দোলের কিন্তু আর হাতে গোনা কয়েকদিনই বাকি। কী পরবেন, কীভাবে সাজবেন, সেইসব নিয়ে নিশ্চয়ই চিন্তাভাবনা আছে। এমন করে সাজগোজ করতে হবে যেন আপনার ত্বকেরও ক্ষতি না হয়, আবার রঙের মধ্যে আপনাকে দেখতেও সুন্দর লাগে। শাড়ি ও সালোয়ার নিয়ে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। আজ অ্যাকসেসরিজ (hand painted earrings) নিয়ে একটু আলোচনা করা যাক।
কী ধরনের দুল আপনার হলুদ শাড়ি বা সাদা সালোয়ারের সঙ্গে বেশ মানাবে, আসুন সেই সব নিয়ে আলোচনা করা যাক। তবে আজ আমাদের নজরে আছে হ্যান্ড পেন্টেড দুল (hand painted earrings) বা হাতে আঁকা দুল। এই দুল পরার জন্য বেশ কয়েকটি টিপস আবার এই দুলের যত্ন নিয়েও আলোচনা করব আজ।
এই দুলের প্রধান বিশেষত্ব হল এর সূক্ষ্ম কাজ। কখনও এর গায়ে আঁকা থাকে মুঘল পেন্টিং আবার কখনও দুলের গায়ে রাধা কৃষ্ণের ছবি আঁকা থাকে। যাঁরাই আপনাকে প্রথম দেখবেন, তাঁদের সবার আগেই আপনার দুলের দিকেই প্রথমে চোখ যাবে। তাই এমন করে সাজবেন, যেন অন্য কোনও গয়না যেন আপনার দুলের থেকে আরও বেশি আকর্ষণীয় না হয়ে ওঠে। যেন সবাই এসে আপনাকে প্রশ্ন করেই, "এই দুল (hand painted earrings) কোথা থেকে কিনেছেন?"
এই দুলের দাম অন্যান্য জাঙ্ক জুয়েলারির চেয়ে একটু বেশি। কারণ, তুলি ধরে এই দুলের গায়ে আঁকতে (hand painted earrings) হয়। তাই অনেক দ্রুত অনেক কানের দুল বানিয়ে ফেলা যায় না। শিল্পী যে দুলের পিছনে বেশি শ্রম দিচ্ছেন, খুব স্বাভাবিক ভাবেই তার দাম একটু বেশি হবে। তবে আপনার কাছে যে দুল থাকবে, সেই একই রকম দুল অন্যজনের কাছে নাও থাকতে পারে। তাই মন পছন্দের ডিজাইন বেছে নিতে হবে আপনাকেই।
দোলের দিনের উপযুক্ত সাজ হিসেবে এই হ্যান্ড পেন্টেড দুলের (hand painted earrings)জুড়ি মেলা ভার। আপনার সাদা বা হলুদ শাড়ি বা পোশাকের সঙ্গে এই হাতে আঁকা দুল খুবই ভাল মানাবে। তবে খুব ভাল হবে যদি সেই দুলের গায়ে রাধা কৃষ্ণের ছবি আঁকা থাকে। তাহলে আর কীসের অপেক্ষা?