লাইফস্টাইল

হ্যাপি ভ্যালেন্টাইনস ডে তে প্রিয়জনকে পাঠানোর জন্য কয়েকটি সেরা ভালবাসা দিবসের শুভেচ্ছা

Parama Sen  |  Jun 27, 2019
হ্যাপি ভ্যালেন্টাইনস ডে তে প্রিয়জনকে পাঠানোর জন্য কয়েকটি সেরা ভালবাসা দিবসের শুভেচ্ছা

ভালবাসার দিনটি হল হ্যাপি ভ্যালেন্টাইনস ডে (Valentines Day)! এটি এখন মোটামুটি সারা বিশ্বে প্রামাণ্য হয়ে গিয়েছে প্রেম নিবেদন এবং প্রেমে পড়ার দিন হিসেবে! যতই আপনারা সরস্বতী পুজো-সরস্বতী পুজো বলে লাফালাফি করুন না কেন, সারা দুনিয়ার সঙ্গে তালে তাল মিলিয়ে আমি-আপনিও কিন্তু এখন ভ্যালেন্টাইনস ডে-র দিন নাচতে-নাচতে মনের মানুষটির জন্য ভ্যালেন্টাইনস ডে এর উপহার কিনি আর রাতে রেস্তরাঁয় খেয়ে, সেলফি তুলে ফেসবুকে পোস্টাই! যাই হোক, আমরা আজ কথা বলছি প্রেম নিয়ে। এই স্টেটাস আপডেট, সোশ্যাল মিডিয়ার বাড়াবাড়ির যুগে উক্তি ব্যাপারটির ভারী চাহিদা। সে আপনি প্রেম নিবেদন বলুন, গোপনে প্রেম বলুন, প্রেমের বাড়াবাড়ি বলুন, দূর থেকে প্রেম জানানো বলুন…মোদ্দা কথা হল, প্রেম (Bangla Love Quotes) বোঝানোর জন্য যদি আপনার হাতে জুতসই কোটস (Quotes) না থাকে, তা হলে প্রেমিকপ্রবরটি তো বটেই, সারা দুনিয়া আপনাকে প্রেমের খেলায় এলেবেলে দুধভাত ধরে নিয়ে আব্বুলিশ করে দেবে!

কিন্তু আমরা তো আর সেটা হতে দিতে পারি না! তাই আমরা বেছে-বেছে এমন কিছু প্রেমের বাঘা-বাঘা কোটস (Valentines Day Quotes In Bengali) এখানে দিয়ে দিলাম, যেগুলো যদি আপনি সুযোগ বুঝে আগামী ভ্যালেন্টাইনস ডে পর্যন্ত চুপচাপ পোস্ট (Love Quotes In Bengali) করতে থাকুন এখানে-ওখানে, তা হলেই আপনি আর প্রেমের খেলার সেরা খেলুড়ে হয়ে উঠবেন!

আরও পড়ুনঃ সেরা সেলফি ওয়ান লাইনার ও কোটস

সেরা প্রেমের কোটস (Top 10 Bangla Love Quotes)

ছবি সৌজন্যে: পিক্সেলস

১| প্রকৃস সুখ কাকে বলে জানেন? যখন আপনি যাকে ভালবাসেন (Bangla Quotes Romantic) এবং সে-ও আপনাকেই ভালবাসে!

২| ভ্যালেন্টাইন ডে-তে বিশ্বের সব কবিদের ছুটি! কারণ, প্রেম (Love) নিয়ে কবিতা তো তাঁরা ইতিমধ্যেই লিখে ফেলেছেন! 

৩| যে আপনাকে সত্যিই ভালবাসে (Valentines Day Quotes In Bengali), তাঁর চোখে আপনার কোনও খামতিই ধরা পড়বে না!

৪| ভালবাসার আসল মানে হল, লেগে থাকা, ভালবাসার মানুষটির উপর থেকে বিশ্বাস না হারানো!

৫| আসল প্রেমিক-প্রেমিকা কোথাও দেখা করতে যায় না! কারণ, তারা একে-অন্যের হৃদয়ে থাকে!

৬| জীবনের সেরা রিফ্রেশমেন্টের নামই হল ভালবাসা!

৭| কাউকে ভালবাসলে নিজেকে আর একা লাগে না!

৮| এস্কিমোরা নাকি বরফকে দুশোটা নামে ডাকে! কারণ, বরফ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ! আপনিও তা হলে এবার থেকে ভালবাসার (Bangla Love Quotes) দুশোটা নাম ঠিক করতে শুরু করুন!

৯| যেখানে ভালবাসা আছে, সেখানেই একমাত্র প্রাণভরে শ্বাস নেওয়া সম্ভব (বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা)।

১০| ভালবাসা জীবনের সব সমস্যাকে তুড়ি মেরে সরিয়ে দেয় না। কিন্তু তার মোকাবিলা করার সাহস জোগায়! সেটাই বা কম কীসের?

বিবাহিতদের জন্য ভালোবাসা দিবসের শুভেচ্ছা (Love Quotes In Bengali For Married Couples)

ছবি সৌজন্যে: পিক্সেলস

এখানে একটা মজার ব্যাপার আছে। বিয়ের পর ভালবাসা রূপ কিন্তু একেবারেই পাল্টে যায়! আমরা যারা সেটা বুঝতে পারি, তারা কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নতুন করে ভালবাসতে পারি (Love Quotes In Bengali)। কিন্তু যারা সেটা বুঝতে পারেন না এবং ভাবেন যে, বিয়ের আগে প্রেমিক হিসেবে যে লোকটা আপনার কলেজের বাইরে গোলাপ ফুলের তোড়া হাতে টানা কয়েকট ঘণ্টা দাঁড়িয়ে থাকত, বিয়ের পর সেই লোকটিই স্বামী হিসেবে কেন আপনার জন্মদিনটাই ভুলে যায়. তাঁদের উদ্দেশ্যে বলছি, বিয়ে সম্পর্কিত এই লাভ কোটস বা ভালোবাসা দিবসের শুভেচ্ছা (Love Quotes) গুলো আপনার স্বামীর সঙ্গে শেয়ার করুন, দেখবেন, অন্যরকম ভালবাসার দুজনেই ভরে উঠবেন! এগুলো ঠিক সেই অর্থে প্রেমের উক্তি (Bangla Love Quotes) নয়, কিন্তু বিয়ের আসল মানেটা বুঝিয়ে দেওয়া কিছু নির্মল আনন্দওয়ালা উক্তি তো বটেই!

১| যখন আপনি বার বার আপনার স্বামীরই প্রেমে পড়বেন, তখনই বুঝবেন আপনাদের গাঁটছড়া বাঁধাটা সার্থক হয়েছে!

২| ভালবাসা অন্ধ! কিন্তু ভালবেসে বিয়ে করার পর কিন্তু চোখ খুলে যেতে বাধ্য!

৩| আগে সকলে উপদেশ দিতেন, নিজের চেয়ে বয়সে বড় কাউকে বিয়ে করাটাই নাকি উচিত! কারণ, তাঁরা অনেক বেশি ম্যাচিওর হন! কিন্তু ইদানীং ব্যাপারটা বদলে গিয়েছে! দেখুন, পুরুষেরা কখনও যথেষ্ট ম্যাচিওরড হন না। কাজেই বয়সে ছোট কাউকেও আরামসে বিয়ে করা যেতে পারে!

৪| বিয়ের সময়ই আমি স্বামীকে স্পষ্ট বলে দিয়েছিলাম যে, যদি বাই চান্স কোনওদিন আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাব (Valentines Day Quotes In Bengali), তা হলে কিন্তু আমিও লোটা-কম্বল নিয়ে তোমার পিছু নেব! বিশ্বাস করুন, সে কোনওদিন আমাকে ছেড়ে যায়নি!

৫| বিয়ের আগে যে লোকটা আমার কথা শেষ না হওয়া পর্যন্ত চোখের পলকটাও ফেলতে না, বিয়ের পরে সে-ই আমার কথা শেষ হওয়ার আগেই নাক ডাকতে শুরু করে!

৬| সুখী দাম্পত্য জীবনের রহস্য? ওটা এখনও রহস্যই থেকে গিয়েছে!

৭| বিয়ে নামক গাবদা বইটির প্রথম অধ্যায়টি কবিতা দিয়ে লেখা। আর তারপর থেকে সবকটি অধ্য়ায়ই গদ্যধর্মী!

৮| আপনাদের দুজনের মধ্যে কতটা মিল (ভালবাসার উক্তি), তাতে কিচ্ছু যায় আসে না! আপনারা নিজেদের অমিলগুলো কতটা ভাল ভাবে সামলাতে পারছেন, সেটাই বিয়ের আসল পরীক্ষা!

৯| বিয়ে হল দুজন মানুষের মধ্যে একটি বন্ধন, যেখানে একজন সব সময় জন্মদিন-অ্যানিভার্সারি ভুলে যায় আর অন্যজন তাকে সেগুলো সর্বদা মনে করিয়ে দেয় (Bangla Love SMS)!

১০| লাভ, লাফটার অ্যান্ড হ্যাপিলি এভার আফটার! এটুকু হলেই সেই বিয়ে সার্থক! 

প্রেমিক-প্রেমিকাদের জন্য প্রেম নিবেদনের সেরা উক্তি (Valentines Day Quotes In Bengali For Couples)

ছবি সৌজন্যে: পিক্সেলস

১| প্রেম যখন উন্মাদনা নয়, তখন তা প্রেমই নয়!

২| অন্য সবাই আমাকে ভুলে গেলেও ক্ষতি নেই। তুমি আমাকে মনে রাখলে সেটাই আমার জন্য যথেষ্ট (ভালোবাসা দিবসের শুভেচ্ছা)!

৩| যখন অন্য কারও ভাল থাকাটা তোমার নিজের ভাল থাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, জানবে, তাকেই তুমি ভালবাসো!

৪| যে-কোনও প্রেমের গান শুনলেই যদি মনটা খুশিতে ভরে ওঠে, তার মানে তুমি প্রেমে পড়েছ! 

৫| দুজনে মিলে একসঙ্গে দেদার বোকামি করার মানেটাই হল ভালবাসা (Bangla Love SMS)!

৬| আত্মা যা দিয়েই তৈরি হোক না কেন, তোমার আর আমারটা একদম এক!

৭| আমাদের প্রেম কাহিনিটা কিন্তু আমার বেশ পছন্দের (ভ্যালেন্টাইন ডে এসএমএস)! হ্যাঁ, আমরা অনেক গুবলেট করেছি মাঝে-সাঝে, কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু টুকটুক করে এতটা পথ পেরিয়ে গিয়েছি!

৮| ভালবাসাকে ইনফিনিটি দিয়ে গুণ করো, তারপর তাতে যোগ দাও ফরএভার…তারপরও বুঝতে পারবে না যে আমি তোমাকে কত্তটা ভালবাসি (Bangla Quotes Romantic)!

৯| ভবিষ্যতটা ঠিক কেমন, তা তো আমরা কেউই জানি না। কিন্তু আমার ভবিষ্যতে যে আমি  তোমাকে চাই, এটা এক্কেবারে পাক্কা!

১০| আশা করি, তুমি আমাকে যতটা ভালবাসো, আমিও তোমাকে ঠিক ততটাই ভালবাসতে পারব!

POPxo এখন ৬টা ভাষায় – ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Image Source: Pexels

Read More From লাইফস্টাইল