রূপচর্চা ও বিউটি টিপস

কেমিক্যালের থেকে চোখ রক্ষা করতে বাড়িতেই তৈরি করে নিন কাজল

Debapriya Bhattacharyya  |  Apr 19, 2021
কেমিক্যালের থেকে চোখ রক্ষা করতে বাড়িতেই তৈরি করে নিন কাজল in bengali

কাজল ছাড়া আমাদের মেকআপ অসম্পূর্ণ। চোখ হাইলাইট করতে এবং আকর্ষণীয় দেখাতে আজকাল সবাই চোখে কাজল (3 amazing ways to make homemade kajal) লাগায়। আপনি যদি আপনার সুন্দর চোখ নষ্ট করতে না চান তাহলে চোখে বাড়িতে তৈরি কাজল লাগান। বাড়িতে তৈরি কাজলকে অরগ্যানিক কাজলও বলা হয় কারণ এই কাজল তৈরি করার সময় কোনও রাসায়নিকের ব্যবহার করা হয় না। এটা চোখের জন্য পুরোপুরি সুরক্ষিত। আর এটা বাড়িতে খুব সহজেই তৈরি করা যায়। শুধু এটা তৈরি করার জন্য আপনাকে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। 

জেনে নিন কিভাবে অ্যালোভেরা থেকে তৈরি করবেন কাজল

ছবি – পেক্সেলস ডট কম

অ্যালোভেরা এমনিতেই বহু গুণ সমৃদ্ধ। অ্যালভেরা জেল এমনিতেই অনেকে চোখে লাগান আরাম পাওয়ার জন্য। সুতরাং বোঝাই যাচ্ছে অ্যালোভেরা জেল থেকে কাজল তৈরি করলে সেটাও চোখের জন্য যথেষ্ট লাভজনক হবে। অ্যালোভেরা জেল থেকে তৈরি এই কাজল (3 amazing ways to make homemade kajal) চোখ ঠাণ্ডা রাখবে আর আরাম দেবে। 

জেনে নিন কিভাবে কর্পূর থেকে তৈরি করবেন কাজল

কর্পূর থেকে কাজল (3 amazing ways to make homemade kajal) তৈরি করার পদ্ধতি খুব পুরনো আর কার্যকরী। যখন বেশ ঘন হয়ে কালি পড়বে সেটা ছুরি দিয়ে চেঁচে নিয়ে কৌটোয় রেখে দিন। কর্পূর থেকে তৈরি কাজল চোখের জন্য খুব ভালো। এটা চোখে আরাম দেয়। চোখের মধ্যে ধূলিকণাও বের করে দেয় এই কাজল। শুধু খেয়াল রাখবেন যেন কর্পূর পুরোপুরি জ্বলে যায়।

জেনে নিন আমন্ড বা কাঠবাদাম থেকে কিভাবে তৈরি করবেন কাজল

ছবি – পেক্সেলস ডট কম

https://bangla.popxo.com/article/top-5-nail-polish-for-dusky-skin-tone-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!        

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From রূপচর্চা ও বিউটি টিপস