ADVERTISEMENT
home / বিউটি প্রোডাক্টস নিয়ে নানা তথ্য
বাঙালি মহিলাদের আয়ত চোখের রহস্য আরও বাড়িয়ে দেবে এই ১২টি কাজল-আই পেনসিল

বাঙালি মহিলাদের আয়ত চোখের রহস্য আরও বাড়িয়ে দেবে এই ১২টি কাজল-আই পেনসিল

আপনি মেকআপ করতে পছন্দ করুন বা না করুন, যে বস্তুটি আপনার কাছেও নিশ্চয়ই আছে, সেটি হল কাজল পেনসিল। বাঙালি মহিলার চোখের জাদুতে কবি থেকে শুরু করে বলিউডি স্টার, সক্কলে কাত। সেই কবে জীবননানন্দ লিখে গিয়েছিলেন বনলতা সেনের পাখির নীড়ের মতো চোখের কথা…এই চোখ তো আর ভাই পুরোটা উপরওয়ালার দান নয়, বা অবাঙালিরা যেটা বলে ‘উয়ো তো মছলি খাকে মিলতা হ্যায়’, সেটিও নয়, এই চোখের সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা সকলেই ব্যবহার করি কাজল (Kajal) কিংবা আই পেনসিল (eye pencil)। কিন্তু কোন আই পেনসিল কিংবা কাজল আমার চোখের জন্য ভাল? যাঁদের চোখ ভাসা-ভাসা তাঁরা যে কাজল ব্যবহার করবেন, যাঁদের চোখ পটোলচেরা, তাঁরাও কি সেটা ব্যবহার করতে পারেন? কোন-কোন রংয়ের আই পেনসিল বাঙালি মেয়েদের (Bengali women) চোখে ভাল লাগবে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আমরা আজ।  

আরও পড়ুন: দেখুন তো, কাজল পরার সময়ে আপনিও অজান্তে এই ভুলগুলো করেন কিনা?

১. আই পেনসিল কেনার আগে কী-কী দেখে নেবেন

আই পেনসিল কিংবা কাজল কিনতে যাওয়ার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি…

  • কাজল কিংবা আই পেনসিল, যেটিই ব্যবহার করুন না কেন, তার অ্যাপ্লিকেশন পদ্ধতিটি একবার দেখে নিন। এটি সাধারণত প্রোডাক্টের উপরেই লেখা থাকে। যেটি ব্যবহার করতে আপনার সুবিধে, সেটিই কিনুন।
  • গায়ের রংয়ের উপর আই পেনসিলের কালার নির্ভর করে না। আপনি শ্যামবর্ণাই হোন কিংবা দুধে-আলতা, আপনার ইচ্ছে মতো যা খুশি রং কিনুন।
  • যাঁরা কর্মরতা, তাঁরা লং লাস্টিং আই পেনসিল কিনবেন। এগুলি সকালে লাগালে সন্ধে পর্যন্ত আপনার চোখে থাকবে।
  • বর্ষাকালের জন্য ওয়াটারপ্রুফ আই পেনসিল কিনতে পারেন।
  • যাঁরা ন্যাচারাল জিনিস পছন্দ করেন, তাঁরা অরগ্যানিক কোহল পেনসিল কিনুন।
  • মোটামুটি কয়েকটা বেসিক শেডের আই পেনসিল কিংবা কাজল আমাদের সকলের থাকা উচিত। কালো, খয়েরি, গাঢ় নীল, বটল গ্রিন, নুড শেড, এই কয়েকটি রং কিনে রাখুন।

বাঙালি মহিলাদের ব্যবহারের জন্য সেরা ১০টি আই পেনসিল বা কাজল

ওই যে, লেখার শুরুতেই বলেছিলাম না, সবটুকু উপরওয়ালার হাতে নেই! আপনার চোখদু’টিকে আরও আকর্ষক করে তুলতে বাজার খুঁজে আমরা বের করেছি সেরা ১০টি আই পেনসিল-কাজলের সম্ভার। আপনার কাজ তার মধ্যে থেকে একটি বেছে নেওয়া নিজের পকেট এবং পছন্দ অনুযায়ী… 

ADVERTISEMENT

১. লরিয়াল প্যারিস কাজল ম্যাজিক

  • ১২ ঘণ্টা স্মাজ প্রুফ, নন ট্রান্সফার, ওয়াটারপ্রুফ আই পেনসিল
  • এতে আছে মিনারেল পিগমেন্টস, যা ঘন কালো রং দেবে
  • ভিটামিন ই, কোকো বাটার, অলিভ অয়েল এক্সট্রাক্ট এবং ভিটামিন সি-এর গুণে সমৃদ্ধ এই কাজলটির মোলায়েম টান আপনার ভারী পছন্দ হবে
  • যাঁদের চোখ একটু সেনসিটিভ এবং যাঁরা কনট্যাক্ট লেন্স পরেন, তাঁদের জন্য এই কাজলটি উপযুক্ত 

২. ল্যাকমে আইকনিক কাজল

  • এর টুইস্ট আপ এবং স্মাজ প্রুফ আপনাকে একটানা গাঢ়, লম্বা লাইন টানতে সাহায্য করবে
  • এর ওয়াটারপ্রুফ ফর্মুলা প্রায় ২২ ঘণ্টা টিকে থাকতে পারে
  • এটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড, অর্থা চোখের কোনওরকম ক্ষতি করবে না
  • শার্পনার দিয়ে শার্প করার কোনও প্রশ্ন নেই, কারণ এটি টুইস্ট করে খুলতে হয়
  • চোখের ওয়াটারলাইনে এবং চোখের পাতার উপরে, দুই জায়গাতেই ব্যবহার করা যায় এটি

৩. মেবিলিন নিউ ইয়র্ক কলোসাল কাজল

  • এর ডিপ মিনারেল কালার সিস্টেম আপনার চোখে আনবে স্মাজ প্রুফ ইনটেন্স কালার। সারা দিন ধরে এই কাজলটি লাগিয়ে রাখলেও চোখ একটুও ক্লান্ত হবে না।
  • অ্যালো ভেরা, ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ এই কাজলটি সারা দিন আপনার চোখকে ফ্রেশ রাখবে
  • এটি চোখের ইনার লাইন এবং আউটার লাইন, দুই লাইনেই ব্যবহার করতে পারেন।

৪. প্লাম স্টুডিয়ো অল ডে ওয়্যার কোহল

  • টু ইন ওয়ান কোহল কাম লাইনার, এই পেনসিলটি একবার টেনে দিলেই কেল্লা ফতে! এটি ১০০ শতাংশ স্মাজ প্রুফও বটে।
  • হাইড্রোজেনারেটেড ক্যাস্টর অয়েল এই কাজলে মেশানো আছে, যা সারা দিন আপনার চোখকে আর্দ্র রাখবে। এতে আছে রাইস ওয়্যাক্স এবং ভিটামিন ই, যা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই পেনসিলটি ঢোকানো আছে একটি পিভিসি-ফ্রি ব্যারেলে।
  • যে-কোনও ধরনের ত্বকে ব্যবহার করতে পারেন, যাঁরা কন্ট্যাক্ট লেন্স পরেন, তাঁদের জন্যও উপযুক্ত।
  • এটি ১০০% ভেগান প্রোডাক্ট  

৫. এল এইটিন আই ড্রামা কাজল

  • ওয়াটারপ্রুফ, স্মাজ প্রুফ, ১২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকে
  • ডার্মাটোলজিক্যালি টেস্টেড ফর্মুলা, সুতরাং চোখে লাগিয়ে ফেলুন নির্দ্বিধায়
  • টুইস্ট আপ ফর্মুলা, যেটি ওয়াটার লাইন এবং চোখের পাতা, দুই জায়গাতেই লাগানো যাবে

