ADVERTISEMENT
home / Care
চুলের রং হাল্কা করার জন্য সাহায্য করবে ১০০% প্রাকৃতিক এই কালার রিমুভারগুলো in bengali

চুলের রং হাল্কা করার জন্য সাহায্য করবে ১০০% প্রাকৃতিক এই কালার রিমুভারগুলো

আপনি যখন এই প্রতিবেদনটি পড়ছেন, তার মানে, আপনিও চুলে রং করিয়েছেন এবং এখন আর রং করা চুল পছন্দ হচ্ছে না। ফলে আপনি হয় চাইছেন যে প্রাক্রিতিক উপায়ে যাতে চুলের রং দূর করা যায় (home remedies to remove hair color naturally), অথবা দূর করা না  গেলেও অন্তত একটু হাল্কা করা যায়। চুলের রং দূর করার জন্য সব সময়েই প্রফেশনালের সাহায্য নেওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি এমন যে বাইরে বেরনোর কথা চিন্তা করা যাচ্ছে না। আর বাইরে গিয়েও লাভ নেই, কারন পার্লার এখন বন্ধ। তাহলে উপায়?

এমন খাপছাড়া রং করা চুল দেখতে বড় খারাপ লাগে

বাজারচলতি এমন অনেক হেয়ার কালার রিমুভার পাওয়া যায় ঠিকই কিন্তু সেগুলো চুলের জন্য খুবই ক্ষতিকর। সেক্ষেত্রে প্রাকৃতিক উপায় ট্রাই করাই ভাল। আর ঠিক সেই কারনেই আমরা এনে হাজির করেছি কয়েকটি ঘরোয়া টোটকা যা আপনার চুলের রং হাল্কা (home remedies to remove hair color naturally) করার সঙ্গে চুলের যত্নও নেবে। তাহলে আর দেরী না করে দেখে নিন…

ADVERTISEMENT

ভিটামিন সি ট্যাবলেট

ছবি – পেক্সেলস ডট কম

কী কী লাগবে: পাঁচ-ছয়টি ভিটামিন সি ট্যাবলেট (চুল যদি খুব লম্বা হয় এবং গ্লোবাল কালার করানো থাকে, সেক্ষেত্রে ট্যাবলেটের পরিমান বেশি হবে) এবং আপনার রোজকার ব্যবহারের শ্যাম্পু

কীভাবে করবেন:

ADVERTISEMENT

ভিটামিন সি ট্যাবলেটগুলো গুঁড়ো করে নিন। এবারে যতটা গুঁড়ো তৈরি হয়েছে তার থেকে এক টেবল চামচ পাউডার নিয়ে এর সঙ্গে দুই টেবল চামচ শ্যাম্পু মিশিয়ে একটি স্মুদ পেস্ট তৈরি করুন। এবারে চুল ভিজিয়ে নিন এবং এই পেস্টটি চুলে লাগিয়ে ফেনা করে নিন। হয়ে গেলে এক ঘন্টার জন্য শাওয়ার ক্যাপ পরে থাকুন, যাতে এই পেস্টটি চুল থেকে রং-এর পরিমান কমাতে পারে। সময় হয়ে গেলে চুল ধুয়ে নিন এবং শুকিয়ে নিন। একবার ব্যবহার করলেই দেখতে পাবেন যে চুলের রং কতটা হাল্কা (home remedies to remove hair color naturally) হয়ে গিয়েছে।

বেকিং সোডা ও অ্যাপেল সাইডার ভিনিগার

ছবি – পেক্সেলস ডট কম

কী কী লাগবে: দুই টেবল চামচ বেকিং সোডা, এক টেবল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, কয়েক ফোঁটা আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল (লেমন গ্রাস বা টি-ট্রি অয়েল থাকলে ভাল) এবং এক কাপ জল

ADVERTISEMENT

কীভাবে করবেন:

আধ কাপ জলে বেকিং সোডা মিশিয়ে নিন। চুল ভিজিয়ে নিয়ে এই মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন মিনিট কুড়ি। ইতিমধ্যেই বাকি আধ কাপ জলে অ্যাপেল সাইডার ভিনিগার ও আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। কুড়ি মিনিট হয়ে গেলে ঠান্ডা জলে চুল ধুয়ে নিন এবং বেকিং সোডা চুল থেকে ধুয়ে গেলে অ্যাপেল সাইডার ভিনিগার ও এসেনশিয়াল অয়েল মেশানো জলটা চুলে ঢেলে দিন। এর পর আর চুল ধোওয়ার প্রয়োজন নেই। চুল শুকিয়ে নিলেই দেখতে পাবেন চুল থেকে রং (home remedies to remove hair color naturally) অনেকটাই হাল্কা হয়ে গিয়েছে।

https://bangla.popxo.com/article/7-weird-reasons-for-hairfall-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!          

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

07 May 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT