আপনার কি সামনেই বিয়ে (wedding)? মানে বিয়ের আর সপ্তাহখানেক বাকি আর এখন একটু একটু বুক ঢিপঢিপ করছে? লাভ ম্যারেজ (love marriage) হোক আর সম্বন্ধ করে বিয়েই (arranged marriage) হোক, বিয়ের আগে দিয়ে সব মেয়েদেরই একটু ইমোশনাল (emotions) সমস্যা (stress) হয়. মা-বাবাকে (mom dad) ছেড়ে যাওয়ার একটা কষ্ট তো থেকেই সেই সাথে নতুন বাড়িতে নতুন পরিবেশে কিভাবে মানিয়ে নেবো, সেটাও একটা ভাবনার বিষয় হয়ে যায়. কিন্তু অন্যদিকে আবার বিয়ের (wedding) আনন্দও হয়. কতকিছু কেনাকাটা, হানিমুনে (honeymoon) যাবার প্ল্যান, মা-বাবা (mom dad) আর আত্মীয়দের (relatives) থেকে একটু বেশিই আদর পাওয়া – সব মিলিয়ে নিজেকে বেশ একটু কেউকেটাও মনে হয়, কি হয় তো? এখানে এমন ২৪ টা GIF রয়েছে যেগুলো হবু কনের ইমোশন (emotions) একদম ঠিকঠাক জাস্টিফাই করে. দেখুন, হাসুন আর বিয়ের জন্য আনন্দ করুন –
১. কি মজা! আর এক সপ্তাহ পরেই আমার বিয়ে (wedding)
২. এক মিনিট! আর মাত্র এক সপ্তাহ!!!
৩. ওহ! শেষমেশ আমার বিয়েটা হচ্ছে! সবাই কত খেয়াল রাখছে আমার… দারুন ব্যাপার
৪. এতো আত্মীয়-স্বজন? এরা আমাদেরই আত্মীয় (relatives) তো! আগে তো কখনো কোথাও দেখেছি বলে মনে পড়ছে না…
৫. না কাকিমা, থাক! তোমার Sex Advice -এর দরকার নেই আমার. আমি নিজেই অনেক কিছু জানি 😉
৬. কিন্তু, আমার ফুলসজ্জাটা ঠিক কেমন হবে? উফফ! লজ্জা করছে একটু
৭. আমরা কি সেদিন সেক্স (sex) করবো?
৮. আচ্ছা, আমাকে কি আদর্শ বৌমার মতো সকাল সকাল উঠে পড়তে হবে? তারপর চা দিতে হবে বাড়ির সবাইকে?
৯. উফফ! আমি আর স্ট্রেস (stress) নিতে পারছি না… আমার এক্ষুনি একটা স্পা বা ম্যাসাজ দরকার… যাই একটা এপয়েন্টমেন্ট করি স্যালোঁতে
১০. কি? আইবুড়োভাতের জন্য এখনো আমার জুতো আসেনি??? শাড়ির সাথে ম্যাচিং করে তাহলে আমি কি পরব????
১১. এ মাসে কটা আইবুড়োভাত খেলাম? আরো কটা বাকি আছে? যে রেটে আমি খাচ্চি, এরপর ব্লাউজগুলো ফিট করলে হয় আমার গায়ে!
১২. উফফ! আমাকে কেউ একটু এক ছাড়বে? আমি আর তোমাদের এই বিয়ে সংক্রান্ত জ্ঞান নিতে পারছি না… আমাকে একটু শান্তি দাও!!!
১৩. থ্যাঙ্ক গড! আমার বন্ধু আর বোনগুলো আছে… সবাই মিলে এবারে ভালো করে সংগীতের জন্য নাচ প্র্যাক্টিস করি যাই.
১৪. ওহ! আমাকে তো আমার সব জিনিস পত্র গুছিয়েও ফেলতে হবে… কোনটা যে কোথায় রাখি… এতো জিনিস কিভাবে গোছাবো…. আমার তো ভেবেই গায়ে জ্বর আসছে
১৫. এবাবা! বিকিনি ওয়াক্স করতে হবে তো! ভুলেই গেছি
১৬. মা নিশ্চই আমার সেক্সি লঞ্জারি দেখেনি, যেগুলো হানিমুনের (honeymoon) জন্য কিনেছি… কিন্তু যদি দেখে ফেলে? ইশ! কি লজ্জার ব্যাপার… কি ভাববে আমার সম্বন্ধে!
১৭. আমার বেনারসিটা কি দারুন দেখতে!
১৮. এক মিনিট! আমার সত্যিই বিয়ে (marriage) হচ্ছে! মা-বাবাকে ছেড়ে আমাকে সত্যিই চলে যেতে হবে!
১৯. আচ্ছা, আমি কি বিয়ের (marriage) জন্য রেডি? আমার কেন এসব প্রশ্ন মাথায় ঘুরছে? আর সেটাও বিয়ের এক সপ্তাহ আগে!
২০. বাহ্! ছোটোপিসি এতো ভালো নাচতে পারে জানতামনা তো! যাই আমিও তাল মেলাই
২১. উফফ! আমি দারুন নাচি! #IamTheCoolestBrideEver
২২. আজকের রাতটা আমার এ-বাড়িতে শেষ রাত?
২৩. মা, প্লিজ আজ তোমার সাথে ঘুমোবো?
২৪. এনিওয়ে! আমি বিয়ের (wedding) জন্য একদম রেডি!
ছবি সৌজন্যে – YouTube
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!