লাইফস্টাইল

ঘরের মেকওভার করবেন ভাবছেন, শুধু পর্দাই পাল্টিয়ে দেখুন তো!

Indrani BoseIndrani Bose  |  Feb 28, 2022
ঘরের মেকওভার করবেন ভাবছেন, শুধু পর্দাই পাল্টিয়ে দেখুন তো!

ঘরের পর্দাগুলো কি অনেকদিন ধরেই একইরকম? এবার কি একটু পরিবর্তন আনা দরকার বলে আপনি মনে করছেন। সেটা তো আপনি করতেই পারেন। এতে আপনার ঘর দেখতেও অন্য়রকম লাগে, আবার খুব বেশি মেকওভার করার প্রয়োজন হয় না। কিন্তু পর্দা বেছে নেওয়ার সময় কয়েকটি বিষয় আপনাকে তো খেয়াল রাখতেই হবে। নতুন পর্দা লাগানো(choose curtains) -এর সময় কী কী খেয়াল রাখবেন, পরামর্শ দিলাম আমরা।

উজ্জ্বল রঙ সব সময় সুন্দর (choose curtains)

যখন নতুন পর্দা কিনছেন, সেই সময় রং বেছে নেওয়ার ক্ষেত্রে দুটি বিষয় মাথায় রাখুন। আপনার ঘরের আসবাবের রং ও দেওয়ালের রং। আপনার ঘরের আসবাবের রং যদি গাঢ় হয়, মানে গাঢ় বাদামী বা কালো তবে আপনি অপেক্ষাকৃত হালকা রঙের পর্দা বাছুন। সেই পর্দা সাদা, আকাশী , হলুদ বা গোলাপি রঙেরও হতে পারে। আমাদের পছন্দ (how to choose curtains)হালকা ও উজ্জ্বল রং। এতে ঘর অনেক বেশি উজ্জ্বল দেখায় ও অন্দর আরও বেশি সুন্দর দেখায়। আপনার ঘরের দেওয়ালের রংও মাথায় রাখুন। আপনি দেওয়ালের রঙ মাথায় রেখে পর্দা (curtains) বাছতে পারেন। কন্ট্রাস্টের কথা অবশ্যই মাথায় রাখুন।

সাম্প্রতিক ট্রেন্ড কী – কুঁচি,লেস, বিডস (choose curtains)

আপনি যদি ইন্টেরিয়রের সাম্প্রতিক ট্রেন্ড (choose curtains) দেখেন, তবে দেখবেন এখন শুধু এক রঙের পর্দাই সবাই ঘরে লাগাচ্ছেন না। আবার এক ধাঁচের প্রিন্টেড পর্দাই লাগাচ্ছেন না। পর্দাতেও অনেক ডিজাইন এখন এসেছে। পর্দার তলার অংশে ছোট ছোট সুতোর বল লাগানো থাকছে, হালকা রঙের পর্দায় মানাচ্ছেও বেশ। আবার পর্দাতে আপনি কুঁচিও লাগাতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যে রঙের পর্দা আপনি সে রঙের কুঁচিও লাগাতে পারেন, আবার বিপরীত রঙেরও কুঁচি লাগাতে পারেন। কুঁচি লাগানো পর্দা নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। সাধারণত শোওয়ার ঘরেই এই ধরনের পর্দা (choose curtains) ভাল লাগে। বসার ঘরের জন্য এক রঙের সুন্দর পর্দা বেছে নিন। এইসময় অবশ্যই মনে রাখবেন, আপনার বসার ঘরে ওয়াল পেন্ট করা আছে কি না।

পর্দার ঝুল কতটা হবে

পর্দার ঝুলের বিষয়টিও অবশ্যই খেয়াল রাখুন। আপনার পর্দায় যেন আপনার জানলা এবং দরজা সম্পূর্ণ ঢাকা পড়ে। চওড়া জানলা হলে যদি আপনার তিনটি পর্দা লাগে, তাহলে দুপাশের দুই পর্দা একরঙের নিয়ে মাঝের পর্দাটি অন্য রঙের নিতেই পারেন। যেমন- দুপাশের পর্দা যদি আকাশী রঙের হয়, তাহলে মাঝের পর্দাটি (curtains) সাদা রঙের হবে। আবার দুই পাশে এক রঙের পর্দা লাগিয়ে মাঝে প্রিন্টেড পর্দাও লাগাতে পারেন। এতে আপনার ঘর আরও সুন্দর দেখতে লাগবে। আপনি স্ট্রাইপ ডিজাইনেরও পর্দা নিতে পারেন। ফ্লোরাল প্রিন্টেড পর্দাও ভাল লাগবে। হালকা রঙের পর্দায় বড় ফ্লোরাল প্রিন্ট বেশ ভাল লাগবে।

আর কী খেয়াল রাখবেন

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From লাইফস্টাইল