রিলেশনশিপ

যে-কোনও সম্পর্কে বিশ্বাস জরুরি, কিভাবে গড়ে তুলবেন সেই ভিত

Debapriya Bhattacharyya  |  Mar 26, 2021
যে-কোনও সম্পর্কে বিশ্বাস জরুরি, কিভাবে গড়ে তুলবেন সেই ভিত in bengali

আমাদের আশেপাশে অনেকের মধ্যেই সম্পর্কে বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল (18 important loyalty tips in relationship) দেখা দেয়। মাঝে মাঝে মতান্তর তো সব কাপলের মধ্যেই ঘটে কিন্তু সেটাকে বাড়তে দিলেই মুশকিল। আবার অনেকে হয়ত বলবেন যে কি করে বুঝব যে অন্য মানুষটি আবার বিশ্বাস ভাঙবে কি না। আসলে কি বলুন তো, বিশ্বাস এবং অবিশ্বাস – এই দুয়ের মধ্যে জাস্ট একটা সূক্ষ্ম লাইন রয়েছে, আর আপনাকে সেই লাইনটাই মেইন্টেইন করতে হবে

নতুন সম্পর্ক তৈরি হয়েছে? গড়ে তুলুন বিশ্বাসের জায়গা

ছবি – পেক্সেলস ডট কম

যদি আপনি আপনার পছন্দের মানুষটির সাথে সদ্য একটা সম্পর্ক (18 important loyalty tips in relationship) তৈরি করেন তাহলে সেখানে কিন্তু আপনারও একটা বড় দায়িত্ব থেকে যায় নিজের বিশ্বাসের জায়গাটা তৈরি করার ক্ষেত্রে। কীভাবে করবেন ভাবছেন? ছোট্ট ছোট্ট কয়েকটা স্টেপ ফলো করুন –

ক) একে অন্যের সাথে খোলাখুলিভাবে কথা বলুন

খ) জাজ করবেন না নিজের পার্টনারকে

গ) নিজের বন্ধুমহলে আপনার সঙ্গীকে পরিচয় করান

ঘ) কথা বলার সময়ে চোখের দিকে তাকিয়ে কথা বলুন (18 important loyalty tips in relationship)

ঙ) নিজের আবেগ তার সামনে প্রকাশ করুন

চ) নিঃস্বার্থ ভাবে ভালোবাসুন

আপনার সঙ্গীকে বিশ্বাস করা যায় কিনা, তা বুঝে নিন

ছবি – পেক্সেলস ডট কম

একটা সম্পর্কে যখন কেউ থাকে তখন ভালোবাসা এবং বোঝাপড়ার সাথে সাথে একে অন্যকে বিশ্বাস করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। সুখী দাম্পত্যের সিক্রেট কিন্তু একে অপরের প্রতি ভরসা (18 important loyalty tips in relationship) রাখা। তা কীভাবে বুঝবেন যে আপনি আপনার সঙ্গীকে বিশ্বাস করতে পারেন কিনা বা তিনি আপনাকে বিশ্বাস করেন কিনা –

ক) যদি আপনাদের মধ্যে নিয়মিত কথাবার্তা হয় এবং তা খুব পরিস্কারভাবেই হয়, তাহলে কিন্তু বুঝতেই হবে যে আপনাকে তিনি বিশ্বাস করেন।

খ) সমস্যা সব কাপলের মধ্যেই থাকে, কিন্তু সেই সমস্যার সমাধান কি আপনারা একসাথে করেন এবং ঝগড়া হলে একে অন্যকে ক্ষমা করে দেন? যদি উত্তরতা হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে সব ঠিক আছে।

গ) আপনি কি আপনার সঙ্গীর সব বন্ধুদেরকে চেনেন কিংবা আপনার সঙ্গী কি আপনার সব বন্ধুদেরকে চেনেন (18 important loyalty tips in relationship)

ঘ) আপনারা কি একে অন্যের কথা মন দিয়ে শোনেন নাকি একজন কথা বলেই যান আর অন্যজন ফোন না ল্যাপটপে মুখ গুঁজে থাকেন?

ঙ) আপনারা কি বিল শেয়ার করেন?

চ) আপনার সঙ্গী কি আপনাকে দেওয়া কথা রাখেন? যদি রাখেন, তাহলে তাঁকে চোখ বুজে বিশ্বাস (18 important loyalty tips in relationship) করুন।

গড়ে তুলুন পারস্পরিক বোঝাপড়া

ছবি – পেক্সেলস ডট কম

যে কোন সম্পর্ক তৈরি করা খুব সহজ কিন্তু সেই সম্পর্কটিকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। দুটো মানুষ যখন একটা সম্পর্কে জড়িয়ে পড়েন, বিশেষ করে তা যদি বিয়ের মতো সম্পর্ক হয়, তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভালোবাসার সাথে সাথে আরও অনেকগুলো ফ্যাক্টর মাথায় রাখা জরুরি। মিউচুয়াল রেসপেক্ট বা পারস্পরিক বোঝাপড়া (18 important loyalty tips in relationship) এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাথায় রাখুন এই বিষয়গুলি –

ক) সারাক্ষন পার্টনারকে দোষারোপ করবেন না

খ) স্পর্শ করুন
গ) “মি টাইম”-কে গুরুত্ব দিন
ঘ) সঙ্গীর যে-কোনো জয় সেলিব্রেট করুন
ঙ) তুলনা করা বন্ধ করুন
চ) সঙ্গীকে (18 important loyalty tips in relationship) বেশিরভাগ সময়েই উৎসাহ দিন

https://bangla.popxo.com/article/4-prominent-signs-of-dying-relationship-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!               

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From রিলেশনশিপ