ADVERTISEMENT
home / বিউটি প্রোডাক্টস নিয়ে নানা তথ্য
প্রত্যেক মহিলার কালেকশনে এই দশটি ম্যাট লিপস্টিক অবশ্যই থাকা উচিত

প্রত্যেক মহিলার কালেকশনে এই দশটি ম্যাট লিপস্টিক অবশ্যই থাকা উচিত

লিপস্টিক (lipstick) না লাগালে সাজটা যেন ঠিক পূর্ণতা পায় না। যদিও এখন করোনার প্রকোপে বাইরে বেরলেই মাস্ক (mask) পরতে হচ্ছে, কিন্তু যারা লিপস্টিক বলতে পাগল, তাঁরা কিন্তু অভ্যাসবশত লিপস্টিক লাগিয়েই তার উপরে মাস্ক পরছেন। আর যদি বাইরে নাও বেরন, সেক্ষেত্রেও বাড়িতে কি একটু সেজেগুজে থাকা যায় না? একটু উজ্জ্বল রঙের লিপস্টিক লাগালে তো মনও ভাল থাকে। রইল সেরা দশটি ম্যাট (matte) লিপস্টিকের (lipstick) হদিশ।

১। ল্যাকমে নাইন টু ফাইভ ওয়েটলেস ম্যাট লিপ অ্যান্ড চিক কালার

সুবিধে

  • এই ম্যাট (matte) লিপস্টিকটি (lipstick) লাগানো খুব সহজ
  • অনেকক্ষণ পর্যন্ত ঠোঁটে থাকে এবং ধেবড়ে যায় না
  • ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে

অসুবিধে

  • লাগানোর পর শুকোতে একটু সময় লাগে

২। নায়েকা সো ম্যাট লিপস্টিক

সুবিধে

ADVERTISEMENT
  • এই ম্যাট লিপস্টিকটি ৫০টিরও বেশি শেডে উপলব্ধ
  • ওয়াটারপ্রুফ এবং স্মাজপ্রুফ
  • দীর্ঘক্ষণ ঠোঁটে স্থায়ী হয় 

অসুবিধে

  • শুষ্ক ঠোঁট হলে লাগাবেন না, ড্রাই হয়ে যেতে পারে

৩। নায়েকা পেন্টস্টিক্স

সুবিধে

  • নুড থেকে ব্রাইট – সব ধরনের শেডে উপলব্ধ 
  • ক্রুয়েল্টি ফ্রি 
  • ভিটামিন ই সমৃদ্ধ 
  • একবার লাগালেই যথেষ্ট, ফলে খরচ কম

অসুবিধে

  • তেমন কিছু নেই

৪। সুগার স্মাজ মি নট – লিকুইড লিপস্টিক

সুবিধে

ADVERTISEMENT
  • ওয়াটার এবং স্মাজ প্রুফ
  • ২০টি শেডে উপলব্ধ 
  • পকেটসই 
  • ডারমেটোলজিস্ট দ্বারা পরীক্ষিত ও অনুমোদিত

অসুবিধে

  • তেমন কিছুই নেই

৫। ল্যাকমে এনরিচড লিপ ক্রেয়ন

সুবিধে

  • পকেটসই
  • নানা উজ্জ্বল শেডে পেয়ে যাবেন এই ম্যাট (matte) লিপস্টিকগুলো (lipstick)
  • এই লিপ ক্রেয়নগুলোয় শিয়া বাটার ও কোকো বাটার রয়েছে, ফলে ঠোঁট শুষ্ক হয়ে যায় না

অসুবিধে

  • কোনও অসুবিধেই নেই

৬। ল্যাকমে নাইট টু ফাইভ প্রাইমার প্লাস লিপ কালার

সুবিধে

ADVERTISEMENT
  • প্রায় ১২ ঘন্টা পর্যন্ত ঠোঁটে একভাবে থাকে
  • আলাদা করে প্রাইমার লাগানোর প্রয়োজন নেই কারণ এতেই প্রাইমার রয়েছে
  • স্মুদ ফিনিশ দেয় 

অসুবিধে

  • লিপস্টিকটি তোলার পর ঠোঁটের উপরে একটি লেয়ার পরে থাকে

৭। ববি ব্রাউন লিউক্স ম্যাট লিপ কালার

সুবিধে

  • ঠোঁটে একদম স্মুদ ফিনিশ দেয় ববি ব্রাউনের এই ম্যাট লিপস্টিকটি
  • আপনি যদি ফুল কভারেজ চান, তাহলে এই ম্যাট লিপস্টিকটি উপযুক্ত
  • পারাবেন, সালফেট বা গ্লুটেনের মত ক্ষতিকর রাসায়নিক নেই 

অসুবিধে

  • বেশ দামি
  • খুব বেশি রঙে উপলব্ধ নয়

৮। হুডা বিউটি লিকুইড ম্যাট লিপস্টিক

সুবিধে

ADVERTISEMENT
  • ভিটামিন ই ও অ্যাভোকাডো অয়েল সমৃদ্ধ 
  • অনেকক্ষণ ঠোঁটে থাকে
  • সামান্য পরিমাণে লাগে কাজেই অনেকদিন ধরে একটা লিপস্টিক চলে 
  • ফুল কভারেজ দেয়
  • ঠোঁট শুকনো হয় না 
  • মিষ্টি একটা গন্ধ আছে 
  • পকেটসই 

অসুবিধে

  • তেমন কোনও অসুবিধেই নেই 

৯। মেবিলিন নিউ ইয়র্ক কালার সেনসেশনাল ক্রিমই ম্যাট লিপস্টিক

সুবিধে

  • এই ম্যাট লিপস্টিকটি ৩৩টি দারুণ শেডে পেয়ে যাবেন আপনি
  • খাবার খান বা জল বা অন্য কিছু, মেবিলিনের এই ম্যাট লিপস্টিকটি ওঠে না
  • অনেকক্ষণ ঠোঁটে থাকে
  • পকেটসই

অসুবিধে

  • তেমন কোনও অসুবিধে নেই

১০। কালার বার ভেলভেট ম্যাট লিপস্টিক সুবিধে

সুবিধে

ADVERTISEMENT
  • এই ম্যাট লিপস্টিকটি ভিটামিন ই সমৃদ্ধ
  • যদিও এটি ম্যাট লিপস্টিক, তবে অন্যান্য লিপস্টিকের মত ঠোঁটে ফাটা ভাব দেখায় না
  • ঠোঁট কোমল রাখে

অসুবিধে

  • কিছুই নেই
https://bangla.popxo.com/article/side-effects-of-using-expired-lipsticks-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

05 Aug 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT