বিউটি প্রোডাক্টস নিয়ে নানা তথ্য

রুক্ষ চুল এক নিমেষে নরম, জেল্লাদার করে দেবে এই ১২টি রিনস-অফ এবং লিভ-ইন কন্ডিশনার

Parama Sen  |  Jan 26, 2020
রুক্ষ চুল এক নিমেষে নরম, জেল্লাদার করে দেবে এই ১২টি রিনস-অফ এবং লিভ-ইন কন্ডিশনার

চুল ভাই বড় সাধের জিনিস! একঢাল চকচকে, স্বাস্থ্যোজ্জ্বল চুল আপনার লুকটাই পাল্টে দিতে পারে অনায়াসে, তা তার লেংথ যা-ই হোক না কেন। কিন্তু চুলের দেখভাল করা তো আর চাট্টিখানি কথা নয়। শ্যাম্পু করো, স্পা করো, তেল মালিশ করো, প্যাক লাগাও…বড্ড হাঙ্গামা। তাই আমরা বেশিরভাগই আজকাল আর খুব একটা লম্বা চুল রাখতে পছন্দ করি না। কিন্তু আমরা বলছি, এত সব না করে যদি তেল মালিশ, শ্যাম্পু আর সঠিক কন্ডিশনার ব্যবহার করলেই চুলের স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। এই কন্ডিশনার ব্যাপারটি চুলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তেল-শ্যাম্পুজনিত সুরক্ষা সিল করে দেয় এই কন্ডিশনার। চুলের জেল্লা তো ফেরায়ই, উপরন্তু বাইরের ধুলোবালি থেকে সরাসরি ক্ষতি হওয়ার হাত থেকেও বাঁচায়। আজ তাই আমরা নিয়ে এসেছি চুলের (Hair) স্বাস্থ্যরক্ষায় কমপ্লিট কন্ডিশনার গাইড। এখানে ১২টি কন্ডিশনারের তালিকা দিলাম আমরা। তার মধ্যে থেকে নিজের চুলের ধরন অনুযায়ী বেছে নিন সঠিক প্রোডাক্টটি। তার আগে জেনে নিন কন্ডিশনার (conditioner) ব্যবহার করার আসল নিয়মও… 

হেয়ার কন্ডিশনার রকমফের ও ব্যবহারের সঠিক নিয়ম

হেয়ার কন্ডিশনার জিনিসটি দেখতে সহজ হলেও, এটি অ্যাপ্লাই করার কিছু কায়দা আছে। আপনার চুলের প্রতিটি গুছিতে হারানো আর্দ্রতা ফিরিয়ে দেয় কন্ডিশনার। সুতরাং, প্রোডাক্ট গাইড দেখার আগে সেই সম্বন্ধে নিজের জ্ঞান পাকা করে নিন।

আরও পড়ুন: জানেন কি, ঠিক-ঠিক নিয়ম মেনে চুলে শ্যাম্পু না করলে চুল ঝরে যেতে বাধ্য?

বাঙালি মেয়েদের চুলের জন্য উপযোগী সেরা ১২টি হেয়ার কন্ডিশনার

আপনাদের কাজ কিছুটা হলেও সহজ করে দিচ্ছি আমরা। বাজার খুঁজে আমরা বের করে এনেছি এমন ১২টি কন্ডিশনার, যা বাঙালি মেয়েদের জন্য এক্কেবারে পারফেক্ট। নিজের বাজেট ও চুলের ধরন অনুযায়ী এর মধ্যে থেকে সঠিক প্রোডাক্টটি বেছে নেওয়ার দায়িত্ব আপনাদের।

১. POPxo Beauty কোকোনাট অ্যান্ড জোজোবা ক্রিম কন্ডিশনার

 

২. লিভঅন সিরাম ফর ড্রাই অ্যান্ড আনরুলি হেয়ার

৩. মামাআর্থ নো মোর ট্যাঙ্গলস হেয়ার কন্ডিশনার

আরও পড়ুন: নারকেল তেল দিয়ে তৈরি সেরা এক ডজন হেয়ার প্রোডাক্ট, চুলের যত্নে যাদের জুড়ি মেলা ভার

৪. সোয়ার্জকফ বোনাকিওর ময়শ্চার কিক স্প্রে কন্ডিশনার

৫. সেন্ট বোটানিকা কোকনাট অ্যান্ড ব্যাম্বু হেয়ার কন্ডিশনার

৬. খাদি মৌরি হার্বাল হেয়ার কন্ডিশনার

৭. দি ভিভরে বাই ফেজ হেয়ার কন্ডিশনার

৮. পতঞ্জলি কেশ কান্তি ড্যামেজ কন্ট্রোল হেয়ার কন্ডিশনার

৯. ওয়াও কোকোনাট অ্যান্ড অ্যাভোকাডো হেয়ার কন্ডিশনার

আরও পড়ুন: চুল পাতলা তো কি হয়েছে? এই সাতটি উপায়ে চুলের ভলিউম বেশি দেখাতে পারেন

১০. ফরেস্ট এসেনশিয়াল জপাপট্টি অ্যান্ড ব্রাহ্মী হেয়ার কন্ডিশনার

১১. কামা আয়ুর্বেদ হিমালয়ান ডিওডর হেয়ার কন্ডিশনার

১২. সানসেরা পাপায়া অ্যান্ড কোকোনাট মিল্ক ভলিউম কন্ডিশনার

 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!

Read More From বিউটি প্রোডাক্টস নিয়ে নানা তথ্য