ADVERTISEMENT
home / Festive
পুজো স্পেশ্যাল শপিং: কলকাতার সেরা দশটি রেডিমেড ব্লাউজের দোকানের হদিশ

পুজো স্পেশ্যাল শপিং: কলকাতার সেরা দশটি রেডিমেড ব্লাউজের দোকানের হদিশ

দুর্গা পুজোর (Durga Puja) সময়ে শাড়ি পরে অঞ্জলি দিতে যাওয়া বা প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়া কিংবা পাড়ার পুজো মন্ডপেই বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার চল আমাদের ছোটবেলা থেকেই চলে আসছে। যখন ছোট ছিলাম, মনে আছে মায়ের শাড়ি পরে অষ্টমীর অঞ্জলি দিতে যেতাম, ধীরে-ধীরে বড় হওয়ার সঙ্গে পেলাম নিজের প্রথম শাড়ি! তা শাড়ি তো না হয় হল, কিন্তু ব্লাউজের (blouse) কী হবে? এখন তো অতটা সময়ও নেই যে দর্জির কাছে হত্যে দিয়ে পড়ে থাকবেন ব্লাউজ বানিয়ে দেওয়ার জন্য। সেই রেডিমেড (ready made) ব্লাউজই কিন্তু ভরসা। তা বলে কি আর যে-কোনও জায়গা থেকে পুজোর শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ কেনা যায় নাকি? রইল কলকাতার সেরা ছ’টি রেডিমেড ব্লাউজের দোকানের হদিশ, আর দেরি না করে বেরিয়ে পড়ুন!

১। রোশনাই

এখানে পেয়ে যাবেন ডিজাইনার ব্লাউজ, যার বেশিরভাগই পার্টিওয়্যার, কাজেই পুজোর জমকালো শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ এখানে পেয়েই যাবেন।

ঠিকানা – দোকান নম্বর ১৭৭, এসি মার্কেট, বাগুইআটি; সিজি ৩৯, সেক্টর ২, সল্ট লেক; দোকান নম্বর এফ ২৩, স্টার মল, মধ্যমগ্রাম

কতক্ষণ খোলা থাকে – এসি মার্কেট-এ দুপুর বারোটা থেকে রাত ন’টা পর্যন্ত (সোমবার বাদে), সল্ট লেকে  দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত (সোমবার বাদে) এবং স্টার মলে প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে।

ADVERTISEMENT

দাম – মোটামুটি ১২০০ টাকা থেকে শুরু

ফোন নম্বর – ৯৮৩০০৫৩১৭৬

২। বাইলুম

এখানে পেয়ে যাবেন একটু অন্য ধরনের ব্লাউজ, বেশিরভাগই এখানে হ্যান্ডলুমের ব্লাউজ পাবেন। 

ঠিকানা – ৫৮-বি, হিন্দুস্তান পার্ক, কলকাতা 

ADVERTISEMENT

কতক্ষণ খোলা থাকে – প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে 

দাম – মোটামুটি ১২০০ টাকা থেকে শুরু

ফোন নম্বর – ০৩৩-২৪১৯৮৭২৭ 

https://bangla.popxo.com/article/various-gift-ideas-for-friends-and-siblings-in-durga-puja-in-bengali

৩। ভি কাট

শুধু শাড়ি নয়, লেহঙ্গা বা স্কার্ট-এর সঙ্গে পরার মতো ব্লাউজও পেয়ে যাবেন দক্ষিণ কলকাতার এই ব্লাউজের দোকানটিতে। সুতোর কাজ, জরির কাজ, পাড় বসানো, জারদৌসি কাজ – যেমন চান তেমনই ব্লাউজ পাবেন এখানে।

ADVERTISEMENT

ঠিকানা – পি, ৩৬০, হিন্দুস্তান পার্ক  

কতক্ষণ খোলা থাকে – প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে

দাম – মোটামুটি ২,০০০ টাকা থেকে শুরু

ফোন নম্বর – ৯৮৩১০৯৮৮৩০

ADVERTISEMENT

৪। শিবেন বুটিক

এখানেও বেশিরভাগই পার্টিওয়্যার ব্লাউজ। ভারী জতদৌসি কাজ করা বা জরির কাজ করা ব্লাউজ হল এই বুটিকের বিশেষত্ব। 

ঠিকানা – দোকান নম্বর – এ২৪১, সিটি সেন্টার ২, রাজারহাট 

কতক্ষণ খোলা থাকে – প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত খোলা থাকে

দাম – মোটামুটি ২,০০০ টাকা থেকে শুরু

ADVERTISEMENT

ফোন নম্বর – ৯৮৩১০৯৮৮৩০

https://bangla.popxo.com/article/top-8-saree-boutiques-in-kolkata-for-durga-puja-shopping-in-bengali

৫। অরন্য

সিল্ক, তসর এবং সুতির সিম্পল অথচ একটু অন্য ধরণের ব্লাউজ কিনতে চাইলে চলে যান দক্ষিণ কলকাতার এই ব্লাউজের দোকানটিতে 

ঠিকানা – দোকান নম্বর এফ ৪৪, দক্ষিণাপন

কতক্ষণ খোলা থাকে – সোম থেকে শনি খোলা থাকে সকাল ১১টা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত। রবিবার বন্ধ থাকে।

ADVERTISEMENT

দাম – মোটামুটি ৭৫০ টাকা থেকে শুরু

ফোন নম্বর – ০৩৩-২৪২৩৬০১১ 

৬। সম্পদ

প্রায় ৫০ বছরের পুরনো ব্লাউজের দোকান সম্পদ। শুধু পুজোর সময়ে পরার মতো ডিজাইনার ব্লাউজ নয়, কম দামে রোজকার পরার মতো ব্লাউজও পেয়ে যাবেন এখানে।

ঠিকানা – ৮২/২ এ, বিধান সরণি

ADVERTISEMENT

কতক্ষণ খোলা থাকে – সোম থেকে শনি খোলা থাকে সকাল ১১টা থেকে রাত ন’টা পর্যন্ত। রবিবার বন্ধ থাকে।

দাম – মাত্র ১৪০ টাকা থেকে শুরু

ফোন নম্বর – ৯৮৩৬১৮৬৩৭১

৭। পরমা

পরমা কিন্তু সনাতনী এবং আধুনিকতার একটা দারুণ মিল করিয়ে তৈরি করেছে এক নতুন ট্রেন্ড। হাওড়া ব্রিজ হোক বা মা-কালীর চরণে জবাফুল – ব্লাউজে এই ধরনের ডিজাইনের পায়োনিয়ার বলা যেতে পারে এই বুটিককে।

ADVERTISEMENT

ঠিকানা – পরমার ফেসবুক পেজে যোগাযোগ করুন।

কতক্ষণ খোলা থাকে – সারাক্ষণই খোলা থাকে, যেহেতু এটি অনলাইন শপ

দাম – মোটামুটি ১৭৫০ টাকা থেকে শুরু

ফোন নম্বর – ৯৮৩০৪৫৯৬৮৭

ADVERTISEMENT

৮। সই

দুর্গাপুজোয় যদি ব্লাউজেও থাকে মা দুর্গার মুখ কিংবা কথাকলি নাচের মুখোশ – বেশ জমে যায় না ব্যাপারটা? আপনি যদি একটু অন্যরকম ব্লাউজ খোঁজেন তাহলে সই আপনার জন্য সেরা ঠিকানা।

ঠিকানা – ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন।

কতক্ষন খোলা থাকে – সারাক্ষণই খোলা থাকে, যেহেতু এটি অনলাইন ব্লাউজের দোকান

দাম – মোটামুটি ১০৫০ টাকা থেকে শুরু

ADVERTISEMENT

ফোন নম্বর – ৯৪৩২৮৯০৭৯০

৯। জলি’স বুটিক

সুতির ব্লাউজ হল এই দোকানের বিশেষত্ব। তবে ভাববেন না সুতির সাদামাটা ব্লাউজ পাপা যায় এখানে। এখানে নানারকম গলার ডিজাইনের সঙ্গে গামছা ব্লাউজ, কলমকারি, কটকি, চেক নানা রকম ব্লাউজ পেয়ে যাবেন।

ঠিকানা – দোকান নম্বর এফ ৩৫, দক্ষিণাপন

কতক্ষণ খোলা থাকে – সোম থেকে শনি খোলা থাকে সকাল সাড়ে ১১টা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত। রবিবার বন্ধ থাকে।

ADVERTISEMENT

দাম – মোটামুটি ৫০০ টাকা থেকে শুরু

ফোন নম্বর – ৯৮৩১০৫১১০৪

১০। গ্ল্যামার ডিজাউনার বুটিক

আপনি যদি নিজের ডিজাইন অনুযায়ী ব্লাউজ তৈরি করাতে চান অর্থাৎ কাস্টমাইজড কাজ চান তাহলে গ্ল্যামার ডিজাইনার বুটিক আপনার যাওয়ার ঠিকানা। এখানে কুন্দন থেকে শুরু করে গোটাপাত্তি, সুতোর কাজ, জরির কাজের ব্লাউজ পেয়ে যাবেন। 

ঠিকানা – কে এন সেন লেন, নিউ বালিগঞ্জ, কসবা 

ADVERTISEMENT

কতক্ষণ খোলা থাকে – প্রতিদিন খোলা থাকে সকাল ১১টা থেকে সন্ধে আটটা পর্যন্ত। 

দাম – মোটামুটি ৯৯৯ টাকা থেকে শুরু

ফোন নম্বর – ০৩৩-২৪৪২১০১১ 

মূল ছবি সৌজন্যে – ইনস্টাগ্রাম 

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

05 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT