ডি আই ওয়াই লাইফ হ্যাকস

পেস্ট কন্ট্রোলে খবর দেওয়ার প্রয়োজন নেই, মশা-মাছি-আরশোলার হাত থেকে নিজেই নিজের ঘর বাঁচান!

Parama Sen  |  Jul 30, 2019
পেস্ট কন্ট্রোলে খবর দেওয়ার প্রয়োজন নেই, মশা-মাছি-আরশোলার হাত থেকে নিজেই নিজের ঘর বাঁচান!

বৃষ্টি নিম্নচাপের কারণেই হোক কিংবা মৌসুমী বায়ু শেষমেশ পথ ভুলে এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গোঁত্তা মারার কারণে, বৃষ্টি পরতে শুরু করেছে নিয়মিত, গত দু-একদিন ধরে। আর সেই সঙ্গে উৎপাত বেড়েছে মশামাছি ও নানা পোকামাকড়ের (insects)! সারা দিন মশামাছির প্যানপ্যানানি, ভনভনানি তো আছেই, রাতে ঘুম থেকে উঠে যদি একবার চুপচাপ রান্নাঘরে উঁকি মারেন, তা হলেই দেখতে পাবেন, সিঙ্কের উপর দিয়ে পাড়া বেড়াতে বেরিয়েছে কয়েকটি কুচো আরশোলা, দেওয়ালে টিকটিকি যাচ্ছে পা টিপে-টিপে এবং খুব সৌভাগ্য হলে গণেশদাদার বাহনের সঙ্গেও আপনার দেখা হয়ে যেতে পারে! ফলে পরদিন সকালে উঠে আপনি যথারীতি পেস্ট কন্ট্রোলের নম্বর ঘোরাবেন আর তার পরের দিন একটি লোক এসে গম্ভীর মুখ করে পিঠে আণবিক বোমা টাইপের যন্তর নিয়ে এসে আপনার বাড়ির কোণ-ঘুপচি সর্বত্র কী সব স্প্রে করে কিংবা ইঞ্জেকশন দিয়ে চলে যাবে! আর আপনিও শান্তিতে ভাববেন, যাক বাবা, পয়সা গেল, গেল, বাড়িটা তো পোকামাকড়ের হাত থেকে বাঁচল! অথচ এত কিছু না করে কয়েকটি সহজ-সরল পদ্ধতি মেনে চললেই কিন্তু বর্ষাকালে (monsoon) বা যে-কোনও ঋতুতেই বাড়িঘর (home) পোকামাকড়মুক্ত (pest free) রাখা সম্ভব। কী করে, জেনে নিন এখানে…

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From ডি আই ওয়াই লাইফ হ্যাকস