ADVERTISEMENT
home / লাইফস্টাইল
নতুন পর্দাই আপনার ঘরের শোভা বদলে দিতে পারে, কয়েকটি টিপস আপনার জন্য

নতুন পর্দাই আপনার ঘরের শোভা বদলে দিতে পারে, কয়েকটি টিপস আপনার জন্য

আপনার বাড়ি বা আপনার ছোট্ট ফ্ল্যাটটি হয়তো পুরনো। কিন্তু তা যদি পুরনো হয়, তাহলে কী হয়েছে? আপনি পুরনো বাড়িটিকেই নতুন করে সাজিয়ে নিতে পারেন। কিন্তু আপনি কি পুরনো বাড়িটিকেই নতুনভাবে সাজিয়ে ফেলতে চান? পুরনো পর্দা, পুরনো আসবাব বদলে ফেলে বা দেওয়ালের রং পালটে হয়তো নতুন করে সাজিয়ে ফেলতে চান আপনার বসার ঘর, বেডরুম। যদি সেরকম কোনও পরিকল্পনাই আপনার থাকে তবে তবে মাথায় রাখুন পর্দা বেছে নেওয়ার সময়ও আপনাকে সতর্ক (how to choose curtains)থাকতে হবে। পর্দার রং কিন্তু আপনাকে সঠিক নির্বাচন করতে হবে। পর্দার উপরে ঘরের সৌন্দর্য নির্ভর করে। আপনি কী রঙের পর্দা নেবেন, বসার ঘরে কী রঙের পর্দা লাগাবেন বা কী রঙের পর্দা থাকবে শোওয়ার ঘরে তা আপনাকে ভেবেচিন্তেই ঠিক করতে হবে। পর্দার রং আপনি গাঢ়ও নিতে পারেন, আবার হাল্কা রঙের পর্দাও নিতে পারেন। কিন্তু সবটাই নির্ভর করছে আপনার ঘরের দেওয়ালের রঙ, আপনার আসবাবের রঙের উপর। তাই নতুন পর্দা (how to choose curtains)বেছে নেওয়ার আগে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে। পর্দা লাগানোর টিপস দিচ্ছি আমরা… 

সঠিক রঙের পর্দা

আপনি যখন নতুন পর্দা কিনছেন, সেই সময় রং বেছে নেওয়ার ক্ষেত্রে দুটি বিষয় মাথায় রাখুন। আপনার ঘরের আসবাবের রং ও দেওয়ালের রং। আপনার ঘরের আসবাবের রং যদি গাঢ় হয়, মানে গাঢ় বাদামী বা কালো তবে আপনি অপেক্ষাকৃত হালকা রঙের পর্দা বাছুন। সেই পর্দা সাদা, আকাশী , হলুদ বা গোলাপি রঙেরও হতে পারে। আমাদের পছন্দ (how to choose curtains)হালকা ও উজ্জ্বল রং। এতে ঘর অনেক বেশি উজ্জ্বল দেখায় ও অন্দর আরও বেশি সুন্দর দেখায়। আপনার ঘরের দেওয়ালের রংও মাথায় রাখুন। আপনি দেওয়ালের রঙ মাথায় রেখে পর্দা (curtains) বাছতে পারেন। আবার পর্দা (curtains)কেনার পর দেওয়ালে রঙ করাতে পারেন। সিদ্ধান্ত আপনার উপরে। তবে কন্ট্রাস্টের কথা অবশ্যই মাথায় রাখুন।

 

ADVERTISEMENT

পর্দার ধরন

আপনি যদি ইন্টেরিয়রের সাম্প্রতিক ট্রেন্ড দেখেন, তবে দেখবেন এখন শুধু এক রঙের পর্দাই সবাই ঘরে লাগাচ্ছেন না। আবার এক ধাঁচের প্রিন্টেড পর্দাই লাগাচ্ছেন না। পর্দাতেও অনেক ডিজাইন এখন এসেছে। পর্দার তলার অংশে ছোট ছোট সুতোর বল লাগানো থাকছে, হালকা রঙের পর্দায় মানাচ্ছেও বেশ। আবার পর্দাতে আপনি কুঁচিও লাগাতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যে রঙের পর্দা আপনি সে রঙের কুঁচিও লাগাতে পারেন, আবার বিপরীত রঙেরও কুঁচি লাগাতে পারেন। কুঁচি লাগানো পর্দা নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। সাধারণত শোওয়ার ঘরেই এই ধরনের পর্দা ভাল লাগে। বসার ঘরের জন্য এক রঙের সুন্দর পর্দা বেছে নিন। এইসময় অবশ্যই মনে রাখবেন, আপনার বসার ঘরে ওয়াল পেন্ট করা আছে কি না। পর্দার ঝুলের বিষয়টিও অবশ্যই খেয়াল রাখুন। আপনার পর্দায় যেন আপনার জানলা এবং দরজা সম্পূর্ণ ঢাকা পড়ে। চওড়া জানলা হলে যদি আপনার তিনটি পর্দা লাগে, তাহলে দুপাশের দুই পর্দা একরঙের নিয়ে মাঝের পর্দাটি অন্য রঙের নিতেই পারেন। যেমন- দুপাশের পর্দা যদি আকাশী রঙের হয়, তাহলে মাঝের পর্দাটি (curtains) সাদা রঙের হবে। আবার দুই পাশে এক রঙের পর্দা লাগিয়ে মাঝে প্রিন্টেড পর্দাও লাগাতে পারেন। এতে আপনার ঘর আরও সুন্দর দেখতে লাগবে। আপনি স্ট্রাইপ ডিজাইনেরও পর্দা নিতে পারেন। ফ্লোরাল প্রিন্টেড পর্দাও ভাল লাগবে। হালকা রঙের পর্দায় বড় ফ্লোরাল প্রিন্ট বেশ ভাল লাগবে।

যে বিষয়গুলি খেয়াল রাখবেন

  • পর্দা সুতিরও হতে পারে আবার সিল্কেরও। সেটি আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
  • তবে পর্দার কাপড় নানা কাপড়ের ও নানা দামের হয়। আপনার বাজেট অনুযায়ী আপনি সেই পর্দা কিনুন।
  • পর্দার লাইনিংও বাজেট অনুযায়ী কিনুন। ভাল পর্দার জন্য অবশ্যই লাইনিং ব্যবহার করুন। এতে পর্দা টানটান লাগে।
  • পর্দা (curtains)লাগানোর সময় আয়রন করে নিন। কিছুদিন পর পর পর্দা কেচে (how to choose curtains)নেবেন।
  • পর্দা টানটান ও পরিষ্কার থাকলে ঘরও সুন্দর লাগে। আর আপনার মনও ভাল থাকে।

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

22 Jun 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT