ADVERTISEMENT
home / বিউটি প্রোডাক্টস নিয়ে নানা তথ্য
রুক্ষ চুল এক নিমেষে নরম, জেল্লাদার করে দেবে এই ১২টি রিনস-অফ এবং লিভ-ইন কন্ডিশনার

রুক্ষ চুল এক নিমেষে নরম, জেল্লাদার করে দেবে এই ১২টি রিনস-অফ এবং লিভ-ইন কন্ডিশনার

চুল ভাই বড় সাধের জিনিস! একঢাল চকচকে, স্বাস্থ্যোজ্জ্বল চুল আপনার লুকটাই পাল্টে দিতে পারে অনায়াসে, তা তার লেংথ যা-ই হোক না কেন। কিন্তু চুলের দেখভাল করা তো আর চাট্টিখানি কথা নয়। শ্যাম্পু করো, স্পা করো, তেল মালিশ করো, প্যাক লাগাও…বড্ড হাঙ্গামা। তাই আমরা বেশিরভাগই আজকাল আর খুব একটা লম্বা চুল রাখতে পছন্দ করি না। কিন্তু আমরা বলছি, এত সব না করে যদি তেল মালিশ, শ্যাম্পু আর সঠিক কন্ডিশনার ব্যবহার করলেই চুলের স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। এই কন্ডিশনার ব্যাপারটি চুলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তেল-শ্যাম্পুজনিত সুরক্ষা সিল করে দেয় এই কন্ডিশনার। চুলের জেল্লা তো ফেরায়ই, উপরন্তু বাইরের ধুলোবালি থেকে সরাসরি ক্ষতি হওয়ার হাত থেকেও বাঁচায়। আজ তাই আমরা নিয়ে এসেছি চুলের (Hair) স্বাস্থ্যরক্ষায় কমপ্লিট কন্ডিশনার গাইড। এখানে ১২টি কন্ডিশনারের তালিকা দিলাম আমরা। তার মধ্যে থেকে নিজের চুলের ধরন অনুযায়ী বেছে নিন সঠিক প্রোডাক্টটি। তার আগে জেনে নিন কন্ডিশনার (conditioner) ব্যবহার করার আসল নিয়মও… 

হেয়ার কন্ডিশনার রকমফের ও ব্যবহারের সঠিক নিয়ম

হেয়ার কন্ডিশনার জিনিসটি দেখতে সহজ হলেও, এটি অ্যাপ্লাই করার কিছু কায়দা আছে। আপনার চুলের প্রতিটি গুছিতে হারানো আর্দ্রতা ফিরিয়ে দেয় কন্ডিশনার। সুতরাং, প্রোডাক্ট গাইড দেখার আগে সেই সম্বন্ধে নিজের জ্ঞান পাকা করে নিন।

  • লিভ-ইন এবং রিনস-অফ, এই দুই ধরনের কন্ডিশনার বাজারে পাওয়া যায়। প্রথমটির ক্ষেত্রে শ্যাম্পু করার পর ভেজা চুলের জল ঝেড়ে নিয়ে কন্ডিশনার লাগিয়ে ফেলতে হবে। এটি আর ধোওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয়টির ক্ষেত্রে ভেজা চুলে কন্ডিশনার লাগিয়ে তা মিনিটদুয়েক রেখে তারপর আবার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
  • কন্ডিশনার লাগাবেন চুলে, স্ক্যাল্পে নয়। যদি রিনস-অফ কন্ডিশনার ব্যবহার করেন, তা হলে তা ভাল করে ধুয়ে নেবেন, যাতে মাথার তালুতে একটুও না লেগে থাকে।
  • বেশি-বেশি করে কন্ডিশনার লাগালে চুল বেশি শাইনি হবে না। উল্টে প্যাতপ্যাতে হয়ে থাকবে। তাই একগাদা কন্ডিশনার লাগানোর অভ্যেস থাকলে তা বন্ধ করুন।
  • প্রতিবার শ্যাম্পু করার পরই কন্ডিশনার লাগাতে হবে। স্কিপ করবেন না।
  • শ্যাম্পুর সঙ্গে ম্যাচ করে কন্ডিশনার কিনুন। মানে, আপনার চুলে যদি অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করেন, তা হলে কন্ডিশনারও অ্যান্টি-ড্যানড্রাফ হওয়া চাই। অয়েল ফ্রি শ্যাম্পু হলে চাই অয়েল ফ্রি কন্ডিশনার। মোট কথা, শ্যাম্পু আর কন্ডিশনারের ধরন এক হওয়া চাই।
  • চুলের ধরনের সঙ্গে ম্যাচ করে কন্ডিশনার কিনবেন। কেনার আগে লেবেলে কী লেখা আছে, তা পড়ে কিনুন। স্রেফ কারও কাছ থেকে শুনেছেন ওই কন্ডিশনারটি ভাল, তাই কিনে ফেলবেন না।
  • রিনস অফ কন্ডিশনারের ক্ষেত্রে চুল ধোওয়ার পর মোটা দাঁড়ার চিরুনি দিয়ে একবার আঁচড়ে, আরও একবার ধুয়ে নেবেন।

আরও পড়ুন: জানেন কি, ঠিক-ঠিক নিয়ম মেনে চুলে শ্যাম্পু না করলে চুল ঝরে যেতে বাধ্য?

বাঙালি মেয়েদের চুলের জন্য উপযোগী সেরা ১২টি হেয়ার কন্ডিশনার

আপনাদের কাজ কিছুটা হলেও সহজ করে দিচ্ছি আমরা। বাজার খুঁজে আমরা বের করে এনেছি এমন ১২টি কন্ডিশনার, যা বাঙালি মেয়েদের জন্য এক্কেবারে পারফেক্ট। নিজের বাজেট ও চুলের ধরন অনুযায়ী এর মধ্যে থেকে সঠিক প্রোডাক্টটি বেছে নেওয়ার দায়িত্ব আপনাদের।

ADVERTISEMENT

১. POPxo Beauty কোকোনাট অ্যান্ড জোজোবা ক্রিম কন্ডিশনার

  • বিজ ওয়্যাক্স, কোকোনাট অয়েল, জোজোবা অয়েল, বেসিক অয়েল, পলিকোয়ার্টারেনিয়াম, আর্গাল অয়েল, অ্যালো ভেরা এক্সট্রাক্স, গ্লিসারিনের গুণে সমৃদ্ধ এটি
  • আপনার চুলে এনে দেয় নতুন জেল্লা
  • এটি চুলের গোড়া পর্যন্ত গিয়ে প্রতিটি গুছিতে পুষ্টি জোগায়
  • চুলের শক্তি বাড়ায়, বাড়তি আর্দ্রতা জুগিয়ে চুলের ইলাস্টিসিটিও বাডা়য়, ফলে সহজে চুল ভাঙে না

 

২. লিভঅন সিরাম ফর ড্রাই অ্যান্ড আনরুলি হেয়ার

  • আপনার চুল যদি অতিরিক্ত রুক্ষ, শুষ্ক হয়, তা হলে এই প্রোডাক্টটি আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে
  • চুলের হারানো আর্দ্রতা ফিরিয়ে এনে এটি চুলকে স্মুদ করে তোলে, সেটিও আবার বজায় থাকা পাক্কা ২৪ ঘণ্টা
  • এতে আছে মরোক্কান আর্গান অয়েল এক্সট্রাক্টস, যা চুলে বাড়তি ময়শ্চার জোগাতে সক্ষম
  • যাঁদের চুল শ্যাম্পু করার পর ফুলে থাকে, তাঁদের জন্য এই সিরামটি বিশেষ ভাবে উপযুক্ত

৩. মামাআর্থ নো মোর ট্যাঙ্গলস হেয়ার কন্ডিশনার

  • এতে আছে মেথি এবং মিল্ক প্রোটিন, যা চুলের জট ছাড়িয়ে দেয় এক নিমেষে! শুধু তাই নয়, এই দুটি উপাদান চুলকে নরম, জেল্লাদারও করে তোলে 
  • চুলের ডগা ফাটা, চুল পড়া, চুল ভেঙে যাওয়া ইত্যাদি সমস্যার হাত থেকে মুক্তি পেতে এই কন্ডিশনারটি নিয়মিত ব্যবহার করুন
  • এতে আছে আমলকীর নির্যাস, যা চুল রুক্ষ, শুষ্ক হওয়া থেকে আটকায়
  • এর শিয়া বাটার এবং কোকো বাটারের কাজ হল চুলের হারানো আর্দ্রতা ফিরিয়ে এনে চুলের ইলাস্টিসিটি বাড়িয়ে দেওয়া
  • এতে কোনও ক্ষতিকর কেমিক্যাল, যেমন, সালফেট, প্যারাবেন, সিন্থেটিক রং, কৃত্রিম সুগন্ধ নেই

আরও পড়ুন: নারকেল তেল দিয়ে তৈরি সেরা এক ডজন হেয়ার প্রোডাক্ট, চুলের যত্নে যাদের জুড়ি মেলা ভার

৪. সোয়ার্জকফ বোনাকিওর ময়শ্চার কিক স্প্রে কন্ডিশনার

  • এই স্প্রে কন্ডিশনারটির সবচেয়ে বড় সুবিধে হল, এটি লাগাতে সোজা। এটি লিভ-ইন কন্ডিশনার, সুতরাং, ব্যবহারের পর ধুয়ে ফেলার ঝামেলা নেই
  • এটি প্রতিদিন স্নানের পরে ভেজা চুলে ব্যবহার করতে পারেন। চুলের ফেটে যাওয়া ডগা সারাতে এর জুড়ি মেলা ভার
  • সালোঁর মতো হেয়ার কেয়ার চাইলে, তোয়ালে দিয়ে ভেজা চুল চেপে মুছে নিন, তারপর বোতলটি ভাল করে ঝাঁকিয়ে কন্ডিশনারটি চুলে স্প্রে করে নিন

৫. সেন্ট বোটানিকা কোকনাট অ্যান্ড ব্যাম্বু হেয়ার কন্ডিশনার

  • এতে আছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, ব্যাম্বু এক্সট্র্যাক্ট, অরগ্যানিক শিয়া বাটার। ফলে এটির নিয়মিত ব্যবহারে আপনার চুলের ভোল পাল্টে যেতে বাধ্য। চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে এটি চুলের ডগা ফাটা বন্ধ করে, চুলের প্রতিটি গুছিতে হারানো আর্দ্রতা ফিরিয়ে দেয়, চুলের গোড়া শক্ত করে, চুল ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচায় এবং রুক্ষ-শুষ্ক ভাব দূর করে
  • যাঁদের চুল বড্ড বেশি ভঙ্গুর, তাঁরা এই প্রোডাক্টটি নিয়মিত ব্যবহার করুন
  • এতে কোনওরকম ক্ষতিকর কেমিক্যাল নেই, ফলে এটি ১০০ শতাংশ নিরাপদ 

৬. খাদি মৌরি হার্বাল হেয়ার কন্ডিশনার

  • খাদির এই কন্ডিশনারে আছে নারকেল তেল ও অ্যালো ভেরার গুণ। নারকেল তেল চুলকে পুষ্টি জুগিয়ে নরম ও জেল্লাদার করে তোলে। অ্যালো ভেরা তাকে শক্তিশালী করে।
  • ক্ষতিগ্রস্ত হেয়ার ফলিকলে পুষ্টি জুগিয়ে চুলকে তার হারানো সৌন্দর্য ফিরিয়ে দিতে সক্ষম এই কন্ডিশনারটি। 
  • যাঁদের চুল অতিরিক্ত হেয়ার স্টাইলিংয়ের ফলে কিংবা বারবার কৃত্রিম রং করানোর কারণে নির্জীব হয়ে গিয়েছে, তাঁরা চুলের জেল্লা ফেরাতে খাদি মৌরি শ্যাম্পুর সঙ্গে ব্যবহার করুন এই কন্ডিশনারটি

৭. দি ভিভরে বাই ফেজ হেয়ার কন্ডিশনার

  • যাঁরা পার্লারে যাওয়ার চেয়ে বাড়ির যত্নের উপর বেশি ভরসা রাখেন, তাঁরা বেছে নিন এই কন্ডিশনারটি। 
  • এর ব্যাম্বু এক্সট্রাক্টস এবং হাইড্রোলাইজড হুইট প্রোটিন হেয়ার পোরোসিটি কম করে এবং চুলকে ভিতর থেকে পুষ্টি জোগায়
  • চুলের রুক্ষতা এবং শুষ্কতা দূর করে তার জৌলুস ফেরায়, তাকে আরও নরম-মোলায়েম করে তোলে। ফলে যে-কোনও ধরনের হেয়ারস্টাইল করতে পারবেন চুলে
  • চুলের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে অনেকক্ষণ ধরে চুল একইরকম জেল্লা ছড়ায়

৮. পতঞ্জলি কেশ কান্তি ড্যামেজ কন্ট্রোল হেয়ার কন্ডিশনার

  • এটি শুধুমাত্র হেয়ার কন্ডিশনার নয়, এটি আযুর্বেদিক ওষধিও
  • গ্লিসারিন, ভিটামিন ই, সয়া পেপটাইডের গুণে সমৃদ্ধ এই কন্ডিশনারটি রুক্ষ-শুষ্ক চুলের হাল ফিরিয়ে দেবে কয়েকবার ব্যবহারের পরেই
  • এটি চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে

৯. ওয়াও কোকোনাট অ্যান্ড অ্যাভোকাডো হেয়ার কন্ডিশনার

  • এটি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এবং অ্যাভোকাডো অয়েলের গুণে সমৃদ্ধ, কোনওরকম ক্ষতিকারক কেমিক্যাল নেই এতে
  • এতে আছে সার্টিফায়েড বায়ো অ্যাক্টিভস হুইট প্রোটিন, ভার্জিন কোকোনাট অয়েল, অ্যাভোকাডো অয়েল, সুইট আমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, জোজোবা অয়েল এবং আরগান অয়েলের নির্যাস
  • স্প্লিট এন্ডস, ভঙ্গুর চুল, রুক্ষতা, শুষ্কতা, চুল পড়া কমিয়ে দেয় 

আরও পড়ুন: চুল পাতলা তো কি হয়েছে? এই সাতটি উপায়ে চুলের ভলিউম বেশি দেখাতে পারেন

১০. ফরেস্ট এসেনশিয়াল জপাপট্টি অ্যান্ড ব্রাহ্মী হেয়ার কন্ডিশনার

  • অতিরিক্ত শুষ্ক, নানা ধরনের কেমিক্যাল ব্যবহারের ফলে রুক্ষ, ড্যামেজড চুলের স্বাভাবিক জেল্লা ফেরাতে সাহায্য করে এই তেলটি
  • এতে আছে অলিভ অয়েল, কোল্ড প্রেসড অ্যাপ্রিকট অয়েল, কালো তিলের তেল এবং নানা ধরনের জড়িবুটি
  • এটি চুলের গোড়া শক্ত করে, স্প্লিট এন্ডসের হাত থেকে বাঁচায় এবং চুলের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে

১১. কামা আয়ুর্বেদ হিমালয়ান ডিওডর হেয়ার কন্ডিশনার

  • এটি হচ্ছে একেবারে হালকা কন্ডিশনার, যা চুলে পুষ্টি জোগায় কোনওরকম অতিরিক্ত পরত তৈরি না করেই
  • এর হিমালয়ান ডিওডর এসেনশিয়াল অয়েল চুলের গোড়া শক্ত করে
  • এতে আছে অ্যালো ভেরা এবং জবাফুলের নির্যাসও, যা চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে

১২. সানসেরা পাপায়া অ্যান্ড কোকোনাট মিল্ক ভলিউম কন্ডিশনার

  • এই কন্ডিশনার চুলে আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি চুলের ভলিউমও বাড়িয়ে দেয়। ফলে চুল আরও ঘন দেখতে লাগে
  • এর নারকেলের দুধ এবং পেঁপের নির্যাস চুলে পুষ্টি জোগায়, চুলের হারানো প্রোটিন লেয়ার ফিরিয়ে দেয় এবং তার ইলাস্টিসিটি বাড়িয়ে দেয়
  • এটি নিয়মিত ব্যবহার করলে চুলের জেল্লা তো বাড়বেই, চুল স্বাস্থ্যে ঝলমলও করবে

 

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!

26 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT