ADVERTISEMENT
home / Diet
সন্ধ্যার এক কাপ লাল চা ক্যানসারের ঝুঁকি পর্যন্ত কমিয়ে দিতে পারে!

সন্ধ্যার এক কাপ লাল চা ক্যানসারের ঝুঁকি পর্যন্ত কমিয়ে দিতে পারে!

সারাদিন কাজ করার পর সবারই হয়তো ভীষণ ক্লান্ত লাগে। আপনারও হয়তো খুবই ক্লান্ত লাগে। সন্ধ্যাবেলা এই ক্লান্তির সময়ই বিশ্রাম নিতে ইচ্ছে করে। কিন্তু সেই উপায়ও থাকে না। তখনই ঘরের হাজার কাজ রয়েছে। এই সময়ই আপনার এনার্জি বুস্টিং প্রয়োজন। প্রয়োজন এক কাপ চায়ের। চা শুনেই তাই বলে আপনি আবার দুধ চিনি দিয়ে চা বানাতে যাবেন না।

লাল চা খাওয়া অভ্যাস করুন। কারণ, সন্ধ্যার ওই এক কাপ লাল চা (benefits of drinking black tea) আপনার শরীরের ক্লান্তিভাব কমানোর পাশাপাশি আরও অনেক উপকার করে। আপনি সেই উপকারগুলোর বিষয়ে জানেন তো? লাল চা খাওয়ার উপকারিতা আসুন জেনে নিই।

লাল চা খাওয়ার উপকারিতা

ADVERTISEMENT

লাল চায়ে আছে অ্যান্টি অক্সিড্যান্টস

আমাদের শরীরে অ্যান্টি অক্সিড্যান্টস অবশ্য়ই প্রয়োজন। আর এক কাপ লাল চা’য় (benefits of drinking black tea) সেই অ্যান্টি অক্সিড্যান্টস রয়েছে। তাই সন্ধ্যায় যখন আপনি এক কাপ লাল চা খান, তখন আপনার শরীরে অনেক কঠিন অসুখের আশঙ্কা কম হয়ে যায়।

লাল চা’য় অ্যান্টি অক্সিড্যান্টস রয়েছে

হৃদযন্ত্র ভাল রাখে

লাল চায়ে আছে অ্যান্টি অক্সিড্যান্টস। যা হৃদযন্ত্রকে ভাল রাখে। তাই আপনি যদি প্রতিদিন এই লাল চা খান, তবে আপনার হৃদরোগের আশঙ্কা অনেকটাই কম হয়ে যায় (benefits of drinking black tea) । এমনকী রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। উচ্চ কোলেস্টরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে।

ADVERTISEMENT

খারাপ কোলেস্টরল কমাতে সাহায্য করে

আপনি যদি প্রতিদিন নিয়মিত লাল চা খান, তবে আপনার শরীরের খারাপ কোলস্টেরলের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। আপনি সুস্থ থাকেন।

হজম ক্ষমতা ভাল করে

আমাদের পাকতন্ত্রকে সুস্থ রাখে লাল চা। তাই প্রতিদিন চা খেলে (benefits of drinking black tea) আপনার হজমের সমস্যা অনেকটাই কম হয়ে যায়। আপনার পাকতন্ত্রে যেমন ভাল ব্যাকটেরিয়া রয়েছে। একইভাবে রয়েছে খারাপ ব্যাকটেরিয়াও। সেইসব ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আপনার পেটের সমস্যার আশঙ্কা অনেকটাই কমিয়ে দিতে পারে লাল চা।

অনেক অসুখের আশঙ্কা কমিয়ে দেয়…

ADVERTISEMENT

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে

বিশ্বের প্রায় ১ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভোগেন। এর থেকে চোখের সমস্যা, কিডনির সমস্যা, হৃদরোগের মতো একাধিক সমস্যায় জর্জরিত থাকেন অনেকেই। কিন্তু গবেষণায় এটাও দেখা গিয়েছে যে, যাঁরা নিয়মিত ব্ল্যাক টি বা লাল চা খান তাঁদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যার আশঙ্কা অনেকটাই কম থাকে।

ব্লাড সুগার মাত্রা কম করতে পারে

রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে লাল চা। তাই আপনি নিয়মিত লাল চা (benefits of drinking black tea) খেলে অবশ্যই ফল পাবেন।

সন্ধ্যার চা মিস করবেন না

ADVERTISEMENT

ক্যানসারের আশঙ্কা কম করে দেয়

লাল চায়ের ক্ষমতা (benefits of drinking black tea) সত্য়িই আমাদের বারবার অবাক করে। শুধুই যে ক্লান্তিভাব দূর করে তাই নয়, ক্যানসারের মতো কঠিন অসুখের আশঙ্কাও অনেকটাই কম করে দেয়। তাই প্রতিদিন সন্ধ্যায় এক কাপ লাল চা খেতে কখনওই ভুলবেন না। যেমন সেই মুহূর্তে আপনার কিছুটা এনার্জি বুস্ট হবে, একইসঙ্গে আপনার শরীরও অনেকটাই সুস্থ থাকবে। চিনি ছাড়া ব্ল্যাক টি বা লাল চা খাওয়ার চেষ্টা করবেন।

https://bangla.popxo.com/article/can-excessive-sleep-cause-depression-in-bengali

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

07 Jan 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT