ADVERTISEMENT
home / Care
দু'মুখো চুলের সমস্যা দূর করতে ব্যবহার করুন এই উপকরণগুলি in bengali

পাকা পেঁপে থেকে বিয়ার – দু’মুখো চুলের সমস্যা দূর করতে ব্যবহার করুন এই উপকরণগুলি

স্প্লিট-এন্ডস অর্থাৎ দু’মুখো চুলের সমস্যা মোটামুটি আমাদের সবারই কখনো না কখনো দেখা দিয়েছে এবং তার থেকে রেহাই পাবার না জানি কতরকমের চেষ্টা আমরা করেছি। কিন্তু আবার সেই সমস্যা কিছুদিন পর ফিরে এসেছে। বিশেষজ্ঞদের মতে, চুল বাড়ার সাথে সাথে স্প্লিট-এন্ডস (split ends) হতেই থাকে। কিন্তু আমরা নিত্য-নতুন নানারকম স্টাইলিং, কালার এবং কেমিকাল ট্রিটমেন্ট করে চুলকে বেশি ড্যামেজ করি; ফলে স্প্লিট-এন্ডসের সমস্যা সময়ের অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। চুলের কিউটিকল নষ্ট হয়ে গেলে স্প্লিট-এন্ডস দেখা যায়। দূষণ, ধুলো, ধোঁয়া এবং অযত্ন – এই সমস্যার মূল কারন। স্প্লিট-এন্ড্স শুধু যে দেখতে খারাপ লাগে, তা নয়, চুলকে ভেতর থেকে নষ্ট করে দেয়, যার ফলে চুল হয় দুর্বল এবং সময়ের আগেই ঝরে যায়। এখানে কয়েকটা ঘরোয়া হেয়ার স্পা- (homemade hair spa for splitends) এর হদিশ দিচ্ছি, স্প্লিট-এন্ডসের (split ends) সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য

পাকা পেঁপের হেয়ার স্পা

ছবি -পেক্সেলস ডট কম

পাকা পেঁপেতে রয়েছে অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন যা চুল মজবুত করতে সাহায্য করে ফলে চুল ভাঙ্গে কম এবং স্প্লিট-এন্ডসের (split ends) সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

ADVERTISEMENT

যা যা লাগবে : একটি ছোট সাইজের পাকা পেঁপে, এক কাপ দই, একটি মাঝারি আকারের পাকা কলা, এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ নারকেল তেল

ব্যবহার বিধি

ক) একটি ছোট সাইজের পাকা পেঁপে ভাল করে চটকে নিন।

খ) তাতে এক কাপ দই, একটি মাঝারি আকারের পাকা কলা, এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে তৈরি করুন হেয়ার মাস্ক।

ADVERTISEMENT

গ) এবারে চুলে, বিশেষ করে চুলের ডগায় যেখানে দু’মুখো চুল (homemade hair spa for splitends) রয়েছে সেখানে লাগিয়ে নিন।

ঘ) আধ ঘন্টা পর ঠান্ডা জলে চুল ধুয়ে নিন।

ঙ) দু’সপ্তাহে একবার করে ব্যবহার করলে দু’মুখো চুলের সমস্যা সমাধান হবেই।

পাকা কলার হেয়ার স্পা

ADVERTISEMENT

ছবি -পেক্সেলস ডট কম

যদি আপনার চুলে দু’মুখো হওয়ার সঙ্গে খুশকির সমস্যাও থাকে তাহলে পাকা কলা দিয়ে তৈরি হেয়ার মাস্কটি ব্যবহার করতে পারেন।

যা যা লাগবে : দুটি পাকা কলা, দুই টেবিল চামচ দই, একটা গোটা পাতিলেবুর রস এবং কয়েকফোঁটা গোলাপজল

ব্যবহার বিধি

ADVERTISEMENT

ক) একটি ব্লেন্ডারে দুটি পাকা কলা, দুই টেবিল চামচ দই, একটা গোটা পাতিলেবুর রস এবং কয়েকফোঁটা গোলাপজল দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন।

খ) এবারে চুলে গোড়া থেকে ডগা পর্যন্ত এই হেয়ার মাস্কটি (homemade hair spa for splitends) লাগিয়ে রাখুন ঘন্টাখানেক।

গ) প্লেন জলে চুল ধুয়ে নিন, পরের দিন শ্যাম্পু করবেন।

ঘ) সপ্তাহে দুবার করে এই হেয়ার স্পা করুন স্প্লিট-এন্ডস থেকে মুক্তি পেতে।

ADVERTISEMENT

বিয়ারের হেয়ার স্পা

ছবি -পেক্সেলস ডট কম

বিয়ার চুল মোলায়েম করতে এবং চুলে পুষ্টি জোগাতে খুবই সাহায্য করে। তবে স্প্লিট-এন্ডসের (split ends) সমস্যা থেকে মুক্তি পেতেই হোক বা অন্য কোনও কারণে হেয়ার স্পা করার জন্যি হোক – যখনই বিয়ার ব্যবহার করবেন, খেয়াল রাখবেন তাতে যেন ফিজ না থাকে।

যা যা লাগবে : এক বোতল বিয়ার (সম্ভব হলে লাইট বিয়ার নিন)

ADVERTISEMENT

ব্যবহার বিধি

ক) এক বোতল বিয়ার একটি কাচের পাত্রে ঢেলে রেখে দিন যাতে তার থেকে ফিজ উড়ে যায়।

খ) এবারে চুলে ভাল করে শ্যাম্পু করে নিন। অবশ্যই সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করবেন।

গ) এরপর চুল ধুয়ে রেখে দেওয়া বিয়ার দিয়ে আরও একবার চুল ধুয়ে নিন।

ADVERTISEMENT

ঘ) মিনিট পাঁচেক পর আবার ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন।

ঙ) সপ্তাহে একবার করে বিয়ার দিয়ে চুল ধুলে স্প্লিট-এন্ডসের (homemade hair spa for splitends) সমস্যা থেকে মুক্তি পাবেন এবং চুলে একটা আলাদা শাইন আসবে।

https://bangla.popxo.com/article/different-haircuts-for-various-face-shapes-in-bengali

মূল ছবি সৌজন্য – পেক্সেলস ডট কম

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

ADVERTISEMENT

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

14 Dec 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT