ADVERTISEMENT
home / Diet
ওজন নিয়ন্ত্রণে রাখতে বিলিতি কায়দা ছেড়ে ব্রেকফাস্ট করুন চিঁড়ে আর মুড়ি দিয়ে

ওজন নিয়ন্ত্রণে রাখতে বিলিতি কায়দা ছেড়ে ব্রেকফাস্ট করুন চিঁড়ে আর মুড়ি দিয়ে

হায় বাঙালি হায়, তুমি আর বাঙালি নাই! এই কথা আজকাল অনেকেই বলেন। যে বাঙালির প্রাতরাশে লুচি, পরোটা, বেগুন ভাজা আর আলু চচ্চড়ি থাকত, এখন সেখানে ঢুকে পড়েছে হেলদি ব্রেকফাস্ট। সেখানে কর্নফ্লেক্স, মুসলি, ক্র্যানবেরি, অ্যাভোকাডো…এই সব ঢুকে পড়েছে। সেগুলো খেতে যে খুব একটা ভাল তা কিন্তু নয়। উপরন্তু দামও অনেক বেশি। এবার এসব বিলিতি কায়দা ছেড়ে সোজাসাপটা ব্রেকফাস্ট (breakfast) করুন মুড়ি আর চিঁড়ে দিয়ে। এই দুটোই খেতে সুস্বাদু এবং দামেও সস্তা। এছাড়াও চিঁড়ে আর মুড়ির (puffed rice) অনেক গুণ আছে। আসুন, সেগুলো একবার দেখে নেওয়া যাক। 

চিঁড়ের গুণ

shravi_the_foodie

১) চিঁড়েতে ফাইবার খুব একটা বেশি থাকে না। তাই এটি পেটের রোগ যেমন কোলাইটিস ও ডায়রিয়া রোধ করে। চিঁড়ে পেট ঠান্ডা রাখে। তাই গরমকালে অনেকেই দুধ বা দই দিয়ে চিঁড়ে মেখে খান। 

ADVERTISEMENT

২) চালের মধ্যে থাকে প্রোলামিন ও গ্লুটেলিন, যা শরীরের পক্ষে খুব একটা ভাল নয়। চাল থেকে চিঁড়ে প্রস্তুত হলে এই পদার্থদু’টি চলে যায়। তাই চিঁড়ে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। 

৩) চিঁড়েতে সোডিয়াম ও পটাশিয়াম, দুটোই কম থাকে। তাই এটি কিডনিকে কোনওভাবে প্রভাবিত করে না।

মুড়ির গুণ

masud_mjr

ADVERTISEMENT

১) প্রথমেই বলে রাখি, মুড়ি খেলে ওজন বাড়ে না। তাই সকাল বা বিকেল আপনি যত খুশি মুড়ি খেতে পারেন। 

২) মুড়িতে ক্যালরি কম থাকে। তাই এটি খেলে ওজন বাড়ে না। 

৩) এতে খুব কম মাত্রায় সোডিয়াম থাকে, তাই এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। 

৪) মুড়িতে আছে ভিটামিন বি ও অনেক খনিজ, তাই এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

ADVERTISEMENT

৫) ক্যালসিয়াম আর আয়রন থাকার জন্য মুড়ি খেলে হাড় ও দাঁত শক্ত হয়। 

৬) যাঁরা দীর্ঘদিন পেটের অসুখে ভুগছেন, তাঁরা মুড়ি জলে ভিজিয়ে খেলে পেট ঠান্ডা হবে। মুড়ি ভেজানো জল খেলে পেটের অসুখ সেরেও যায়। 

৭) যাঁদের খুব ঘন-ঘন অম্বল হয়, তাঁদের জন্যও মুড়ি খুব ভাল। অম্বল হলে শুকনো মুড়ি খেয়ে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নিলে অম্বল সেরে যায়। ডাক্তাররা তাই বলছেন, বিকেলে বা সন্ধের দিকে অল্পস্বল্প খিদে ফেলে বিস্কুট বা কোনও জাঙ্ক ফুড না খেয়ে মুড়ি খেতে। এটি দামে সস্তা, খেতে ভাল, এতে ওজন বাড়ে না, অম্বল হয় না এবং এর যথেষ্ট পুষ্টিগুণও আছে। 

৮) গবেষণায় দেখা গেছে, আমাদের মস্তিষ্কে যে নিউরোট্রান্সমিটার আছে, মুড়ি সেগুলোকে উজ্জীবিত করে। ফলে মুড়ি খেলে নাকি মুড সুইং কম হয় এবং মস্তিষ্ক অনেক দ্রুত কাজ করে!  

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…

 

 

ADVERTISEMENT
18 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT