ADVERTISEMENT
home / Care
চুলের সব সমস্যার একটাই সমাধান – অ্যালোভেরা!

চুলের সব সমস্যার একটাই সমাধান – অ্যালোভেরা!

অ্যালোভেরাকে কিন্তু আপনি অনায়াসেই ‘ওয়ান ম্যান আর্মি’ বলতে পারেন। শরীরের যত্ন নেওয়া থেকে শুরু করে ত্বক ও চুলের যত্ন – মোটামুটি সব সমস্যার সমাধানেই অ্যালোভেরা (amazing aloevera hair masks for beautiful hair) দারুণ কাজে আসে। আমার আপনার মত আমজনতা থেকে শুরু করে নানা সেলেব্রিটিও তাঁদের রূপ রুটিনে এই গাছটিকে রাখেন। আজ অ্যালোভেরা দিয়ে তৈরি এমন কয়েকটি হেয়ার মাস্কের হদিশ দেব যা আপনার চুলের নানা সমস্যা তো দূর করবেই, একইসঙ্গে চুল করে তুলবে স্বাস্থ্যোজ্জ্বল এবং মজবুত। তাহলে আর দেরি না করে জেনে নিন রেসিপিগুলো

খুশকি দূর করতে অ্যালোভেরার হেয়ার মাস্ক

খুসকি দূর করতে অ্যালোভেরার জুড়ি নেই (ছবি – শাটারস্টক)

শীতকালে আমাদের অনেকেরই মাথায় খুশকির উপদ্রব খুব বেড়ে যায়। সেক্ষেত্রে এই হেয়ার মাস্কটি ট্রাই করতে পারেন। সাধারণত স্ক্যাল্প শুষ্ক হয়ে গেলে অথবা কোনও জীবাণুসংক্রমণ হলে খুশকি দেখা দেয়। কাজেই খুশকি দূর করতে হলে সবার আগে স্ক্যাল্পের যত্ন নেওয়া প্রয়োজন। অ্যালোভেরা (amazing aloevera hair masks for beautiful hair) স্ক্যাল্পে আর্দ্রতা বজাত রাখে আর অন্য দিকে অ্যাপেল সাইডার ভিনিগার যে-কোনও রকম জীবাণু নাশ করতে সাহায্য করে।

ADVERTISEMENT

যা যা প্রয়োজন – চার টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার

ব্যবহার বিধি

ক) একটি কাচের বাটিতে উপকরণ দুটি মিশিয়ে একটি থকথকে পেস্ট তৈরি করে নিন।

খ) যদি আপনার চুল ও স্ক্যাল্প খুব বেশি শুষ্ক হয় সেক্ষেত্রে এক টেবিল চামচ মধু মেশাতে পারেন। তা না হলে দরকার নেই।

ADVERTISEMENT

গ) এবারে এই হেয়ার মাস্কটি চুলের গোড়ায় ও সম্পূর্ণ চুলে লাগিয়ে নিন।

ঘ) আধ ঘন্টা পর ঠান্ডা জলে চুল ধুয়ে নিন। সেদিন শ্যাম্পু করবেন না, পরদিন কোনও মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল আরও একবার ভাল করে ধুয়ে ফেলুন।

কতদিন লাগাতে হবে এই হেয়ার মাস্ক – সপ্তাহে দু’বার এই হেয়ার মাস্কটি লাগান আর কিছুদিনের মধ্যেই দেখবেন খুসকি উধাও। শুধু তাই না, চুল নরম এবং জেল্লাদারও হয়ে উঠবে।

শুষ্ক ও জেল্লাহীন চুলের জন্য অ্যালোভেরার হেয়ার মাস্ক

ADVERTISEMENT

টক দই প্রাকৃতিক হেয়ার কন্ডিশনারের কাজ করে (ছবি – ইনস্টাগ্রাম)

আমরা অনেকেই চুলে নানা রকম স্টাইলিং করতে গিয়ে চুলের বারোটা বাজিয়ে ফেলি। বার বার স্ট্রটনিং বা কার্ল করা, চুলে রং করা এবং অন্যান্য নানা কেমিক্যাল ট্রিটমেন্ট করার ফলে চুল ড্যামেজ হয়ে যায়। সেই সঙ্গে রুক্ষ ও প্রাণহীনও হয়ে পড়ে। টক দই ও অ্যালোভেরা জেলের (amazing aloevera hair masks for beautiful hair) এই হেয়ার মাস্কটি লাগালে চুলের হারানো জেল্লা ফিরে আসবে। টক দই খুব ভাল প্রাকৃতিক কন্ডিশনার আর অ্যালোভেরা চুলে পুষ্টি যোগায়।

যা যা প্রয়োজন – এক টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং দুই টেবিল চামচ জল ঝরানো টক দই

ব্যবহার বিধি

ADVERTISEMENT

ক) উপকরণ দুটি একটি কাচের বাটিতে নিয়ে ভাল করে মিশিয়ে নিন।

খ) চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এই হেয়ার মাস্ক লাগিয়ে নিন।

গ) চাইলে মিনিত পাঁচেক চুলের গোড়ায় একটি মাসাজ করতে পারেন।

ঘ) শুকিয়ে গেলে মাইল্ড কোনও কেমিক্যাল ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

ADVERTISEMENT

কতদিন লাগাতে হবে এই হেয়ার মাস্ক – সপ্তাহে একবার করে এই হেয়ার মাস্কটি লাগান।

https://bangla.popxo.com/article/benefits-of-face-oil-for-various-skin-type-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

29 Oct 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT