Bridal Makeup

সামনেই বিয়ে? তাহলে দেখে নিন দশটি লেটেস্ট কনে-চন্দন ডিজাইন

Debapriya Bhattacharyya  |  Jan 6, 2021
সামনেই বিয়ে? তাহলে দেখে নিন দশটি লেটেস্ট কনে-চন্দন ডিজাইন in bengali

বাঙালি কনে বলতেই চোখের সামনে ভেসে ওঠে কয়েকটি চেনা পরিচিত চিহ্ন। লাল শাড়ি। মাথায় সাদা টায়রা, পায়ে আলতা আর অবশ্যই কপালে চন্দন (10 chandan designs for bengali bride)। চন্দনের ছোঁয়া ছাড়া বাঙালি বিয়ে যেন ভাবাই যায় না। আজকের আধুনিক কনে যতই অন্যরকম সাজপোশাক করুক, কপালে তার চন্দনের আল্পনা থাকবেই। আর বিয়ের এই ভরা মরশুমে আমরা নিয়ে এসেছি সেরা ১০টি চন্দনের ডিজাইন, যা অবশ্যই আপনার মন ছুঁয়ে যাবে এবং আজ না হয় কাল ঠিক কাজে লাগবেই।

ডিজাইন ১০

ছবি – ইনস্টাগ্রাম

খুব সুন্দর আর এলিগেন্ট এই ডিজাইন। আশা করছি ভালো লাগবে আপনাদের। 

ডিজাইন ৯

ছবি – ইনস্টাগ্রাম

একটু অন্যরকম ডিজাইন। (10 chandan designs for bengali bride)

ডিজাইন ৮

ছবি – ইনস্টাগ্রাম

যে কোনও শেপের মুখে মানিয়ে যাবে এই নকশা।

ডিজাইন ৭

ছবি – ইনস্টাগ্রাম

আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে এই ডিজাইনে।

ডিজাইন ৬

ছবি – ইনস্টাগ্রাম

কনের মুখ গোলাকার ও চোখের দুপাশের অঞ্চলে একটু চওড়া। তাই শুধু ভুরুর মাঝখান থেকে শুরু করে ভুরুর মাঝবরাবর সামান্য কল্কা আঙ্কা হয়েছে। কপাল চওড়া বলে উপরের কল্কা লম্বাটে (10 chandan designs for bengali bride) করা হয়েছে।  

ডিজাইন ৫

ছবি – ইনস্টাগ্রাম

এখানে কনের মুখ ছোট কিন্তু চৌকো। তাই হাল্কা ডিজাইন ছড়িয়ে অর্থাৎ ফাঁক রেখে করা হয়েছে। গালে ইচ্ছে করেই কোনও ডিজাইন করা হয়নি।

ডিজাইন ৪

ছবি – ইনস্টাগ্রাম

একদম সাদামাটা ডিজাইন করা হয়েছে। কিন্তু তার মধ্যেও রয়েছে রুচির ছাপ। কনের মুখ ছোট এবং গোলাকার বলে মানিয়েও গেছে এই ডিজাইন। বড় লাল টিপের চারধারে সাদা ফোঁটা দেওয়া হয়েছে। বাকি ডিজাইনেও (10 chandan designs for bengali bride) সেই সামঞ্জস্য রাখা হয়েছে।

ডিজাইন ৩

ছবি – ইনস্টাগ্রাম

কনের কপাল ছোট কিন্তু মুখ চওড়া তাই একটু ছড়িয়ে ডিজাইন করা হয়েছে। গালেও কল্কা রয়েছে।

ডিজাইন ২

ছবি – ইনস্টাগ্রাম

ভারী সুন্দর এই ডিজাইন। কনের টিকলির সৌন্দর্যকে তুলে ধরতে কপাল প্রায় ফাঁকাই রাখা হয়েছে। কপালের মাঝখানে শুধু অল্প করে ডিজাইন (10 chandan designs for bengali bride) করা হয়েছে।

ডিজাইন ১

ছবি – ইনস্টাগ্রাম

কনের কপাল ছোট তাই হাল্কা ডিজাইন করা হয়েছে। একটু লম্বাটে মুখ বলে ভুরুর দৈর্ঘ্য পর্যন্ত টানা হয়েছে ডিজাইন। চিবুকে ছোট্ট করে রয়েছে কল্কা।

কনের চন্দনের ডিজাইন বাছার আগে যা যা মনে রাখবেন

১) মুখের গড়ন বিশেষ করে কপালের আয়তন দেখে চন্দনের ডিজাইন বেছে নেবেন। কপাল ছোট হলে হাল্কা ডিজাইন করবেন। কপাল চওড়া হলে একটু ঘন ডিজাইন করবেন। দুই ভুরুর মাঝখানে যে টিপ দিচ্ছেন সেটা একটু বড় আকারের রাখবেন। বা একটা বড় মাংটিকা বা টিকলি পড়বেন, যাতে কপালের বেশিরভাগ অংশ ঢেকে যায়।

২) গালে আর চিবুকের কাছে চন্দন বাধ্যতামূলক নয়। যদি আপনার মনে হয় এতে সাজ এবশি জবরজং হয়ে যাচ্ছে তাহলে এটা বাদ দিন।


৩) গালে ব্রণ বা ফুস্কুরি থাকলে হাল্কা ডিজাইন (10 chandan designs for bengali bride) করতে পারেন যাতে সেটা ঢেকে যায়।


৪) শুধু চন্দন শুকিয়ে গেলে দেখতে বাজে লাগে তাই চন্দনের সঙ্গে অ্যাক্রিলিক কালার মিশিয়ে দেবেন যাতে তার ঔজ্জ্বল্য বজায় থাকে।


৫) নতুন তুলি দিয়ে চন্দন লাগাবেন।


৬) বিয়ে আর বউভাতের ডিজাইন (10 chandan designs for bengali bride) যেন আলাদা হয়।


৭) কপালে যে ডিজাইন করেছেন সেটার সঙ্গে যেন গাল আর চিবুকের ডিজাইনের সামঞ্জস্য থাকে।

https://bangla.popxo.com/article/various-blouse-designs-for-banarasi-saree-for-brides-in-bengali

মূল ছবি – ইনস্টাগ্রাম

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!        

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From Bridal Makeup