শহরে যা গরম পড়েছে! বাপরে বাপ। তার উপর বৃষ্টিকে তো দূরবীনেও দেখা যাচ্ছে না। আর কী বা করা যাবে, এই কপাল! তাই বলে শীতে যেসব জুতো পরেছেন, গরমেও সেই জুতো পরা যাবে ভেবে বসে আছেন না কি! তাহলেই হয়েছে। তাহলে কোনগুলো গরমের জুতো মানে গরমে আপনি পরতে পারেন। তবে এই গরমে জুতো বেছে নেওয়ার আগে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তাই প্রথমে সেটাই আলোচনা করব এবং তারপর গরমের জুতো (best shoes for summer) নিয়েও টিপস দেব আপনাকে!
এই ধরনের জুতো গরমকালে পরার জন্য একদম পার্ফেক্ট। অবশ্যই উজ্জ্বল রং বেছে নেবেন। পমপম দেওয়া কোলাপুরি স্যান্ডল দিয়ে বেছে নিন। সেটি পরলে আপনার পা'ও দেখতে সুন্দর লাগে। আপনি শাড়ি কিংবা কুর্তা বা লং স্কার্টের সঙ্গে চোখ বন্ধ করে বেছে নিতে পারেন এই জুতো (best shoes for summer) ।
আপনি এই গরমে খুব সহজেই বেছে নিতে পারেন গ্রিক স্যান্ডল। এই ধরনের জুতো অনেকটা গ্ল্যাডিয়েটরের মতো হলেও খুব বেশি স্ট্র্যাপের মারপ্যাঁচ নেই। গ্রিক স্যান্ডলে সব সময়ই দুটো স্ট্র্যাপ থাকে। এর মধ্য়েও রকমফের ও স্টাইল থাকতে পারে।
গরমে যদি আপনি ড্রেস পরেন সুতির কিংবা অন্য পোশাকও পরেন তার সঙ্গে একটু ঝলমলে অ্যাট্রাক্টিভ জুতো না পরেন তাহলে দেখতেও ভাল লাগে। তাই আপনি টাই আপ শু বা লেস আপ স্যান্ডল পরেন তাহলে এই গরমে আদর্শ সাজ হবে।
প্লেড হল এক ধরনের প্যাটার্ন। যা জুতোয় বেশ মানায়। তই এর সঙ্গে মানিয়ে আপনি নানারকম ফ্যাশন করতেও পারেন। আর গরমে এই জুতো পরে আরামও পাওয়া যায়। দেখতেও ভাল লাগে। যাঁরা হিল পরতে চান বা হিল পরতে ভালবাসেন তাঁদের জন্য এই জুতো (best shoes for summer) আদর্শ।
আরামের কথা শুধু ভাবলেই চলবে না, তার সঙ্গে তো স্টাইল (best shoes for summer) করাও প্রয়োজন। তাই জন্য চপ্পল বা জুতোয় স্টাড বা পাথর বসানো থাকলে বেশি ভাল লাগবে।