ADVERTISEMENT
home / Shoes
পুজোর কেনাকাটা: প্যান্ডেলে-প্যান্ডেলে ঘোরার সময় শ্রীচরণদু’খানির দায়িত্ব নেবে এই চটিগুলি

পুজোর কেনাকাটা: প্যান্ডেলে-প্যান্ডেলে ঘোরার সময় শ্রীচরণদু’খানির দায়িত্ব নেবে এই চটিগুলি

পুজোর (Durga Puja) সময় প্যান্ডেল হপিংটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ! এই আর কাজটিকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য আপনাকে তৈরি হতে হবে একেবারে কোমর বেঁধে! আপনি যেমন হাল ফ্যাশনের পোশাক পরে সেজেগুজে রেডি হবেন, ঠিক তেমনই মাথায় রাখবেন আরামের কথাটাও। পোশাক না হয় ঠিক আছে, কিন্তু ঠাকুর দেখার লাইনে দাঁড়াতে কিংবা ঘুরে-ঘুরে, হেঁটে-হেঁটে সারা কলকাতা ঘুরতে কার উপর সবচেয়ে বেশি সমস্যা হয় বলুন তো? আপনার পদযুগলের উপর! তাদের উপর দিয়ে যে ধকলটা যায়, তা আর কহতব্য নয়! রাতে বাড়ি ফিরে যতই ফুটবাথ নিন না কেন, পায়ের যত্ন নিতে আসলে চাই সঠিক ফুটওয়্যার (footwear)। আর আমরা বলি কী, দিনের বেলা প্যান্ডেলে বসে আড্ডা মারার সময় না হয় যত খুশি ফ্যাশনেবল জুতো পরুন, কিন্তু ঠাকুর দেখতে বেরনোর সময় কেতার সঙ্গে-সঙ্গে খেয়াল রাখুন আরামের দিকেও। আপনার এই কঠিন কাজে সাহায্য করতে এগিয়ে এসেছি আমরা…  

আমাদের পছন্দের সেরা পাঁচটি স্যান্ডাল

চটি (Sandals) শব্দটিকে আপনি যতই অবহেলা করুন না কেন, পুজোর সময় আপনার পা দু’টিকে যত্নে রাখতে এর মতো কাজে আর কেউ আসবে না! তাই এবার পুজোয় যদি ঘোরার প্ল্যান থাকে এবং এখনও নতুন চটিতে ইনভেস্ট করে না থাকেন, তা হলে শুভস্য শীঘ্রম। আমাদের দেওয়া তালিকা থেকে যে-কোনও একটি পছন্দ করে অর্ডার দিয়ে দিন, ব্যস!

চটি কেনার সময় কী-কী মাথায় রাখবেন

চটি ব্যাপারটা দেখতে সোজা হলেও, কেনার সময় কতগুলি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন…

১) চটি যেন প্যাতপ্যাতে  না হয়। তার সোলে যেন একটু পাতলা হিল থাকে কিংবা কুশন থাকে। তবেই আরাম পাবেন, নচেৎ নয়।

ADVERTISEMENT

২) পায়ের সঙ্গে আঁটোসাঁটো চটি কিনবেন না। একটু ঢিলে কিনুন। নইলে কিছুদিন ব্যবহারের পর চটি ছাড়তে শুরু করলে সেটি আর আরামদায়ক থাকবে না।

৩) ব্র্যান্ড নিয়ে কোনও আপস নয়! পয়সা একটু বেশি খরচ হলে হোক, পা বলে কথা!

৪) ফ্যাশন নয়, আরামই হোক চটি পছন্দের শেষ কথা!

৫) যে ধরনের চটি আগে কোনওদিন পরেননি, সেটি পুজোর সময় কিনে এক্সপেরিমেন্ট করতে যাবেন না প্লিজ!

ADVERTISEMENT

 

পুজো স্পেশ্যাল মোজরি

মোজরি (Mojaris) কিংবা নাগরা ব্যাপারটা এখন আর শুধু সনাতনী সাজের মধ্যেই সীমাবদ্ধ নেই! এটি পশ্চিমি কেতারও অঙ্গবিশেষ হয়ে উঠেছে। এবার পুজোয় একটা ভাল মোজরি কিংবা মোজরি স্টাইলের লোফার্স কিনে ফেলতেই পারেন। এখানে রইল তেমনই পাঁচটি জুতোর হদিশ…

মোজরি কিংবা নাগরা কেনার আগেও কিছু বাধ্যতামূলক সতর্কীকরণ প্রয়োজন বলে আমরা মনে করি…

১) এটি অবশ্যই পায়ের মাপের চেয়ে একটু বড় কিনবেন।

ADVERTISEMENT

২) নিউট্রাল রংয়ের মোজরি সবচেয়ে বেশি চললেও, বাজারে প্রিন্টেড, এমব্রয়ডারড, সিকুইন বসানো, বাগরু প্রিন্ট করা ইত্যাদি নানা ধরনের মোজরি পাওয়া যায়। আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী কিনে ফেলুন।

৩) যদি নিয়মিত পরতে পারেন, তা হলেই মোজরি কিনবেন। এগুলি একটু শক্ত ধাতের চামড়া দিয়ে তৈরি হয় বলে, বেশিদিন না পরে ফেলে রেখে দিলে শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে যায়! তখন আর পরতে পারবেন না কিন্তু! ফেলে রাখতে হলে এই ধরনের জুতোর ভিতরের দিকে একটু নারকেল তেল মাখিয়ে রাখুন। তাতে নরম থাকবে।

৪) নতুন কেনা মোজরি পরে বেরতো চাইলে আগে পায়ে ভাল করে তেল মাখুন, জুতোতেও মাখান। নইলে ফোসকা অবশ্যম্ভাবী!

৫) অনলাইনে কেনার আগে পায়ের মাপ ভাল করে বুঝে নিয়ে তবেই অর্ডার দেবেন।

ADVERTISEMENT

মূল ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…

27 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT