মুখের যত্ন নিতেই আমরা বেশি ব্যস্ত থাকি। ফেসিয়াল মাসাজ বলুন বা স্ক্রাব – যা-ই হোক না কেন সেটা মুখেই করি, খুব বড়জোর হয়তো ঘাড় আর গলায় মাসাজ করাই, কিন্তু শরীরে সেভাবে কি যত্ন করি? না, আমি হেলদি থাকার কথা বলছি না। জিজ্ঞেস করছি, সারা শরীরের ত্বকের যত্ন কি আমরা সেভাবে নিই? বেশিরভাগ মহিলার উত্তরেই ‘না’ আসবে জানি। কিন্তু মাখনের মতো মসৃণ ত্বক যদি আপনি পান, তা হলে তো ভালই তাই না? তবে তার জন্য কিন্তু একটু মেহনত করতে হবে। ট্রাই করুন বডি পলিশিং (tips to do body polishing at home)।
বডি পলিশিং আমরা অনেকেই নামী-দামি সালোঁতে গিয়ে করাই, কিন্তু তা বেশ খরচসাপেক্ষ বলে নিয়মিতভাবে করানো হয়ে ওঠে না অনেকেরই। তবে যদি বাড়িতেই করে ফেলতে পারেন বডি পলিশিং তা হলে মন্দ হয় না বলুন? কীভাবে বাড়িতেই বডি পলিশিং (tips to do body polishing at home)করে পেলব ত্বকের অধিকারিণী হবেন, সে খবরই দেওয়া হল এখানে...
বাড়িতে বডি পলিশিং করার জন্য কিছু উপকরণ আপনাকে আগে থেকেই জোগাড় করে রাখতে হবে। দেখে নিন কী-কী লাগবে।
পদ্ধতি
ক) প্রথমেই ঊষ্ণ জলে স্নান করে নিন।
খ) অলিভ অয়েল সামান্য গরম করে নিন এবং তা দিয়ে প্রায় মিনিটদশেক সারা শরীরে মালিশ করুন। মালিশ করার আগে কিন্তু তোয়ালে দিয়ে আলতো করে গা মুছে নেবেন, ভেজা শরীরে মালিশ করবেন না।
গ) এবারে লুফাতে আপনার পছন্দের বডি পলিশ নিয়ে আলতো করে সারা শরীরে মালিশ করুন। মালিশ যখন করবেন সার্কুলার মোশনে করবেন। মিনিটপনেরো এভাবে মালিশ (tips to do body polishing at home) করুন।
ঘ) পিউমিস স্টোন জলে ভিজিয়ে হালকা করে হাঁটু, কনুই, গোড়ালি বা শরীরের শক্ত অংশগুলোতে স্ক্রাব করে নিন। খুব জোরে ঘষবেন না।
ঙ) এবারে আরও একবার স্নান করে নিন। কোনওরকম সাবান বা বডি ওয়াশ সেদিন ব্যবহার করবেন না।
উপকরণ: সি-সল্ট - এক কাপ, হিমালয়ান পিঙ্ক সল্ট - এক চা চামচ, মধু - এক চা চামচ, অরগানিক নারকেল তেল - আধ কাপ
পদ্ধতি: একটা কাচের বাটিতে সব উপকরণ মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন এবং একটা ছোট কাচের জারে ভরে ২০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ব্যবহার করুন।