আমরা অনেকেই ঘন-ঘন বিউটি প্রোডাক্ট বদলাই। আজ যে ক্রিমে আমি সন্তুষ্ট, কাল হয়তো সেটা লাগাতে আর ভাল লাগছে না (why skincare products dont work) কিংবা সেটা লাগিয়ে কোনও ভিজিবল এফেক্ট দেখছি না বলে সেটা পাল্টে ফেললাম। কী-কী কারণে কোনও ভাল, নামী বিউটি প্রোডাক্ট আমাদের কাজে আসে না, সেই কারণগুলি এখানে আলোচনা করা হল...
বিভিন্ন বয়সের, বিভিন্ন ধরনের স্কিনের প্রয়োজন আলাদা। কাজেই যেটি আপনার মায়ের জন্য সঠিক, সেটি আপনার কাজে না-ও আসতে পারে। আবার কোনও প্রোডাক্ট হয়তো আপনি যখন উনিশ-কুড়ি ছিলেন, তখন আপনার স্কিনে দারুণ সুট করত। তার মানে এই নয় যে, সেটা আপনি যখন চল্লিশের কোঠায়, তখনও আপনার ত্বকে ভেলকি দেখাবে! এই সহজ, সরল, সত্যি কথাটা আপনাকে কোনও বিউটি প্রোডাক্ট (why skincare products dont work) বিক্রেতা বলবে না। নিজেকেই বুঝে নিতে হবে।
অনেকসময় স্কিনকেয়ার প্রোডাক্ট ত্বকের ক্ষয়ক্ষতি সারানোর বদলে ত্বকের আরও ক্ষতি করে দেয়। কারণ, তাতে নানা ধরনের কেমিক্যালস, প্যারাবেন, কিংবা আরও কিছু ক্ষতিকারক উপাদান, যেমন, SLS, SLES ইত্যাদি থাকে। এগুলি ত্বকের কাজে তো আসেই না, উল্টে তার আরও বারোটা বাজিয়ে ছাড়ে!
যেমন-যেমন আপনার ত্বকের বয়স বাড়বে, ঠিক তার সঙ্গে বদলাবে তার চাহিদাও। ২০ বছর বয়সে আপনি ভুগতেন অ্যাকনের সমস্যায়, তিরিশে হয়তো ত্বকের আনইভন টোনের সঙ্গে, চল্লিশে হয়তো আপনার প্রয়োজন অ্যান্টি এজিং প্রোডাক্টের। কাজেই বুঝতে পারছেন নিশ্চয়ই, এসবের সঙ্গে তাল মিলিয়ে নিজের স্কিনকেয়ার প্রোডাক্টগুলো (why skincare products dont work) বদলে ফেলারও দরকার আছে, যেটা আপনি করেননি! তা ছাড়া, আবহাওয়া, আপনার লাইফস্টাইল, ওয়ার্কিং আওয়ার্স, খাওয়াদাওয়ার পরিবর্তন, সবকিছুই আমাদের ত্বকের উপর প্রভাব ফেলে। সেই কারণেও পুরনো স্কিনকেয়ার প্রোডাক্ট কাজ করা বন্ধ করে দিতে পারে।
আপনি যতটা মন দিয়ে পোশাকআসাক কেনেন, বিউটি প্রোডাক্ট কেনার সময়েও ঠিক ততটাই মনোযোগ দিন। এক্ষেত্রে কয়েকটি জরুরি বিষয় মাথায় রাখতে হবে। যেমন,