অবাঞ্ছিত লোম অপসারণ – কি কথাটা শুনে অবাক লাগছে? সহজভাবে বলতে গেলে শরীরের হেয়ার রিমুভ করা, আর আজ এই নিয়েই কথা বলব। যে-কোনও মহিলার জীবনে এটি একটি বড় সমস্যা। প্রতি মাসে এই অবাঞ্ছিত লোম দূর করা যে কী জ্বালা, সে আর অন্য কেউ বুঝবে না। (3 best hair removal soaps)
ভাবুন তো আপনি বেশ সুন্দর একটা ড্রেস কিনেছেন পার্টিতে যাবেন বলে, কিন্তু আপনার পায়ে বা হাতে লোম রয়েছে! কীরকম অদ্ভুত দেখতে লাগবে… হাত বা পায়ের কথা না হয় ছেড়েই দিলাম, আমাদের আন্ডারআর্মস অর্থাৎ বগলেও কিন্তু অবাঞ্ছিত লোম থাকে। সুন্দর স্মুদ আন্ডারআর্মস পেতে সবারই ইচ্ছে করে, কিন্তু তার থেকেও বড় কথা হল শরীরের এক বিশেষ জায়গাতা পরিষ্কার রাখা। সে-কারণে Unwanted Hair Remove করতে আমাদেরকে নানা পদ্ধতি ব্যবহার করতেই হয়।
কেউ ওয়াক্সিং করান, কেউ বা বাড়িতেই শেভ করে নেন আবার কেউ বা ভরসা করেন বাজারচলতি নানা হেয়ার রিমুভাল ক্রিমের উপরে। তবে আমি যদি বলি, সাবান মেখে স্নান করেও অনায়াসে আপনি অবাঞ্ছিত লোম অপসারণ করতে পারেন? বিশ্বাস হচ্ছে না? আমরা এখানে এমন কয়েকটি হেয়ার রিমুভাল সাবানেরই হদিশ দিলাম (3 best hair removal soaps)
হেয়ার এনার্জি হেয়ার রিমুভাল সোপ
হেয়ার এনার্জির এই সাবানটি ব্যথা না দিয়েই আপনার শরীরের অবাঞ্ছিত লোম দূর করে সুন্দর, পেলব ও মসৃণ ত্বক উপহার দেয়। শুধুমাত্র শরীরের গোপন অঙ্গে না, হাত, পা এবং বগলের লোম দূর করতেও এই সাবানটি খুব ভাল কাজে দেয়
কীভাবে ব্যবহার করবেন
ক) যেখানে লোম দূর করতে চাইছেন, শরীরের সেই জায়গাটি জল দিয়ে ভিজিয়ে সাবান মাখিয়ে নিন।
খ) মিনিট পাঁচেক ফেনা তৈরি করে নিন মাসাজ করে। (3 best hair removal soaps)
গ) আপনার শরীরের লোমের ঘনত্ব এবং টেক্সচার অনুজায়ী আট থেকে দশ মিনিট অপেক্ষা করুন।
ঘ) সময় হয়ে গেলে উষ্ণ জলে ধুয়ে ফেলুন। নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন।
চন্দ্রানী হেয়ার রিমুভাল সোপ
এই হেয়ার রিমুভাল সাবানটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে ঠাসা। এই সাবানটির সবচেয়ে ভাল বিষয় হল, এটি কেমিক্যাল-ফ্রি, আর হ্যান্ডমেড। এটি শুধুমাত্র অবাঞ্ছিত লোমই দূর করে না, ত্বক গভীরভাবে পরিষ্কার করে আর্দ্রতা যোগায় এবং ত্বক নমনীয় করে তোলে। (3 best hair removal soaps)
কীভাবে ব্যবহার করবেন
ক) যেখানে লোম দূর করতে চাইছেন, শরীরের সেই জায়গাটি জল দিয়ে ভিজিয়ে সাবান মাখিয়ে নিন।
খ) মিনিট দুয়েক মাসাজ করে নিন।
গ) হয়ে গেলে উষ্ণ জলে ধুয়ে ফেলুন। নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন।
বন বন এপি স্যাভন হেয়ার রিমুভাল সোপ
অন্য হেয়ার রিমুভাল সাবানের তুলনায় দামটা একটু বেশি হলেও আমরা কথা দিচ্ছি, আপনি আফশোস করবেন না। হাত, পা, বগল এবং V-Line থেকে অবাঞ্ছিত লোম অপসারণ করতে সাহায্য করে এই সাবানটি; সঙ্গে ত্বকের আর্দ্রতাও ধরে রাখে
কীভাবে ব্যবহার করবেন
ক) যেখানে লোম দূর করতে চাইছেন, শরীরের সেই জায়গাটি জল দিয়ে ভিজিয়ে সাবান মাখিয়ে নিন।
খ) মিনিট পাঁচেক ফেনা তৈরি করে নিন মাসাজ করে। (3 best hair removal soaps)
গ) আপনার শরীরের লোমের ঘনত্ব এবং টেক্সচার অনুজায়ী আট থেকে দশ মিনিট অপেক্ষা করুন।
ঘ) সময় হয়ে গেলে উষ্ণ জলে ধুয়ে ফেলুন। নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!
Read More From বিউটি প্রোডাক্টস নিয়ে নানা তথ্য
ফাউন্ডেশন ব্যবহার করার সময় এই মারাত্মক ভুলগুলি করবেন না প্লিজ
SRIJA GUPTA
প্রাকৃতিকভাবে পাউটি ঠোঁট পেতে ব্যবহার করুন কফি
Debapriya Bhattacharyya
ঘরে বসেই জেল্লাদার ত্বক পেতে ট্রাই করুন ভিটামিন সি শিট মাস্ক
Debapriya Bhattacharyya
গরমকালে এই ন্যাচারাল সানস্ক্রিনগুলোই ত্বকের সুরক্ষাকবচের কাজ করবে
Debapriya Bhattacharyya
স্কিন কেয়ার তো করছেন, তবে প্রোডাক্টগুলো সঠিক অর্ডারে লাগাচ্ছেন তো?
Debapriya Bhattacharyya