চুলের যত্ন নিয়ে নানা টিপস

dry shampoo myths: ড্রাই শ্যাম্পু কি আপনার চুল আদৌ পরিষ্কার করে?

Indrani Bose  |  Feb 22, 2022
dry shampoo myths: ড্রাই শ্যাম্পু কি আপনার চুল আদৌ পরিষ্কার করে?

অফিসে যেতে হোক বা না হোক, প্রতিদিন চুল ধোওয়া এবং শ্যাম্পু করা কিন্তু সম্ভব হয় না। পড়ুয়াদের ক্ষেত্রেও বিষয়টি এক। এদিকে দুই দিন শ্যাম্পু না করলেই চুলের টেক্সচার বদলে যায়। কাজের চাপে এতটাই ক্লান্তি থাকে যে এখন শ্যাম্পু না করে অনেকগুলো দিন কাটিয়ে দেওয়ার মতো কাজ কম বেশি আমরা সবাই করে থাকি। এই সময়েই আপনাকে বাঁচিয়ে দেয় ড্রাই শ্যাম্পু। কিন্তু ড্রাই শ্যাম্পু নিয়ে বেশ কিছু ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে। সেগুলো আসলে ড্রাই শ্যাম্পু মিথ (dry shampoo myths)। বিষয়গুলি প্রচলিত হলেও আদৌ তার কোনও সত্যতা নেই। সেরকম কয়েকটি মিথ নিয়েই আজ আলোচনা করব।

ড্রাই শ্যাম্পু নিয়ে ৩টি মিথ (dry shampoo myths)

মিথ ১ – আপনার চুলকে রুক্ষ কর দেয় (dry shampoo myths)

আসলে ড্রাই শ্যাম্পু-তে এই ড্রাই শব্দটাই অনেকের মধ্যে ভুল ধারণা (dry shampoo myths) তৈরি করে দেয়। আমাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয় যে, ড্রাই শ্যাম্পু কি আমাদের চুল শুষ্ক করে দেয় না কি নয়। এই কথা ঠিক যে, ড্রাই শ্যাম্পুতে অ্যালকোহল থাকে। তবে তা আপনার চুলকে একদম রুক্ষ করে দেয় না। শ্যাম্পু ব্যবহারের পর আপনি ড্রাই কন্ডিশনার ব্যবহার করে নিন। তাহলে চুল রুক্ষ হওয়ার সম্ভাবনা থাকবে না।

মিথ ২ – আপনার চুল পরিষ্কার রাখে

আপনার চুলের তৈলাক্তভাব কাটিয়ে ঝলমলে করে তোলার জন্য ড্রাই শ্য়াম্পু ব্যবহার করা হয়। যাতে মনে হয় আপনি সবেই শ্য়াম্পু করে এসেছেন। কিন্তু ড্রাই শ্য়াম্পু হেয়ার ক্লিনজার নয়। শ্যাম্পুর রিপ্লেসমেন্টও নয়। তাই আপনার চুলে ক্লিনজার ও কন্ডিশনার ব্য়বহার করেই আপনার চুল পরিষ্কার করতে হবে। স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে। যদি আপনি ড্রাই শ্য়াম্পু ব্যবহারে অভ্য়স্ত হন, তার পরেও।

মিথ ৩ – কোঁকড়া চুলে ব্যবহার করা যায় না

এটা অত্যন্ত প্রচলিত মিথ যে, কোঁকড়া চুলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করা যায় না। কারণ, আপনার চুলের টেক্সচার এই শ্যাম্পু খারাপ করে দেয়। এই শ্যাম্পু আপনার কার্লের উপর একটি হালকা স্তর তৈরি করে। যা আপনার চুলের আর্দ্রতা ধরে রাখে এবং জট পড়া থেকে বাঁচায়। তবে কোঁকড়া চুলের জন্য তো যত্ন করতেই হবে। অতিরিক্ত পরিমাণে ড্রাই শ্য়াম্পু ব্যবহার(dry shampoo busting myths) করবেন না। অতিরিক্ত ব্যবহারে চুলের ক্ষতি হবে (dry shampoo myths)।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From চুলের যত্ন নিয়ে নানা টিপস