISEMENT

১৮। শুভ রাত্রি সোনা… স্বপ্নে দেখা হবে… বাস্তবে যে কবে হবে!

১৯। Long Distance Relationship না সিনেমাতে দেখতে খুব ভাল লাগে, কিন্তু বাস্তবে যে তা কত কঠিন আমি হাড়ে হাড়ে বুঝছি… তোমার থেকে দূরে থাকতে আমার ভাল লাগে না… সারাক্ষণ তোমাকে মিস করি… তুমি কি আদৌ বোঝো???

শাটারস্টক

ADVERTISEMENT

২০। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে এবার… কিন্তু আমি তোমার পাশে তোমাকে জড়িয়ে ঘুমোতে চাই… এখনই!

২১। তুমি হয়ত আমার পাশে নেই, কিন্তু আমি জানি তুমি সব সময়ে আমার সঙ্গে আছো… আমার শরীরে, মনে, আত্মায়…

২২। ঘড়িটা যখন টিকটিক করে সময় জানান দেয়, আমি শুধু ভাবি তোমার আর আমার দেখা হওয়ার সময় কাছে আসছে

২৩। তোমার হাতের ছোঁয়া, তোমার শরীরের গন্ধ, তোমার চোখের চাউনি – কোনওটাই আমি ভুলতে পারিনি… হয়তো পারবোও না যতদিন না আবার নতুন করে পাচ্ছি

ADVERTISEMENT

২৪। তোমাকে ‘মিস’ করার বদলে ‘কিস’ করতে পারলে সেটা বেশ ভাল হত

 

https://bangla.popxo.com/article/how-to-practice-mindful-sex-in-bengali

২৫। আমি আমার জায়গায়… তুমি তোমার জায়গায়… কিন্তু আমার মনের মধ্যে শুধুই তুমি… মাঝেমাঝে যখন তোমার বলা কোনও কথা মনে পড়ে বা তোমার সঙ্গে কাটানো কোনও মুহূর্ত মনে পড়ে, নিজের অজান্তেই হেসে ফেলি… অফিসে বোধয় আমি নতুন পাগলী!

২৬। আমি তোমাকে শুধু মিস করি না… আমার প্রাণ কাঁদে তোমার জন্য! হয়ত তোমারও একই অবস্থা… এই পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবো???

ADVERTISEMENT

২৭। এই যে তোমার আর আমার মধ্যে এত দেশ-কালের তফাৎ, এটা তো শুধুই একটা পরীক্ষা বলো? আমরা দুজনেই একটা পরীক্ষা দিচ্ছি… এতো দুরত্ব থাকা সত্ত্বেও আমাদের সম্পর্কটা যাতে ঠিক থাকে… প্রেমটা যাতে না কমে… ভালবাসাটা যাতে অটুট থাকে…

২৮। পৃথিবীর সব প্রেমের গল্পই স্পেশ্যাল… কিন্তু আমাদেরটা আমার সবচেয়ে প্রিয়

২৯। আমি বর্তমানে এমন একজনকে ভালবাসি, যে আমার ভবিষ্যৎ! 😉

৩০। দুরত্ব শুধুমাত্র আমাদের শরীর আলাদা করতে পেরেছে, মন না!

ADVERTISEMENT

১৫টি ফ্লারটি মেসেজ যা আপনি আপনার সঙ্গীকে পাঠাতে পারেন

আরে! Long Distance Relationship-এ রয়েছেন বলে কি একটু ফ্লার্ট করতে পারবেন না? এবাবা, না না প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার সঙ্গীর সঙ্গেই আপনাকে একটু দুষ্টুমি করতে বলছি। রইল ১৫টি দুষ্টুমিতে ভরা মেসেজ যা আপনার সঙ্গীকে আপনি পাঠাতে পারেন মনের দুরত্ব ঘোচাতে!

৩১। ইউ আর হট!

৩২। জানো আমার না শীত শীত করছে। মনে হয় জ্বর আসবে… কিন্তু এ জ্বরের ওষুধ শুধু তোমার কাছে রয়েছে… একটা উষ্ণ আলিঙ্গন!

৩৩। তোমার কাছে সবটা আছে যা যা আমি চেয়েছি। বুঝতে পারছ আমি কী বলছি? 😉

ADVERTISEMENT

৩৪। ভাল যদি বাসো… তবে ছুটে চলে এসো

৩৫। আমাকে একটা ভাল ব্যাঙ্কের নাম বলতে পারো? আসলে আমি ভাবছি আমার সব ভালবাসা সেখানেই সেভ করব যতদিন না তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।

৩৬। তোমাকে ছাড়া এই জীবনের কোনও অর্থ নেই। তাই হাতটা কখনও ছেড়ো না সোনা। অনেক-অনেক ভালবাসা…

৩৭। আমি তো দূরে থেকেও দূরে নেই সোনা। তোমার ভালবাসা আমায় বেঁধে রেখেছে। এই ভালবাসা আর বিশ্বাসই তো হাজার মাইলের দূরত্বকে নিমেষে ঘুঁচিয়ে দিয়েছে। খুব মিস করছি তোমায়। তুমিও নিশ্চয়ই আমার কথাই ভাবছ?

ADVERTISEMENT

 

https://bangla.popxo.com/article/40-birthday-wishes-for-mom-dad-wife-husband-children-in-bengali

৩৮। আমার উপর রাগ করেছ সোনা? সরি, ভুল করে ফেলেছি। চলো না দু’জনে মিলে আমাদের প্রেমের গল্পটাকে আরও একটু পরিপাটি করে লিখি!

৩৯। আকাশ যতটা ভালবাসে তারাদের, জোনাকি যতটা অন্ধকারকে, ততটাই গভীর আমার ভালবাসা, যে ভালবাসা শুধু তোমার জন্য।

৪০। যখন তুমি দূরে, তখন শুধু তোমার কথাই মনে পড়ে। আর যখন কাছে আসো, তখন কথারা সব হারিয়ে যায়! বলতে পারি না কতটা ভালবাসি তোমায়!

ADVERTISEMENT

৪১। অনুভবে তোমায় চাই, অনুরাগে তোমায় চাই, বাস্তবে যখন নয়, তখন কল্পানায় তোমায় চাই!

৪২। কথা দিচ্ছি না যে তোমার সঙ্গে ঝগড়া করব না। কথা দিচ্ছি না যে, ভুল বোঝাবুঝি হবে না কখনও। কিন্তু একটা কথা দিচ্ছি তোমায়, যত দিন বাঁচব, পাগলের মতো শুধু ভালবেসে যাবো তোমায়।

৪৩। সকালের অপেক্ষায় আছি। কারণ, রাতটুকুও যে তোমায় ছাড়া থাকতে পারি না। গুড নাইট মাই লাভ…!

৪৪। কেউ বলেছিল, ঘুমনোর আগের ভাবনা নাকি সব সময় সত্যি হয়। তাই তো ঘুমনোর আগে প্রতিদিন আমি তোমাকে নিয়ে, আমাদের ভালাবাসাকে নিয়ে ভাবি। জানি, একদিন না-একদিন আমরা এক হবই। গুড নাইট। আই লাভ ইউ আ লট….

ADVERTISEMENT

৪৫। শুধু আমার হাসি দেখতে পাও। হাসির আড়ালে যেসব দুঃখ রয়েছে, সেগুলি তোমার চোখ এড়িয়ে যায়। তবু আমি তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি।

১৫টি ডার্টি টক মেসেজ যা আপনি আপনার সঙ্গীকে পাঠাতে পারেন

দুজন প্রাপ্ত বয়স্ক মানুষ যখন একটি সম্পর্কে থাকেন, তখন তাঁদের মধ্যে যে শারীরিক সম্পর্ক তৈরি হবে তা খুব স্বাভাবিক। আর কেউ যখন long distance relationship-এ থাকে, তখন মনের মানুষটিকে কাছে পাওয়ার জন্য যে সবাই ছটফট করে তা তো আমরা সবাই-ই বুঝি! সঙ্গীকে কাছে না পেলেও এই ১৫টি দুষ্টু মেসেজ কিন্তু তাঁকে করাই যেতে পারে

১। তুমি যদি এখন আমার সঙ্গে থাকতে তাহলে যে কী হত সেটা ভেবেই আমার গরম লাগছে 😉

২। জানো, কাল রাতে না একটা খুব দুষ্টু স্বপ্ন দেখেছি। একজন আমার সঙ্গে খুব দুষ্টুমি করছিল। কে বলো তো?

ADVERTISEMENT

৩। আমি লঞ্জারির নতুন সেট কিনেছি কিন্তু তোমাকে তো দেখাতেই পারছি না! কবে ফিরবে?

৪। যদি আমি এখন তোমার কাছে থাকতাম আর তুমি তিনটে বর চাইতে পারতে তাহলে কী কী বর চাইতে? 😉

৫। আজ খুব গরম পড়েছে এখানে জানো? এক মিনিট জামাটা খুলে আসি!

৬। হাংরি ফর টুনাইট? এগেইন!!!

ADVERTISEMENT

৭। আমি যদিও বলি না, কিন্তু আজ বলতে ইচ্ছে করছে… তুমি খুউউউব সেক্সি!

৮। আগের বার যে পারফিউমটা তুমি লাগিয়ে এসেছিলে, আমি এখনও ইচ্ছে করলেই তার গন্ধটা পাই! 😉

৯। আমার শরীরের প্রতিটা ইঞ্চিতে আমি তোমার ঠোঁটের ছোঁয়া চাই!

১০। নিজেকে ছুঁয়ে আমাকে অনুভব করতে পারো কি?

ADVERTISEMENT

১১। যদিও তোমার সঙ্গে আমার অনেকদিন দেখা হয়না… কিন্তু আমি তবুও তোমাকে অনুভব করি আমার মধ্যে

১২। আমাদের যখন দেখা হবে তখন তোমাকে একটা সারপ্রাইজ দেবো… তোমার পছন্দ হবেই!

১৩। আচ্ছা, আমার হাতে ব্রেসলেট বেশি মানায় নাকি ক্যামি? 😉

১৪। আমি তোমাকে আমার দু’পায়ের মাঝে বড্ড মিস করছি

ADVERTISEMENT

১৫। আমার বাড়ির ছাদটা খুব বোরিং! এঁর থেকে তো আমার উপরে তুমি-ই থাকতে পারতে!

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…

23 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT