নতুন চাকরি পেয়ে রিয়া এখন মুম্বাইবাসী। সারাদিন অফিসে ব্যস্ত থাকার পর বাড়ি ফিরে আর রান্না করতে ইচ্ছে করে না বেচারির। কিন্তু রোজ রোজ বাইরের খাবার খেয়ে পেটের আর পকেটের দুয়েরই অবস্থা খুব একটা ভালো না। মায়ের পরামর্শে তাই একটা মাইক্রোওয়েভ (microwave) কিনেছে। এখন বাড়ির খাবার চটজলদি মাইক্রোওয়েভেই বানিয়ে নেয়। কিন্তু সমস্যা হয়েছে মাইক্রোওয়েভ পরিস্কার (clean) করা নিয়ে। কীভাবে যে গ্যাজেটটা পরিস্কার করবে ভেবে উঠতে পারছে না। অগত্যা আবার মাকে ফোন। ওর মা অনেকগুলো সহজ পদ্ধতি (easy hacks) বলে দিয়েছেন ওকে যাতে খুব একটা পরিশ্রম ছাড়াই তাড়াতাড়ি মাইক্রোওয়েভ পরিস্কার করা যায়। এইবেলা আপনারাও জেনে নিন –
মাইক্রোওয়েভ (microwave) পরিস্কার (clean) করার আগে যে জিনিসগুলি মাথায় রাখা উচিত
- যদি তোয়ালে দিয়ে মাইক্রোওয়েভ পরিস্কার করেন তাহলে আগে মাইক্রোওয়েভ অফ করে নিন।
- মাইক্রোওয়েভের তার, প্লাগ এবং সকেট শুকনো কাপড় দিয়ে পরিস্কার করুন। ভুল করেও এগুলিতে জল কিম্বা ভেজা হাত লাগাবেন না।
- টার্ন টেবিল (turn table) কিম্বা ভেতরের দেওয়ালে সরাসরিভাবে জল দেবেন না।
- টার্ন টেবিল আপনি চাইলে আলাদা ভাবে মেজে নিতে পারেন। কিন্তু ভেজা অবস্থাতে কোনোভাবেই টার্ন টেবিল (turn table) মাইক্রোওয়েভে ঢোকাবেন না। এতে পড়ে শক লাগার আশঙ্কা থেকে যায় এবং মাইক্রোওয়েভের (microwave) মোটরে জং ধরে যাবার চান্সও থেকে যায়।
এই ৩টি উপায়ে (easy hacks) ঝটপট পরিস্কার (clean) করুন আপনার সাধের মাইক্রোওয়েভ (microwave)
১। বেকিং সোডা আর জল
২। ভিনিগার
৩। ভিনিগার আর বেকিং সোডা
ছবি সৌজন্যে – Pexels, Pinterest
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!