যতই ‘মেঘ বরণ চুল’-এর গুণগান করুন না কেন, জীবনে অন্তত একবার হলেও বেশিরভাগ মহিলাই অন্য ধরনের রঙে চুল রাঙিয়েছেন (hair color); আর সামনেই যখন দুর্গা পুজো (Durga Puja), তখন যে হেয়ারস্টাইলে একটু আলাদা মাত্রা যোগ হবে সে কথা তো বলাই বাহুল্য! ফ্যাশন আর বিউটি ট্রেন্ডে এক এক সময়ে এক একটা জিনিস বেশি জনপ্রিয় হয়। কিন্তু সব ট্রেন্ডি জিনিস আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানাবে কিনা, তা একবার যাচাই করে নেবেন না? ত্বকের রং (skin tone) কোন ধরনের হলে কেমন হেয়ার কালার মানাবে, তারই একটা ছোট্ট গাইড রইল এখানে।
এবার আরও একটা কথা বলে রাখি এখানে। হেয়ার কালার কিন্তু তিন রকমের হয়। এক, গ্লোবাল। দুই, হাইলাইটস। আর তিন, স্ট্রিকস। গ্লোবাল, মানে, আপনার পাকা চুল বেশি থাকলে কিংবা পুরো চুলের রং পাল্টে লুকটা একটু আলাদা করতে চাইলে আপনি গ্লোবাল কালার করাতে চাইবেন। এখানে আমরা এই ধরনের কালারিংয়ের কথাই বললাম।
দুর্গা পুজোর আগে যদি চুলে গ্লোবাল কালার করাতে চান তা হলে ওয়ার্ম স্কিন টোনে ব্লন্ড বা ব্রাউন করাতে পারেন। হানি ব্লন্ড, রোজ গোল্ড বা চকোলেট শেড বেশ মানাবে।
POPxo Recommends: BBLUNT Salon Secret High Shine Creme Hair Colour, Honey Light Golden Brown 5.32
যদি আপনার স্কিন টোন কুল হয়, তা হলে অ্যাশ ব্লন্ড, হোয়াইট ব্লন্ড, অ্যাশ ব্রাউন বা প্ল্যাটিনাম শেড বাছতে পারেন।
POPxo Recommends: L'Oreal Paris Excellence Creme Hair Color, 6 Natural Light Brown
সূর্যের আলোতে কবজির দিকে তাকান, যদি দেখেন হাতের শিরা সবজে দেখতে লাগছে, তা হলে বুঝবেন আপনার স্কিন টোন ওয়ার্ম আর যদি দেখেন, নীলচে রঙের শিরা, তা হলে বুঝবেন, আপনার স্কিন টোন কুল। অনেকেরই আবার না নীল না সবজে রঙের শিরা দেখা যায়, তাঁরা কিন্তু জানবেন যে, তাঁরা অলিভ স্কিন টোনের অধিকারী।
যাঁরা খুব ফর্সা, তাঁরা গ্লোবাল হেয়ার কালার করানোর সময়ে একটু হালকা রঙ বাছলে ভাল হয়। যেমন ব্রাউনের কোনও হালকা শেড বা ব্লন্ডের হালকা শেড করাতে পারেন। যদি অন্য রকমের রঙে চুল রাঙাতে চান, তা হলে ওয়ার্ম রেড করাতে পারেন।
POPxo Recommends: Streax Hair Colour Golden Blonde 7.3
চকোলেট ব্রাউন, ডাল রেড, মেরুন ইত্যাদি রঙ ভাল লাগবে যদি আপনার গায়ের রঙ গমের মতো হয়। হালকা শেড এড়িয়ে যান কারণ, তাতে একটা অদ্ভুত কনট্রাস্ট হয়ে যাবে, যা দেখতে মোটেও ভাল লাগবে না।
যে-কোনও ধরনের গাঢ় রঙে এঁরা চুল রাঙাতে পারেন, ভালই লাগবে। তবে গাঢ় লাল আর গাঢ় ব্রাউন খুবই মানানসই!
POPxo Recommends: Garnier Color Naturals Crème hair color, Shade 6.60 Intense Red