৬. লোটাস মেকআপ ন্যাচারাল কাজল

  • এটিতে আছে নানা ধরনের বোটানিক্যাল এক্সট্রাক্টস, যেমন, কর্পূর, আমন্ড অয়েল ইত্যাদি যা চোখ ভাল তো রাখেই, চোখের পাতা ঘন করতেও সাহায্য করে
  • এটি ১০০ শতাংশ প্রাকৃতিক এবং সারা দিন ধরে চোখে লাগিয়ে রাখলেও একটুও চ্যাটচ্যাট করে না
  • ওয়াটার লাইন এবং চোখের পাতা, দুই জায়গাতেই লাগাতে পারেন

৭. হিমালয় হার্বাল কাজল

  • এতে আছে ত্রিফলা, দামাস্কাস গোলাপের নির্যাস, আমন্ড অয়েল এবং ক্যাস্টর অয়েল
  • হাতে ধরা সহজ বলে এটি অ্যাপ্লাই করাও সহজ
  • ত্রিফলার গুণে চোখের সৌন্দর্য আরও বাড়ে, আবার ত্রিফলা চোখ ভালও রাখে। এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান চোখ জ্বালা করার হাত থেকে বাঁচায়
  • যে-কোনও ধরনের চোখের জন্য উপযুক্ত আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি এই কাজলটি

 

৮. সোলট্রি পিওর ব্ল্যাক কাজল

  • এতে কোনও আর্টিফিশিয়াল কেমিক্যাল যেমন, প্যারাবে, সালফেট, লেড, মিনারেল অয়েল, পেট্রোলিয়াম ইত্যাদি নেই
  • যে-কোনও ধরনের ত্বকেই ব্যবহার করা যেতে পারে এই অরগ্যানিক প্রোডাক্টটি
  • ১০০ শতাংশ ভেজেটেরিয়ান এই প্রোডাক্টটি কোনও পশুপাখির উপর পরীক্ষা করে দেখা হয়নি

৯. ল্যাকমে নাইন টু ফাইভ জেল কাজল

  • ল্যাকমের এই রেঞ্জটি একেবারে প্রাকৃতিক
  • এতে আছে অ্যালো ভেরা এবং ক্যালেন্ডুলার নির্যাস, যেটি ঘন, কালো রং যোগাবে চোখে
  • এটি ওয়াটারপ্রুফ, অপথ্যালমোলজিক্যালি টেস্টেড 
  • দিনের বেলা অ্যাপ্লিকেটরের সাহায্যে শুধু ওয়াটার লাইনে রেখা টানুন, রাতের জন্য এটি লাগিয়ে ফেলুন চোখের পাতার উপরেও 

১০. কালারবার জাস্ট স্মোকি কাজল

  • এটির ম্যাট এবং স্মোকি ফিনিশ এবং ভেলভেটের মতো স্মুদ টেক্সচার একটানেই আপনার চোখের রূপ পাল্টে দেবে
  • এটি ওয়াটারপ্রুফ এবং নন-ট্রান্সফারেবল, সকালে লাগালে সন্ধে পর্যন্ত নিশ্চিন্দি
  • আই লাইনার, কাজল এবং আই শ্যাডো, তিনভাবেই ব্যবহার করা যেতে পারে

১১. সুগার কসমেটিক্স টুইস্ট অ্যান্ড শাউট ফেডপ্রুফ কাজল

  • এর গাঢ় কালো রং আপনার চোখে নতুন রহস্য তৈরি করবে
  • এটির পাউডার প্যাকড ফর্মুলা যে-কোনও মেকআপ লুকের সঙ্গে মানিয়ে যাবে
  • এটি ফেড প্রুফ, ফলে ধেবড়ে যায় না
  • এতে কোনও মিনারেল অয়েল, প্যারাফিন, প্যারাবেন এবং প্রিজারভেটিভ ফ্রি

১২. হাউজ অফ মেকআপ ওয়াটারপ্রুফ কাজল

  • এক চান্সে টেনে ফেলা যাবে, এই কাজলটি এতটাই স্মুদ
  • এর ম্যাট এবং বোল্ড ফিনিশ যে কারও পছন্দ হবেই
  • ১২ ঘণ্টা লাস্ট করবে একবার লাগালে, এটি ওয়াটারপ্রুফ এবং স্মাজ ফ্রি-ও বটে

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!

23 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT