ADVERTISEMENT
home / Jewellery
কেমন গয়না আপনাকে মানাবে তা কিন্তু নির্ভর করে  মুখের গড়ন ও স্কিন টোনের উপরে in bengali

কেমন গয়না আপনাকে মানাবে তা কিন্তু নির্ভর করে মুখের গড়ন ও স্কিন টোনের উপরে

বিয়ের দিন কনে কেমন গয়না পরবেন, তা ঠিক করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সত্যি কথা বলতে কী, কনের জন্য গয়না বাছা (pro tips to choose bridal ornaments for various face shape and skin tone) একটা বেশ ঝামেলার কাজ। এক-এক জনের পছন্দ এক-এক রকমের। হয়তো কনের যে ডিজাইন পছন্দ, তা তাঁর বাড়ির লোকের খুব একটা পছন্দ নয়। আবার ব্যাপারটা উল্টোও হতে পারে। তবে কনের গয়না যখন কিনবেন, তখন বাদবাকি বিষয়গুলির থেকেও যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, তা হল, কী দেখে কনের জন্য গয়না কিনবেন? কনের মুখের গড়ন অনুযায়ীই যেন তার বিয়ের গয়না কেনা হয়। তা না হলে যত দামি গয়নাই পরা হোক না কেন, বিয়ের সাজ কিন্তু ততটা খুলবে না! কীভাবে কনের মুখের গড়ন অনুযায়ী গয়না কিনবেন, তা নিয়েই আজকের শপিং গাইড।

১। আপনার মুখের আকার কি ওভাল?

ছবি – ইনস্টাগ্রাম

যেসব কনের মুখের গড়ন ডিম্বাকৃতি বা ওভাল, তাঁদের বিয়ের গয়না বাছাটা বেশ সহজ। নানা ডিজাইন নিয়ে পরীক্ষা চালাতে পারেন। চোকার পরতে পারেন, আবার একটু চওড়া হারও (pro tips to choose bridal ornaments for various face shape and skin tone) পরতে পারেন। অ্যাঙ্গুলার শেপের কানের দুল, শ্যান্ডেলিয়ার ডিজানের কানের দুলও ভাল মানাবে।

ADVERTISEMENT

২। মুখের গড়ন যদি গোল হয়

ছবি – ইনস্টাগ্রাম

যে সমস্ত কনের মুখের গড়ন গোল, তাঁরা বিয়ের আগে গয়না কেনার সময়ে কেয়াল রাখুন যে কেমন ডিজানের গয়না পরলে মুখটা খুব বেশি গোল দেখাবে না। এক্ষেত্রে লম্বা নেকলেস ও ঝোলানো দুল পরতে পারেন।

৩। হার্ট শেপের মুখের গড়ন হলে

ADVERTISEMENT

ছবি – ইনস্টাগ্রাম

টেম্পল ডিজাইনের গয়না কিন্তু হার্ট শেপের মুখের গড়নে (pro tips to choose bridal ornaments for various face shape and skin tone) খুব ভাল লাগে। আবার ঝোলানো ঝুমকো পরতে পারেন কানে এবং গলায় একটু ভারী রানিহার। চাইলে কুন্দনের সেটও পরতে পারেন বিয়েতে।

৪। আপনার মুখ কি চৌকো?

ছবি – ইনস্টাগ্রাম

ADVERTISEMENT

আপনার মুখের গড়ন যদি চৌকো হয়, তা হলে চোকার ডিজাইনের নেকলেস পরুন, সঙ্গে গোল কানপাশা বা স্টাড শেপের কানের দুল।

স্কিনটোনের উপরেও নির্ভর করছে গয়নার ডিজাইন ও মেটেরিয়াল

আমাদের এক-একজনের গায়ের রঙ বা স্কিন টোন এক এক রকমের হয়। কারও গায়ের রঙ দুধে আলতা, আবার কেউ হয়তো কৃষ্ণকলি। এক-এক রকমের স্কিন টোন অনুযায়ী কিন্তু গয়না বাছলে (pro tips to choose bridal ornaments for various face shape and skin tone) বিয়ের দিন তা পরে দেখতে ভাল লাগবে। যাঁদের স্কিনটোন ওয়ার্ম (যদি আপনার ত্বকের উপর দিয়ে শিরার রঙ একটু হালকা সবজে মনে হয় তা হলে বুঝবেন যে আপনার স্কিন টোন ওয়ার্ম) তাঁরা যে ধরনের গয়না পরবেন, যাঁদের স্কিন টোন কুল ((যদি আপনার ত্বকের উপর দিয়ে শিরার রঙ একটু নীলচে মনে হয় তা হলে বুঝবেন যে আপনার স্কিন টোন কুল) তাঁদের কিন্তু সেরকম গয়না ভাল না-ও লাগতে পারে। বিয়ের দিন সোনার গয়না পরলেও, সঙ্গে অনেকেই কুন্দন বা অন্যান্য রঙিন রত্নখচিত গয়না পরেন।

ছবি – ইনস্টাগ্রাম

ADVERTISEMENT

ক) যাঁদের স্কিনটোন কুল: যে-সব কনের স্কিন টোন (pro tips to choose bridal ornaments for various face shape and skin tone) কুল, তাঁরা কিন্তু সোনার বদলে হিরের গয়না পরতে পারেন। হিরে না পরতে পারলে জারকন এবং চুনি বসানো গয়নাও চলতে পারে। সোনার গয়নার ক্ষেত্রে সোনালি রঙ না পরে ম্যাট গোল্ড ও হোয়াইট গোল্ড পরা যেতে পারে বিয়েতে

ছবি – ইনস্টাগ্রাম

খ) যাঁদের স্কিনটোন ওয়ার্ম: ওয়ার্ম স্কিন টোনের কনেরা যদি বিয়েতে রঙিন রত্ন-খচিত গয়না পরতে চান তা হলে পান্না, হলদে কোনও পাথর বা বাদামি কুন্দনের সেট পরতে পারেন। সোনার গয়না (pro tips to choose bridal ornaments for various face shape and skin tone) পরলে অবশ্যই তা সোনালি রঙের সোনা হওয়া উচিত। চাইলে এঁরা মুক্তোবসানো নেকলেস বা বালাও পরতে পারেন। 

ADVERTISEMENT
https://bangla.popxo.com/article/styling-tips-to-wear-dhoti-style-saree-salwar-and-dresses-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!       

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

11 Feb 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT