ADVERTISEMENT
home / ফ্যাশন
পুজো স্পেশ্যাল টিপস: সকালে রোদের হাত থেকে বাঁচতে সানগ্লাস পরুন সাজের সঙ্গে মানানসই করে!

পুজো স্পেশ্যাল টিপস: সকালে রোদের হাত থেকে বাঁচতে সানগ্লাস পরুন সাজের সঙ্গে মানানসই করে!

গ্রীষ্ম হোক বা শীত – বছরের মোটামুটি বেশিরভাগ সময়েই sunglasses বা রোদচশমা কিন্তু আমাদের নিত্যসঙ্গী। দিনের বেলা যখন বাইরে বেরতে হয়, তখন সূর্যের প্রখর তাপ থেকে নিজের চোখদুটিকে বাঁচানোর জন্য কিন্তু কাজে আসে ওই ছোট্ট বস্তুটি। আপনি যতই ব্যাগের মধ্যে ছাতা, জলের বোতল, টিসু বা মেকআপের সরঞ্জাম রাখুন না কেন, চোখ বাঁচাতে কিন্তু সানগ্লাসই ভরসা। তবে শুধু ধুল-ময়লা থেকে চোখকে রক্ষা করতে নয়, সানগ্লাস কিন্তু একটি ফ্যাশন অ্যাকসেসরিজ হিসেবেও আমাদের কাজে আসে। এই যে আপনি দুর্গা পুজোর (Durga Puja) সময়ে দিনের বেলা শহরের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান করছেন, তখন রোদের হাত থেকে বাঁচতে, প্যান্ডেলে ঠাকুর দেখার লাইনে দাঁড়িয়ে সানগ্লাস তো চোখে গলাতেই হবে! কিন্তু কোন ধরনের সানগ্লাস পরলে আপনাকে মানাবে, সেটা জানেন কি? দেখে নিন, কেমন মুখের গড়নে (face shape) কেমন ধরনের সানগ্লাস মানায়। এবার আপনার দায়িত্ব সাজের সঙ্গে মানানসই করে সেটি পরে ফেলা…

যাঁদের মুখের গড়ন গোল

ইনস্টা গ্রাম

যাঁদের মুখের গড়ন গোল, তাঁদের কপাল হয় বড় এবং গাল হয় ভরাট। বাঙালি মেয়েদের বেশিরভাগেরই কিন্তু মুখের গড়ন গোল, কাজেই এমন ধরনের সানগ্লাস পরা উচিত যাতে মুখটা বেশি গোল না দেখায়। গোল মুখে কিন্তু চৌকো বা আয়তকার সানগ্লাস খুব ভাল মানায়। আবার ক্যাটস আই ফ্রেমও ভাল লাগে। আপনি আপনার পছন্দের কোনও ফ্রেম বেছে নিতে পারেন। তবে গোল ফ্রেমের সানগ্লাস পরবেন না, এতে মুখটা আরও বেশি ভরাট দেখাবে।

ADVERTISEMENT

POPxo বাংলার পছন্দ – ROZIOR Italy Classic UV400 Cat Eye Sunglasses

যাঁদের মুখের গড়ন ডিমের মতো

ইনস্টা গ্রাম

আপনার মুখের গড়ন যদি ডিম্বাকৃতি বা ওভাল হয়, তা হলে কিন্তু আপনার ঝামেলা অনেক কমে গেল! কারণ, এটি একেবারে আইডিয়াল ফেস শেপ! ডিম্বাকৃতি মুখের গড়নে দেখা যায় কপালের থেকে চিবুক সামান্য সরু এবং মুখের মধ্যভাগ তুলনায় একটু চওড়া। একটু বড় আকারের চৌকো ফ্রেমের সানগ্লাস পরলে ভাল দেখতে লাগবে। আপনার মুখের গড়নও যদি ডিম্বাকৃতি হয়, তা হলে এই ধরনের সানগ্লাস পরে দুর্গা পুজোয় ঠাকুর দেখতে বেরতে পারেন আপনি।

ADVERTISEMENT

POPxo বাংলার পছন্দ – SOJOS Fashion Oversized Square Sunglasses for Women

যাঁদের মুখের গড়ন চৌকো

ইনস্টা গ্রাম

যাঁদের মুখের গড়ন এই ধরনের, তাঁদের কপাল বেশ বড়, স্কোয়্যার শেপের চিবুক আর ‘জ’ লাইন বেশ চওড়া হয়। এই ধরনের মুখের জন্য গোল অথবা ওভাল ফ্রেম মানানসই। তাই পরে দেখতে পারেন অ্যাভিয়েটর সানগ্লাস আর বাটারফ্লাই সানগ্লাস।

ADVERTISEMENT

POPxo বাংলার পছন্দ – STYLE GURU Aviator Sunglasses For Men & Women

যাঁদের মুখের গড়ন ডায়মন্ডের মতো

ডায়মন্ড শেপের মুখে চোখের পাশ আর চিবুক  সরু এবং চিক বোন চওড়া হয়। এই ধরনের মুখের গড়নের ক্ষেত্রেও অ্যাভিয়েটর সানগ্লাস সবচেয়ে বেশি মানানসই। কারণ, এই ধরনের সানগ্লাস আসলে চওড়া আই লাইনের একটা ইলিউশন তৈরি করে আপনার লুকটাকে ব্যালান্স করে।

যাঁদের মুখের গড়ন অবলং

ইনস্টা গ্রাম

ADVERTISEMENT

এই ধরনের মুখের গড়নের ক্ষেত্রে মুখ হয় লম্বা আর সরু। যাঁদের মুখের গড়ন এই রকম, তাঁদের স্ট্রং ফেসিয়াল স্ট্রাকচার হয়। এই ধরনের মুখের গড়নের ক্ষেত্রে এমন সানগ্লাস ব্যবহার করতে হবে, যার ধারগুলো অ্যাঙ্গুলার। তা ছাড়া ওভারসাইজড সানগ্লাসও এই ধরনের মুখের গড়নে মানানসই। ব্যবহার করতে পারেন অ্যাভিয়েটর সানগ্লাস অথবা চৌকো সানগ্লাসও।

POPxo বাংলার পছন্দ – Erminio Palamino Rimless Modern Cut Women’s Stylish Shades UV Protected Sunglasses

তা হলে জেনে গেলেন কেমন মুখের গড়নে কেমন সানগ্লাস মানানসই। এবার দুর্গা পুজোর শপিং লিস্টে এটাও লিখে রাখতে ভুলবেন না!

মূল ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম 

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

11 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT