নতুন বছর আসছে। নতুন আশা, নতুন স্বপ্নের শুরু। জমিয়ে মজা করুন। ভাল থাকুন সকলে। সেলিব্রেশনও তো চাই। প্রথম ধাপ হিসেবেই উইশ করতে হবে সকলকে। বন্ধু, প্রেমিক বা পরিবারের সদস্যদের পাঠাতে হবে আলাদা আলাদা মেসেজ। দিতে হবে হোয়াটস্অ্যাপ স্টেটাসও। কী কী দেবেন সেখানে? আমরা কিছু হ্যাপি নিউ ইয়ার উইশ করার সাজেশন (Happy New Year Quotes In Bengali) দেওয়ার চেষ্টা করলাম। দেখুন আপনাদের কাজে লাগে কিনা।
১| নতুন বছরে সবসময় যেন তোমার মন ভরে থাকে অনেক অনেক আনন্দে। তোমার হাসি অক্ষয় হোক।
২| আরও অনেক প্রেমিক আসুক তোর জীবনে। নতুন বছরে এর থেকে বেশি কী চাইতে পারি বল? হ্যাপি নিউ ইয়ার (Happy New year)।
৩| নতুন সংসার জমিয়ে তোল। নতুন বছরে এটাই আমার উইশ।
৪| অ্যাডমায়ারের সংখ্যা তো বেড়েই চলেছে। নতুন বছরে শর্ট লিস্ট করে ফেল।
৫| পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম, বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রাণ।
৬| পুরনো বছরটা তোর যত খারাপই কাটুক না কেন, নতুন বছর তোর জীবনে সব আনন্দ নিয়ে আসবে।
৭| ব্যাটারি লো, নেটওয়ার্ক বিজি, কল ওয়েটিং, মিস'ড কল, নো আন্সার, মেমরি ফুল, ব্যালেন্স জিরো, এই সব কিছুর আগে তোকে জানাই হ্যাপি নিউ ইয়ার।
৮| ভুলকে আজ দাও ছুটি, বিবাদকে আজ দাও বিদায়। মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর। হ্যাপি নিউ ইয়ার।
৯| মুছে যাক সকল কলুষতা। শান্তির বার্তা নীল খামে পাঠালাম। সুদিনের সুবাতাস তোমায় দিলাম।
১০| মনের গভীর থেকে তোর জন্য নতুন বছরের শুরুর অনেক অনেক শুভেচ্ছা...। ভাল থাকিস।
১| নতুন বছরে নতুন প্রতিজ্ঞা নিয়ে ঝাঁপিয়ে পরো সাফল্যের খোঁজে। তোমার সাফল্যে কে কে দুঃখ পাবে জানি না। তবে তোমার মা বাবা অবশ্যই খুব খুশি হবে। তাদের মুখে হাসি ফোটানোর এই সুযোগ হাতছাড়া করো না। হ্যাপি নিউ ইয়ার (Happy New Year Quotes In Bengali)।
২| নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তুমি ও তোমার পরিবারের সকলের সুস্থতা কামনা করি। হ্যাপি নিউ ইয়ার।
৩| বছর শেষ হওয়ার আগে আমি আমার জীবনের সেই সমস্ত মানুষদের ধন্যবাদ দিতে চাই যারা আমায় ভালবেসেছে, আগলে রেখেছে, সব বিপদ থেকে আমায় দূরে থাকতে সাহায্য করেছে। হ্যাপি নিউ ইয়ার।
৪| সব নতুন শুরুগুলোই একদিন না একদিন শেষ হয়ে যাবে। তাকে স্মৃতির মণিকোঠায় স্থান দেওয়ার সবচেয়ে ভাল উপায় হল এমন কিছু ভাল কাজ করা, যাতে তা সারা জীবনের জন্যে তোমার মনে জীবিত থাকবে! হ্যাপি নিউ ইয়ার।
৫| সময়ের নিয়মে এক একটি করে বছর আসে, আবার চলেও যায়। আমাদের জন্যে রেখে যায় কিছু মূল্যবান স্মৃতি ও অভিজ্ঞতা।হ্যাপি নিউ ইয়ার।
৬| হানাহানি-ভেদাভেদ সবকিছু ভুলি; এস আমরা সবাই এবার সোজা পথে চলি। নতুন বছর, নতুন আশা সবার মনে থাকুক ভালবাসা। হ্যাপি নিউ ইয়ার।
৭| তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার, তাইতো আমি ভালোবেসে বলছি হ্যাপি নিউ ইয়ার। গুডবাই বলে শেষ করছি পুরোনো বছরের আশা। নতুন বছরে নতুন সাজে জানাচ্ছি ভালবাসা।
৮| পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না, পুরনোর হয়েছে মরণ। নতুন করে কর বরণ। সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে।
৯| নীল আকাশের খামে ভরে, সাদা মেঘের কাগজে করে, রামধনু রঙে লিখে, দখিনা বাতাসকে দিয়ে আমার মনের কথা পাঠালাম। হ্যাপি নিউ ইয়ার।
১০| স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাসাও রঙিন ভেলায়। ফিরে চলো মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জাগাও প্রাণে, খুঁজে নাও বাঁচার মানে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
১| নতুন বছরের শুভেচ্ছা। আরও একবার নিজেদের শুধরে নেওয়ার সুযোগ: ওপারা উইনফ্রে
২| তুমি এতটা বুড়ো হয়ে যাওনি যে নতুন করে স্বপ্ন দেখতে পারবে না: সি এস লিইউইস।
৩| নতুন বছরের প্রথম দিন হল বার্ষিক ভাল শপথ নেওয়ার সময়: মার্ক টোয়াইন।
৪| নতুন বছর মানে নতুন করে শুরু। একটা সাদা পাতা, যেখানে আবার নতুন করে আঁকতে পারবে। সম্পূর্ণ সম্ভবনাময় একটা দিন। চলো শুরু করা যাক: বিল ওয়াটারসন।
৫| গত বছরের কথা মানে গত বছরের ভাষা। নতুন বছর আসছে। নতুন কণ্ঠস্বর শুনবে বলে: টি এস এলিট।
৬| নতুন বছর মানে নতুন আত্মার জন্ম: জি কে চেস্টারটন।
৭| আমরা সকলেই ৩৬৫ দিন পাই। কে কীভাবে ব্যবহার করি সেটাই আসল: হিলারি ডি পিয়ানো।
৮| আমরা এমন ভাবে নিউ ইয়ারকে ওয়েলকাম করি, যা আগে কখনও করিনি: রাইনার মারিয়া রিলকে।
৯| নতুন বছর আরও আনন্দের হবে: আলফ্রেড টেনিসন
১০| পুরনো সব ইচ্ছে নতুন বছরে পূরণ হোক: ওমর খৈয়াম
১| নতুন বছরে তোমার প্রতিটি দিন হয়ে উঠুক রঙিন, বর্ণময় হয়ে উঠুক তোমার জীবনের প্রতিটি অধ্যায়। সাফল্য ও সৌভাগ্য সর্বদা ঘিরে থাক তোমায়। হ্যাপি নিউ ইয়ার।
২| নতুন বছরে দূর হোক সব জাতপাতের ভেদাভেদ। ধর্মের বিভেদ। সুখী হোক সকলে।
৩| নতুন বছরে বেশি করে ভুল করো। কারণ যত বেশি তুমি ভুল করবে, তত বেশি তুমি শিখবে।
৪| নতুন বছরের প্রতিটি দিন হবে সুখের হবে, এমনটা আশা করা যায় না। সুখ-দুঃখ,সাফল্য-ব্যর্থতা,আশা-নিরাশা সব আসবে একে একে। আমি প্রার্থনা করি ঈশ্বর যেন তোমাকে সব কিছু সহ্য করার ক্ষমতা প্রদান করেন।
৫| পৃথিবীব্যাপী সব যুদ্ধ ঝামেলা সত্ত্বেও মানুষ আশা করে থাকে একটা ভালো আগামীর। সময়ও যেন আমাদের আবার সুযোগ দিচ্ছে, আরও একটা নতুন বছর (Happy New Year Quotes In Bengali) নিয়ে এসেছে। এই নতুন বছরে যেন সব যুদ্ধ-মহামারীর অবসান হয়ে পৃথিবীতে স্থাপিত হয় চিরশান্তি। এই আশা নিয়ে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।
৬| ফুটে ওঠো ফুলের মতন। আর যেখানেই যাও, তোমার সুবাস ছড়িয়ে দাও। হ্যাপি নিউ ইয়ার।
৭| হে নতুন সূর্য, ভুলিয়ে দাও, আছে যত দূঃখ বেদনা। তোমার সোনালি আলোয়। হে নতুন সকাল, উড়িয়ে নিয়ে যাও, না পাওয়ার বেদনা। তোমার স্নিগ্ধ হাওয়ায়।
৮| নতুন আশা নতুন প্রাণ, নতুন হাসি নতুন গান। নতুন সকাল নতুন আলো, নতুন দিন হোক ভাল। দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার।
৯| নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দুঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে, বছরটা হোক অমলিন। হ্যাপি নিউ ইয়ার।
১০| একটি সতুন সকাল, কিছু সুন্দর স্বপ্ন, এক মুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি, আর কিছু স্বপ্নিল সৃষ্টি, এই নিয়ে শুরু হোক আগামীর দিন। হ্যাপি নিউ ইয়ার।
১| নতুন (New) সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভালো।
২| প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরও আরও আরও দাও প্রাণ। তব ভুবনে, তব ভবনে মোরে আরো আরও আরও আরও দাও স্থান।
৩| পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
৪| বন্ধুরা তোমাদের সবাইকে ছেড়ে আমাকে হয়তো খুব তাড়াতাড়িই চলে যেতে হবে। ডাক্তার আমাকে বলেছে যে আমার আর বেশিদিন নেই। আমার শরীর দেখে আমিও বুঝতে পারছি যে আমার দিন শেষ হয়ে এসেছে। কখনও তোমাদেরকে জেনে বুঝে কষ্ট দিইনি আমি। পারলে আমাকে ক্ষমা কোরো... ইতি তোমাদের ২০১৯।
৫| মিস্টি হাসি, দুষ্টু চোখ। সবার সপ্ন সত্যি হোক। জানাই সবাইকে আরও এক বার। হ্যাপি নিউ ইয়ার।
৬| নতুন বছরের প্রতিটি মাস, প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা-মিনিট-সেকেন্ড যেন তোমার মনে সঞ্চারিত করে খুশির জোয়ার। জানাই তোমায় হ্যাপি নিউ ইয়ার।
৭| স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাষাও রঙিন ভেলায়। ফিরে চলো মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জাগাও প্রাণে, খুঁজে নাও বাঁচার মানে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
৮| হে নতুন বছর, তুমি নিয়ে এসো সুখ-আশা-স্বপ্ন আর ভালবাসার অফুরন্ত ঝুলি।
৯| বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, সপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো।
১০| নতুন পোশাক, নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন, মিষ্টি হাসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি। নতুন বছরের শুভেচ্ছা।
১| ফুল ফুটেছে বনে বনে, ভাবছি তোমায় মনে মনে, বলছি তোমায় কানে কানে হ্যাপি নিউ ইয়ার।
২| বছর শেষের ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে; নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে ভীষণ ভাল থেকো।
৩| ভগবান তোমায় চিরকাল সুখে রাখুক। আগামী সব ক'টি বছর যেন তোমায় দু'হাত ভরে দেয়। হ্যাপি নিউ ইয়ার।
৪| মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত! স্বপ্ন হোক জীবন্ত, আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত।
৫| শুধু প্রথম দিন নয়, বছরের প্রতিটি দিন যেন তোমার সুখে কাটে। হ্যাপি নিউ ইয়ার।
৬| সাফল্য ও আনন্দে ভরা আর একটা বছর অতিক্রান্ত হল। প্রত্যেক নতুন বছর নিয়ে আসে নতুন অনেক চ্যালেঞ্জ। এই নতুন বছর যেন তোমায় নতুন সব বাধা অতিক্রম করার সাহস ও ক্ষমতা দেয়। হ্যাপি নিউ ইয়ার।
৭| সঞ্চারিত হাজার আশা হে শুভ নববর্ষ, আশা করি বিশ্বাসে আসবে শান্তি চিত্তে আসবে হর্ষ। বিগত দিনের গ্লানিময়তাই জীবন হয়েছে তিক্ত। তোমার নব ঝর্ণা ধারায় কর এ জীবন সিক্ত।
৮| সবকিছুরই একটা শুরু এবং শেষ থাকে। কিন্তু কামনা করি নতুন বছরে তোমার আনন্দ এবং সুখ যেন কখনো শেষ না হয়। হ্যাপি নিউ ইয়ার।
৯| হাত রেখে হাতে, আছি তোমার সাথে। যতই আসুক বিপদ, করো না কখনও ফিয়ার। আমার সাথে বল, হ্যাপি নিউ ইয়ার।
১০| নতুন আলো নতুন ভোর, আসল বছর কাটলো প্রহর। অতীতের হলো মরণ, নতুনকে করো বরণ। পুরনো সব স্মৃতি, করে ফেল ইতি। তোমাকে জানাই, হ্যাপি নিউ ইয়ারের প্রীতি।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এসে গেল #POPxoEverydayBeauty - POPxo-র স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়..