ADVERTISEMENT
home / Festival
পুজো স্পেশ্যাল: প্রিয়জনকে শারদীয়া শুভেচ্ছা জানান এই মেসেজ ও উইশগুলির মাধ্যমে

পুজো স্পেশ্যাল: প্রিয়জনকে শারদীয়া শুভেচ্ছা জানান এই মেসেজ ও উইশগুলির মাধ্যমে

সত্যি কথা বলতে গেলে, শারদীয়া শুভেচ্ছা ব্যাপারটা নিয়ে আমরা, মানে বাঙালিরা খুব একটা সড়গড় নই। প্রাচীনকালে যা-ও বা শুভ বিজয়া জানিয়ে পোস্টকার্ড কিংবা ইনল্যান্ড লেটার পাঠানোর চল ছিল, এখন তো তা-ও নেই! এখন মুঠোফোন থেকে একখানা মেসেজ কিলো দরে ফরওয়ার্ড করেই, কাজ শেষ বলে স্বস্তির নিঃশ্বাস ফেলি। আমাদের কাছে দূর্গা পূজার শুভেচ্ছা মানে, মন্ডপে-মন্ডপে ঘোষকের ভুলভাল উচ্চারণে কাতর ঘোষণা, ‘মহা সপ্তমীর পুণ্য পভাতে আগত সকল দর্সনার্থীকে জানাই সারদীয়ার পীতি, সুভেচ্চা ও অবিনন্দন!’ কিংবা খবরের কাগজের পাতায় কোনও ব্র্যান্ডের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা লেখা ও তার তলায় ঢাক হাতে ঢাকির ইলাস্ট্রেশন…এসব ফেলে এবার পুজোয় চলুন অন্যরকম করে ভাবি। যাঁদের সঙ্গে সারা বছর ওঠাবসা, তা তাঁরা পরিবারের সদস্যই হোন কিংবা অফিসের কোলিগ, পাড়ার জেঠুই হোন কিংবা ফেলে আসা স্কুলজীবনের সহপাঠী, সকলকে এক্কেবারে আনকোরা কিছু মেসেজ (Durga Puja Messages) পাঠাই। একটু অন্যভাবে, দরদ দিয়ে উইশ করি, সত্যিকারের শারদীয়া শুভেচ্ছা (Durga Puja Wishes) পাঠাই! তা হলেই দেখবেন, প্যান্ডেলে মায়ের মুখেও অন্যরকম হাসি! তিনিও আপনার উন্নতিতে দু’ হাত তুলে আশীর্বাদ করছেন আপনাকে…আপনাদের জন্য রইল Happy Durga Puja Wishes and Messages তা-ও আবার বাংলায়।

আরও পড়ুনঃ বন্ধু এবং পরিবারের জন্য দিওয়ালি উইশ

প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এই এক ডজন শারদীয় শুভেচ্ছা (Shubho Sharadiya Suvechha)

Instagram

ADVERTISEMENT

পুজো আসছে-আসছে এই ভাবটাই হচ্ছে সবচেয়ে সেরা! সারা বছর ধরে চলে প্ল্যানিং…কিন্তু যেই না আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি-র সময়টা আসে, অমনই বাঙালির প্রাণে আনন্দ আর মনে ফুর্তি ছাড়া আর কিছু থাকে না। সারা বছর তো আমরা হাসি-কান্না-সুখ-দুঃখ নিয়ে থাকিই, সেপ্টেম্বর-অক্টোবর মাসেও সেসব আঁকড়ে পড়ে থাকার কোনও মানে হয়, বলুন! তাই এবারের পুজো আপনাদের সকলের জন্য আরও স্পেশ্যাল করে তুলতে রইল এই শারদীয় শুভেচ্ছা বার্তা (Durga Puja Messages) গুলির সম্ভার…এগুলো রোজ একটা করে পাঠাতে থাকুন প্রিয়জনদের…দেখবেন, তাঁদের মুখের হাসি ও মনের আনন্দ বেড়ে গিয়েছে শতগুণ!

১| অফিসের ব্যস্ততা, স্কুল-কলেজের ছটফটানি, সংসারের ঝামেলা ভুলে একটু দেওয়ালে টানানো ক্যালেন্ডারের দিকেও মনে করে তাকাও! পুজো প্রায় দোড়গোড়ায়! শরতের আকাশ ভরে থাকা পেঁজা তুলোর মেঘের মতো একরাশ শারদীয়া শুভেচ্ছা (Sharadiya Suvechha) রইল আমার তরফ থেকে!

২| খাও-দাও-ঘুমোও আর প্রাণভরে শপিং করো! মা আসছেন আর কিছুদিনের মধ্যেই। সেজেগুজে তাঁকে রিসিভ করতে হবে না? মায়ের আগমনবার্শতা নিয়ে শরতের একমুঠো শুভেচ্ছা তোমার জন্য… 

৩| রামচন্দ্র অকালবোধন করে মাকে জাগিয়েছিলেন আর আমি এই মেসেজের খোঁচায় জাগাচ্ছি তোমাকে…বাইরে দ্যাখো, মনকেমন করা মেঘের ভেলা অপেক্ষা করছে শারদীয়া শুভেচ্ছা নিয়ে…

ADVERTISEMENT

৪| ‘বলো দুগগা মাঈ কী’ বলে চলো বছরের এই সময়টা বেশ স্মরণীয় করে তোলা যাক!

৫| শরতকাল এসে গিয়েছে, এবার আমার কাজ শেষ! নিজের যাবতীয় সমস্যা মা দুগগার পায়ে সঁপে দাও দিকি! রামচন্দ্র তো জাগিয়েই দিয়েছেন তাঁকে!

৬| শাড়ির ফলস-পিকো করতে দেওয়া হয়ে গিয়েছে তো? পার্লারে প্রি-পুজো ফেসিয়ালের অ্যাপয়েন্টমেন্টও নেওয়া নিশ্চয়ই? কী বললে, গয়নাগাঁটি শেষ মুহূর্তে গড়িয়াহাট থেকে কিনবে? মোবাইলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ডাউনলোড করা আছে তো? কনগ্র্যাচুলেশনস, তা হলে তুমি পুজো রে়ডি!

৭| এই ভিন দেশে পুজো আসে উইক এন্ড দেখে! কিন্তু অফিস যেতে-যেতে মনে হল, এখানের আকাশেও টুক করে দেখে ফেললাম পেঁজা মেঘ! যাঁরা দেশে আছেন, তাঁদের জন্য শুভ শারদীয়া!

ADVERTISEMENT

৮| বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে যেখানেই থাকো, পঞ্চমীর মধ্যে পাড়ায় চলে এসো, তোমাদের জন্য সেই ছোট্টবেলার শরৎকাল এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে! 

৯| রোজ সকালে গুড মর্নিং পাঠাতে-পাঠাতে ক্লান্ত হয়ে গিয়েছি। আজ তোমার জন্য রইল শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা!

১০| একটা গুরগুর আওয়াজ শুনতে পাচ্ছ কি কান পাতলে? ওটা ঢাকের শব্দ! তোমাকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছে…

১১| এবারের আশ্বিনের সব শারদ প্রাতে মা দুর্গার আশীর্বাদ তোমার মাথায় ঝরে পড়ুক একরাশ শিশিরভেজা শিউলির মতো। শুভ শারদীয়া শুভেচ্ছা

ADVERTISEMENT

১২| সনাতন বসন্তকালে দুর্গাপুজোর চেয়ে শারদীয়া দুর্গাপুজোটাই সেরা, কী বলেন? বসন্তকালে তো চৈত্র সেল আছেই! শরতকালে কেনাকাটা করার কিচ্ছুটি ছিল না!

ষষ্ঠীর দিন সোশ্যাল মিডিয়ায় স্টেটাস আপডেট করুন এই শুভেচ্ছা বার্তা গুলি দিয়ে (Maha Sasthi Wishes & Messages)

Instagram

আজ বোধন! মায়ের প্রাণপ্রতিষ্ঠার দিন। এমন দিনে ফেসবুক, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে আপনার পোস্ট করা শারদীয় শুভেচ্ছা বার্তা (Durga Puja Wishes) টিই যাতে সেরা হয়, তার ভার নিলাম আমরা! এখানে রইল বাছা-বাছা ১০টি শুভেচ্ছাবার্তা…

ADVERTISEMENT

১| প্রতীক্ষার পাঁচ দিনের শুরু আজ! শুভ মহা ষষ্ঠী

২| এই পাঁচটি দিন ধরে সারা বছর মনে রাখার মতো স্মৃতি জমিয়ে নিন! শুভ শুভ মহা ষষ্ঠী

৩| মা আজ মৃণ্ময়ী থেকে হয়ে উঠবেন চিন্ময়ী। চলুন, আমরা সকলেও জেগে উঠি নতুন ভাবে। শুভ মহা ষষ্ঠী

৪| আমরা ৩৬০ দিন অপেক্ষা করে থাকি এই পাঁচটি দিনের জন্য! শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা সকলকে…

ADVERTISEMENT

৫| অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়গান গাওয়ার শুরু আজ সকাল থেকে…শুভ মহা ষষ্ঠী

৬| নবপত্রিকার স্নানের মাধ্যমে মায়ের বোধন শুরু। চলুন, আমরাও জেগে উঠি নতুন উদ্যমে…শুভ মহা ষষ্ঠী

৭| একটি বছর পরে ছেলেপুলেদের নিয়ে মা এসেছেন বাপের বাড়ি, একটু জিরিয়ে নিতে, আনন্দ করতে…চলুন, আনন্দে মাতি আমরাও…শুভ মহা ষষ্ঠী

৮| অন্যদের চোখে তিনি মহিষাসুরমর্দিনী। কিন্তু আমি তো মায়ের মুখখানায় আমার নিজের মাকেই খুঁজে পাই…আপনারও কি তেমনটাই মনে হয়? শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা

ADVERTISEMENT

৯| আজ থেকে খাটুনির মরসুমের শুরু! সাজার খাটুনি, নতুন জামা পরার খাটুনি, ডায়েট ভুলে খাওয়ার খাটুনি, ঠাকুর দেখে ক্লান্ত হওয়ার খাটুনি…আপনারা তৈরি তো? মহা ষষ্ঠী থেকেই তা হলে শুরু হোক…

১০| এবার পুজোয় আমি সক্কলকে আলাদা-আলাদা করে উইশ করব ঠিক করেছি! দেখি, আমার ডাকে কে সাড়া দেয়! শুভ মহা ষষ্ঠী দিয়ে শুরু করলাম…

শুভ মহা সপ্তমীতে পাঠাতে পারেন এই শুভেচ্ছা বার্তা গুলি (Subho Saptami Wishes & Messages)

Instagram

ADVERTISEMENT

সপ্তমী মানে পুজোর ফাইনাল শুরু! কোন-কোন পুজো কমিটি পুরস্কার পেয়েছে এবার, সেই ঘোষণা শেষ! এবার আপনার প্ল্যান ছকা শুরু…কোন ঠাকুরটা কখন দেখবেন, দক্ষিণ আগে দেখবেন নাকি উত্তর…সে তো চলতেই থাকবে। কিন্তু সকাল-সকাল স্টেটাস আপডেট না দিলে যে মান থাকবে না…এখানে রইল সপ্তমীর জন্য লাগসই কিছু শুভেচ্ছাবার্তা (Sharadiya Suvechha)।

১| উঠেছে বেজে মনের বীণ, হাতে মাত্র চারটে দিন! ফাটিয়ে উপভোগ করুন এবারের পুজো। মহা সপ্তমীতে সেই ইচ্ছেই জানাই।

২| সকালের সাজটা জম্পেশ হওয়া চাই কিন্তু! আমি আছি পাড়ার পুজোতে, আর আপনি? এনি ওয়েজ, শুভ মহা সপ্তমী!

৩| কোন দিকটা মারছেন আজ? উত্তর নাকি দক্ষিণ, নাকি বেহালাটাই সক্কাল-সক্কাল ঘুরে আসবেন? বেরিয়ে পড়ুন দুগগা-দুগগা বলে…আজ মহা সপ্তমীর সকাল যে!

ADVERTISEMENT

৪| একটা সনাতনী শুভেচ্ছা জানানো যাক…মহা সপ্তমীর পুণ্য প্রভাতে আপনাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা!

৫| পুজোর সকালে চোখ খুলেই দেখবেন আপনাকে গুড মর্নিং বলছে সোনা রোদ! শুভ মহা সপ্তমী

৬| ঢাকের আওয়াজে ঘুম ভাঙল তো? ভাঙতেই হবে, আজ যে মহা সপ্তমীর শুভ সকাল!

৭| আজকাল তো লাউডস্পিকার বাজে না আর পুজোর সকালে কেউ ঘড়িতে অ্যালার্মও দেয় না! আমিই তাই তেড়েফুঁড়ে ঘুম ভাঙানোর দায়িত্ব নিয়েছি! শুভ মহা সপ্তমী

ADVERTISEMENT

৮| শুভ মহা সপ্তমী…বেশি কথা বাড়ালাম না, ঠাকুর দেখতে বেরতে হবে!

৯| কাল হোল নাইট টইটই চলেছে, তাই শুভ মহা সপ্তমীর শুভেচ্ছা জানাতে একটু দেরি হয়ে গেল!

১০| জানি, সোশ্যাল মিডিয়ায় পুজোর ক’দিন ট্রাফিক কম থাকে! কিন্তু যাঁরা দূর দেশে বসে আছেন, তাঁদের দেশের কথা মনে করাবে আমার শুভ মহা সপ্তমীর শুভেচ্ছা…

শুভ মহা অষ্টমীর সকালে সকলকে পাঠিয়ে দিন এই প্রাণঢালা শুভেচ্ছা বার্তা গুলি (Maha Ashtami Messages & Wishes)

ADVERTISEMENT

Instagram

এই দিনটি হল পুজো পার্বণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সকালে অঞ্জলি, মায়ের কাছে প্রার্থনা জানানো আর পুজোর সেরা সাজে সেজে সকলের মাথা ঘোরানো…অষ্টমীর গুরুত্ব অপরিসীম। এই দিনটিকে আরও স্পেশ্যাল করে তুলুন এই শুভ অষ্টমী শুভেচ্ছা বার্তা গুলির মাধ্যমে…

১| শাড়ি চেক, গয়না রেডি, মেকআপ প্রায় শেষ, ওঃ হো, স্টেটাস আপডেটটাই বাকি রয়ে গিয়েছিল… শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা, সকলের জন্য!

২| অঞ্জলি দেওয়ার ভিড়ে আজ তার দিকে আড়চোখে তাকানোর দিন! শুভ মহা অষ্টমী।

ADVERTISEMENT

৩| দুপুরের খিচুড়ি ভোগটা আজ জাস্ট মিস করা যাবে না! তাই সক্কাল থেকেই রেডি হয়ে আছি! শুভ মহা অষ্টমী।

৪| সপ্তমী-অষ্টমী শনি-রবি পড়ে গিয়ে দুটো দিন ছুটি মার গেল এবার! তাতে কী, আনন্দ তো আর মার যাচ্ছে না! শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা রইল এই অধমের তরফ থেকে…

৫| প্যান্ডেল ভর্তি পাঞ্জাবি-পায়জামার ভিড়ে তোমাকে ঠিক খুঁজে নেব! লাল পাড়-সাদা শাড়িতে এই অন্যরকম আমি-কে খুঁজে নেওয়ার দায়িত্ব তোমার! শুভ মহা অষ্টমী!

৬| আজ তোমার সঙ্গে রাত জাগার কথা! ঠাকুর দেখার মধ্যে আমরাও নতুন করে চিনে নেব নিজেদের…শুভ মহা অষ্টমী

ADVERTISEMENT

৭| উত্তর কমপ্লিট, দক্ষিণটা বাকি! এই দু’ দিনে কোমর বেঁধে লাগতে হবে! শুভ অষ্টমীটা জানিয়ে দিলাম, এবার পায়ে জুতোটা গলানোর অপেক্ষা…

৮| মায়ের মুখখানা একশো আটটি প্রদীপের আলোয় আজ জ্বলজ্বল করবে! একশো আটটি পদ্মের অর্ঘ্যে রাঙা হবে তাঁর শ্রীচরণ দু’ খানি…মহা অষ্টমীর পুণ্য তিথিতে সবকিছু শুভ হোক!

৯| অষ্টমী মানে কিন্তু গুরগুরানি শুরু…কিছুটা আনন্দের, কিছুটা ধীরে-ধীরে এগিয়ে আসা বিষাদের…সবকিছু নিয়েই মহা অষ্টমী সকলের ভাল কাটুক!

১০| আজ মহিষাসুর বধ হবেন আদ্যাশক্তি মহামায়ার হাতে। চলুন, আমি-আপনিও শেষ করে দিই আমাদের ভিতরের সব আসুরিক শক্তিগুলিকে…তবেই না মহা অষ্টমী সার্থক হবে!

ADVERTISEMENT

নবমীর সকালে পোস্ট করুন এই শুভেচ্ছা বার্তা গুলি (Subho Nabami Wishes & Messages)

Instagram

নবমীর সকাল শুরু হয় একটা মিক্সড ফিলিং নিয়ে! একদিকে পুজোর শেষ আনন্দের দিনটি প্রাণ ভরে উপভোগ করে নেওয়ার তাড়া, অন্যদিকে বিসর্জনের বাজনার হালকা আওয়াজ শুনতে পাওয়া মনের ভিতরে! এসবরেই মাঝেই সকলের মন খুশি করতে তাঁদের সকালটা শুরু করান আপনার পাঠানো শুভ নবমীর শুভেচ্ছা বার্তা দিয়ে…

১| নিশির এখনও ঢের দেরি। আপাতত সারা দিনটা উপভোগ করুন! শুভ মহা নবমী!

ADVERTISEMENT

২| যে-যে পুজো বাকি রয়ে গিয়েছে, সেগুলো দেখে ফেলার আজই শেষ দিন। অতএব উত্তিষ্ঠত, জাগ্রত…নিজে জেগে অন্যদের জাগান, ঠাকুর দেখতে বেরোন! শুভ মহা নবমী

৩| মায়ের মন কিন্তু খারাপ হতে শুরু করেছে কৈলাসে ফেরার কথা ভেবে! এবার আপনিও যদি ঘুম থেকে উঠতে দেরি করেন, তা হলে…উঠে পডুন, আজ শুভ মহা নবমী

৪| পাড়ার পুজোর ঢাকিদের কাল রাতেই বলে রেখেছিলাম, সকালে এইসা জোরে ঢাক বাজিও যাতে সব মনখারাপ দূরে পালায়! শুভ মহা নবমী

৫| হেঁটে নাও, আজ বই তো নয়! কাল থেকে না হয় ফুট বাথ নিও! শুভ মহা নবমীতে তোমার পায়ে আরও জোর আসুক। মা তোমাকে আরও ঠাকুর দেখার শক্তি দিন!

ADVERTISEMENT

৬| আজ পাড়া ছেড়ে বেরনো যাবে না। মায়ের সঙ্গে দু’ দণ্ড কথা বলবেন তো, না কি? শুভ মহা নবমী

৭| মহা নবমী মানে আজ হল ফাইনাল ম্যাচ! পুজোর ফ্যাশন প্যারেড জিতল কে!

৮| নবমী নিশি হইও না ভোর! মেলা ঠাকুর দেখা বাকি আছে…

৯| অশুভের বিনাশ করে মা-ও এখন একটু জিরোচ্ছেন! কাল আবার অনেকটা পথ পাড়ি দিতে হবে কিনা…শুভ মহা নবমী!

ADVERTISEMENT

১০| মহা নবমীর দিন প্যান্ডেলে ঘোষকের গলাও কীরকম মিইয়ে যায় দেখেছেন? কেন, আজকের দিনটা তো হাতে আছে…

বিজয়া দশমীর শুভেচ্ছা জানান সকলকে, সোশ্যাল মিডিয়ায় এই উইশগুলি হোক আপনার সঙ্গী (Subho Bijoya Wishes & Messages)

Instagram

যাঁরা সারা পুজোয় কাউকে শুভেচ্ছা জানাতে চান না, যাঁরা এই কদিন ল্যাপটপ, ডেস্কটপ, সোশ্যাল মিডিয়ার সঙ্গে আড়ি-আড়ি খেলতে চান, তাঁরাও কিন্তু বিজয়া দশমীর দিন অন্য পথে হাঁটেন! তাই এখানে রইল দুই ধরনের বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা, প্রথমটি পোস্ট করুন জনগণের উদ্দেশ্যে, দ্বিতীয় ধরনটি পাঠান প্রিয়জনদের…

ADVERTISEMENT

১| বলছি মোরা উচ্চ রবে, আসছে বছর আবার হবে!

২| ঠাকুর থাকবি কতক্ষণ, ঠাকুর যাবি বিসর্জন…

৩| শিব ঠাকুরের আপন দেশে, মা চললেন ভেসে-ভেসে…শুভ বিজয়া দশমী

৪| শুভ বিজয়ার মিষ্টিমুখ করার আমন্ত্রণ রইল সকলের উদ্দেশ্যে…

ADVERTISEMENT

৫| বছরকার দিনে সব ভুলে কোলাকুলি সারুন…শুভ বিজয়া

৬| টুসটুসে রসগোল্লা আর মাংসের ঘুগনি ছাড়া শুভ বিজয়া জানানোই উচিত নয়!

৭| আসছে বছর আবার এসো মা, একটু তাড়াতাড়ি! শুভ বিজয়া দশমী

৮| শুভ বিজয়া…এবছর ঢাকির ছেলেটি বকশিস চাইতে আসলে ওকেও মিষ্টিমুখ করাতে ভুলবেন না!

ADVERTISEMENT

৯| মাকে বিদায় দিন হাসিমুখে, ছেলেপুলের চোখে জল দেখে কৈলাস রওনা দিতে তাঁরও কি ভাল লাগে! শুভ বিজয়া দশমী

১০| মা দুগগা তো রয়ে গেলেন আমার-আপনার মধ্যেই, শুধু তাঁকে চিনে নিতে হবে! 

স্টেটাস আপডেটের উপযোগী বিজয়া দশমীর শুভেচ্ছা (Subho Bijoya Greetings)

১| সাঙ্গ হল পুজোর বেলা, আজ মায়ের যাওয়ার পালা/আসছে বছর আবার হবে, মনেতে এই আশা রবে/শুরু হল সিঁদুর খেলা, বিজয়া সারব এই বেলা/চলছে এখন এই ধারা, এসএমএস-এই বিজয়া সারা!

২| ঢাকের আওয়াজ হল মৃদু, মায়ের হাসি হল ম্লান/এবার মা গো বিদায় তবে, আসছে বছর আবার হবে/সকলকে মা রাখিস সুখে, বিজয়া হোক মিষ্টি মুখে!

ADVERTISEMENT

৩| ঢাকের কাঠির বিদায় সুরে উদাস করে মন/চললেন মা মহামায়া, আজ যে বিসর্জন/ঢাকের তালে ধুনুচি নাচন, এটাই প্রাচীন রীতি/মনের মধ্যে বাঁধিয়ে রাখুন দুর্গা পুজোর স্মৃতি!

৪| অনেক স্বপ্ন পূরণ করে/মা চলে যান কোন সুদূরে/মায়ের আসা, মায়ের যাওয়া/নতুন খুশির নতুন হাওয়া/দুঃখ করে লাভ কী হবে, আসছে বছর আবার হবে!

৫| মা যে এবার যাওয়ার সাজে/বিসর্জনের বাজনা বাজে/বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে!

৬| ভাল থাকা, ভালবাসা, ভাল মনে কিছু আশা/ বেদনার দূরে থাকা, সুখস্মৃতি ফিরে দেখা/বোধন থেকে বরণডালা/বিজয়া মানে এগিয়ে চলা!

ADVERTISEMENT

৭| বছরভরের খুশির হাওয়া, চারদিনেতে পেরিয়ে যাওয়া/মন বলে আজ ঢাকের তালে, আসছে বছর আয় মা চলে…

৮| দশমীর এই সন্ধেবেলা, সাঙ্গ হল সিঁদুর খেলা/মায়ের ঘরে ফেরার পালা, চোখের জলে বিদায় বলা/মায়ের হল সময় যাওয়ার, আসছে বছর আসবে আবার!

৯| মহাপর্বের সমাপন, দুঃখে ভরে উঠল মন/সবাই মিলে বলো তবে, আসছে বছর আবার হবে…

১০| ঢ্যাং কুড় কুড় বাজছে ঢাক, কৈলাস যে দিচ্ছে ডাক/শুরু হল সিঁদুর খেলা, মায়ের যে আজ যাওয়ার পালা/বোধন থেকে বিসর্জন, ভাল রেখো মা সবার মন…

ADVERTISEMENT

প্রিয়জনদের জানান বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা (Bijoya Dashami Messages)

Instagram

এই গানের লাইনগুলি বারবার শুনলেও পুরনো হয় না! আর তা অনায়াসে চালিয়ে দেওয়া যায় দুর্গা পুজোর গ্রিটিংস হিসেবে…

১| বাজল তোমার আলোর বেণু, মাতল রে ভুবন…

ADVERTISEMENT

২| যাও যাও গিরি আনিতে গৌরী, উমা মা আবার কত কেঁদেছে…

৩| এবার আমার উমা এলে, আর উমা ফেরাব না!

৪| ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন, আজ বাজা কাঁসর, জমা আসর, থাকবে মা আর কতক্ষণ…

৫| অয়ি গিরিনন্দিনী, নন্দিতমেদিনী, বিশ্ববিনোদিনী নন্দনুতে/গিরিবর বিন্ধশিরোধিনী বাসিনী বিষ্ণুবিলাসিনী জিষ্ণুণুতে…

ADVERTISEMENT

৬| ত্রিনয়নী দুর্গা, মা তোর রূপের সীমা পাই না খুঁজে…

৭| চল প্যান্ডেলে, রাতভর জেগে, আজ আড্ডা হবে চল/ আবার কবে দেখা হবে, সেই ভেবে ভেবে, মুখে হাসি চোখে জল!

৮| ও-ও -ও আয় রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে/ ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড় বাদ্যি বেজেছে!

৯|  জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী…

ADVERTISEMENT

১০| ওগো আমার আগমনী আলো…

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

12 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT